মারণ রোগে ভুগছেন বলিউডের (Bollywood) এই ৮ তারকা। অথচ তাদের ফ্যানেরা জানেনই না সেই খবর। অমিতাভ, সালমান, ক্যাটরিনা, রণবীর থেকে অনুষ্কা, বরুণ, ফাতিমা, সামান্থা, বিজয়, বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের রয়েছে কঠিন রোগ। কে কোন অসুখে ভুগছেন? জানাবো আপনাদের। তবে তার আগে বিনোদনের এমন নতুন নতুন খবর পেতে আমাদের পেজটিকে ফলো করে নিন।
অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) : বহুদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছেন অমিতাভ বচ্চন। ‘কুলি’ সিনেমার শুটিং করতে গিয়ে মারাত্মক আঘাত পান অমিতাভ। তখনই তার প্লীহা ফেটে যায়। ১৯৮২ সালে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তিনি। এতে তার লিভারের ৭৫ শতাংশ নষ্ট হয়েছে। এছাড়াও অমিতাভের Myasthenia Gravis নামের একটি অটোইমিউন রোগ আছে। আজীবন এই রোগ নিয়েই বাঁচতে হবে অভিনেতাকে। এছাড়া অন্ত্রের সমস্যা এবং আস্থমাও আছে অমিতাভের।
অনুষ্কা শর্মা (Anushka Sharma) : অনুষ্কা শর্মার Bulging Disc রোগ আছে। এটি একটি হাড়ের রোগ, যাতে খুবই কষ্ট পেতে হয় তাকে। এই রোগে মেরুদন্ডের কর্ড থেকে যন্ত্রণা আরম্ভ হয়ে শরীর বাকি অংশে ছড়াতে শুরু করে। যাদের শারীরিক চলাফেরা কম এবং হাড়ের ওজন বেশি তাদের এই রোগ হয়।
সালমান খান (Salman Khan) : সালমান খানের Tregeminal Neuralgia নামের নার্ভের একটি জটিল রোগ আছে। এই রোগে মুখের মাংসপেশি এবং থুতনিতে ব্যথা হয়।
রণবীর কাপুর (Ranbir Kapoor) : রণবীর কাপুর দীর্ঘদিন ধরে নাকের সমস্যায় ভুগছেন। তিনি Deviated Nasal Septum রোগে আক্রান্ত।
বরুণ ধাওয়ান (Varun Dhawan) : বলিউডের এই অভিনেতার কানে শোনার ক্ষেত্রে অসুবিধা হয়।
ফাতিমা সানা শেখ (Fatima Sana Sheikh) : এই বলিউড অভিনেত্রীর মৃগী রোগের সমস্যা আছে।
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : ক্যাটরিনা কাইফ দীর্ঘদিন ধরে থাইরয়েডের সমস্যায় আক্রান্ত। তিনি Hypothyroidism এর ওষুধ খান নিয়মিত।
আরও পড়ুন : সিনেমার থেকে কম নয় শ্রেয়া ঘোষালের প্রেম জীবন! তার স্বামী কে জানেন?
আরও পড়ুন : প্রভাসকে ভালোবেসে বিয়েই করলেন না এই দুই নায়িকা! রয়ে গেলেন চিরকুমারী
সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu) : অটোইমিউন রোগে আক্রান্ত সামান্থাও। তার রোগটির নাম Myositis (মায়োসাইটিস)। এই রোগে দেহের বিভিন্ন পেশী আক্রান্ত হয়।
বিজয় বর্মা (Vijay Varma) : বলিউডের এই অভিনেতা Vitiligo (ভিটিলিগো) নামের একটি ক্রনিক অটো ইমিউন রোগে আক্রান্ত। এই রোগে ত্বক তার স্বাভাবিক বর্ণ হারায় ও ত্বকের উপর ছোপ ছোপ দাগ পড়ে যায়।