“সর্বনাশ হয়ে গেল, ভগবান আমাদের বাঁচাও!”, ফের বিস্ফোরক অরিজিৎ সিং

আবারও সোশ্যাল মিডিয়াতে বিস্ফোরক পোস্ট করলেন অরিজিৎ সিং (Arijit Singh)। আরজিকর মেডিকেল কলেজের ঘটনা প্রসঙ্গে প্রথম থেকেই সোচ্চার ছিলেন তিনি। তবে মাঝে অবশ্য কিছুদিনের জন্য তাকে সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়নি। ৬ দিন পর আবারও ফিরতেই নতুন পোস্ট করলেন গায়ক। তবে এবার গায়কের মধ্যে বেশ উদ্বেগ এবং হতাশা টের পাওয়া যাচ্ছে।

কিছুদিন আগে কুনাল ঘোষের মন্তব্যের পরিপ্রেক্ষিতে হঠাৎ করেই নিজের প্রোফাইল মুছে দেন অরিজিৎ সিং। তার আগে পর্যন্ত তিনি ক্রমাগত আরজিকর ঘটনা প্রসঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে মন্তব্য করে যাচ্ছিলেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তার সমালোচনা করলে জবাবও দিয়েছেন। কিন্তু এরপরই তিনি তার প্রোফাইল মুছে ফেলেন। এতদিন পর আবারও ফিরলেন অরিজিৎ। টুইটারের পাতায় ফুটে উঠল তার আত্মজোয়ারজলজ অ্যাকাউন্টটি।

Arijit Singh

বৃহস্পতিবার বিকেল বেলায় অরিজিৎ তার এক্স হ্যান্ডেলে লিখলেন, “শিক্ষক দিবসে মনে হচ্ছে যেন কোথায় হারিয়ে গিয়েছি। কিছু কারণের জন্য সুপ্রিম কোর্টের শুনানির দিন পিছিয়ে গিয়েছে। এত তাড়াতাড়ি নতুন শুনানির তারিখ পাওয়া গেল। আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে। ঈশ্বর আমাদের রক্ষা করুন।”

আসলে ৫ই সেপ্টেম্বর ছিল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার দ্বিতীয় শুনানির দিন। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ ছিল আন্দোলনকারীদের জন্য। ৪ঠা সেপ্টেম্বর রাতেও বিচার চেয়ে পথে নামেন আন্দোলনকারীরা। তারা অনেক আশা করেছিলেন যে শিক্ষক দিবসের দিন সুপ্রিম কোর্ট সুবিচার করবেন। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতির অনুপস্থিতির কারণে এদিন শুনানি পিছিয়ে যায়।

আরও পড়ুন : যৌন হেনস্থায় অভিযুক্ত টলিউডের ৬০% পরিচালক! প্রকাশ্যে এল চাঞ্চল্যকর অভিযোগ

ARIJIT SINGH

আরও পড়ুন : যেমন মা, তেমন ছেলে! সন্দীপ ঘোষ ও তার মায়ের কীর্তি শুনলে আঁতকে উঠবেন

স্বাভাবিকভাবেই শুনানি পিছিয়ে যাওয়াতে বেশ আশাহত হয়েছেন আন্দোলনকারীরা। একইভাবে অরিজিৎ সিংও যে হতাশ হয়েছেন তা বোঝাই যাচ্ছে। এদিকে আরজিকরে তরুণী চিকিৎসকের উপর নৃশংস অত্যাচারের ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির প্রসঙ্গ। বিচার কবে মিলবে? এই প্রশ্ন এখন সকলের মনে।