আসছে দু-দুটি নতুন সিরিয়াল! বন্ধের মুখে স্টার জলসার এই জনপ্রিয় সিরিয়াল

একই দিনে দু-দুটি নতুন ধামাকা নিয়ে হাজির স্টার জলসা (Star Jalsha)। একটি নয়, ২ টি নতুন সিরিয়ালের খবর শোনালো দর্শকদের এই চ্যানেল। একদিকে ‘দুই শালিক’ (Dui Shalik) অন্যদিকে ‘রাঙ্গামতি তীরন্দাজ’ (, দুটি আলাদা আলাদা ভিন্ন স্বাদের সিরিয়াল নিয়ে হাজির হয়েছে স্টার জলসা। দুটি সিরিয়ালের টিজার এসেছে চ্যানেলের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

যমজ বোনের গল্প শোনাতে আসছে ‘দুই শালিক’। মুখ্য ভূমিকায় অভিনয় করবেন ‘ইচ্ছে পুতুল’ খ্যাত তিতিক্ষা দাস ও ‘রামকৃষ্ণা’ খ্যাত নন্দিনী দত্ত। এই দুই অভিনেত্রীকে অনেকটা একরকম দেখতে। দুজনের চেহারার মধ্যে এতটাই মিল রয়েছে যে দর্শকরা বহুবার তাদের যমজ বলে ভুল করেছেন। এবার সেই ইউএসপিকে কাজে লাগিয়েই আসছে স্বর্ণেন্দু সমাদ্দারের নতুন এই মেগা সিরিয়াল।

Dui Shalik

টিজারে দেখানো হয়েছে দুই বোনের একজন নন্দিনী ক্যারাটেতে ওস্তাদ। সে ডাকাবুকো স্বভাবের মেয়ে। কাউকে ভয় পায় না। অন্যদিকে তিতিক্ষা একেবারেই বিপরীত চরিত্রের মেয়ে। সে প্রচন্ড নরম স্বভাবের। ভয়ে ভয়ে থাকে সবসময়। দেখা যাচ্ছে বড়লোকের বাড়িতে জুতো পালিশ করতে করতে তাকে পা দিয়ে ঠেলে ফেলা হয়। তখন তার পাশে এসে দাঁড়ায় নন্দিনী। অর্থাৎ নন্দিনী হবে তিতিক্ষার রক্ষাকর্ত্রী।

যতদূর জানা যাচ্ছে, এই সিরিয়ালের দুই বোনের একজনই নায়ক। তিনি হলেন অর্কপ্রভ দত্ত। স্টার জলসার ‘তোমাদের রাণী’ সিরিয়ালের নায়ককে এবার এই চরিত্রে দেখা যাবে। অন্যদিকে ‘তোমাদের রাণী’ সিরিয়ালের নায়িকা অভিকা মালাকারকেও খুব শীঘ্রই দেখা যাবে বলে শোনা যাচ্ছে। তাকে ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালে রূপার ভূমিকায় দেখা যেতে পারে।

আরও পড়ুন : ‘মিঠাই’ অতীত, ফের ছোটপর্দায় ফিরছে সৌমিতৃষা কুণ্ডু

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

আরও পড়ুন : প্রকাশ্যে এল এই সপ্তাহের টিআরপি লিস্ট, সবাইকে টপকে বেঙ্গল টপার এই সিরিয়াল

অন্যদিকে স্টার জলসার অপর আরেক সিরিয়াল ‘রাঙ্গামতি তীরন্দাজ’ও আরেকটি ভিন্ন স্বাদের সিরিয়াল। এই সিরিয়ালের নায়িকা মণীষা মন্ডল। তাকে একটি আদিবাসী মেয়ের চরিত্রে দেখানো হয়েছে। যে ঘন জঙ্গলের মধ্যে তীর চালানো অভ্যাস করে। তার লক্ষ্য অব্যর্থ। দুটি সিরিয়ালের টাইম স্লট জানানো হয়নি। অনুমান করা হচ্ছে প্রাইম টাইমের ‘বঁধুয়া’ হয়ত এবার শেষ হবে। সেখানে জায়গা পাবে এই দুটি সিরিয়ালের মধ্যে একটি।