রাত দখলে গিয়ে নিজেই শারীরিক হেনস্থার শিকার হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। হ্যাঁ, খোদ কলকাতার বুকে আবারও ঘটে গেল বর্বরোচিত এক ঘটনা। আরজি কর নির্যাতিতার হয়ে বিচার চাইতে গিয়ে প্রকাশ্য রাস্তায় গো ব্যাক স্লোগান শুনলেন অভিনেত্রী। শুধু তাই নয়, তাকে রীতিমত শারীরিক হেনস্থাও করা হয়েছে। ঘটনার ভয়াবহতায় এখনও শিউরে উঠছেন অভিনেত্রী।
বুধবার শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে প্রতিবাদীদের অংশ হতে গিয়ে ঋতুপর্ণাকে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল। তার গাড়ি লক্ষ্য করে জুতা ছোড়া হয়। এমনকি মহিলারা তার গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে। কয়েকজন যারা ঋতুপর্ণাকে নিরাপদে গাড়িতে তুলে দিতে যাচ্ছিলেন মারমুখী জনতার আঘাতে আহত হয়েছেন তারাও। তবে সকলের লক্ষ্য ছিলেন আদতে ঋতুপর্ণাই।
ঋতুপর্ণা জানিয়েছেন তিনি অরাজনৈতিক এবং নিরপেক্ষ মানুষ হিসেবে, একজন মহিলা হিসেবে রাস্তার মাঝে সকলের পাশে দাঁড়ানোর কথা ভেবেছিলেন। কিন্তু তিনি সেখানে গিয়ে নিজের ভুল বুঝতে পারেন। তাকে দেখেই উলুধ্বনি এবং শাঁখ বাজানো নিয়ে ব্যঙ্গ করা হতে থাকে। ঋতুপর্ণা জানিয়েছেন, ঐদিন অধিকাংশ ব্যক্তি ওখানে মদ্যপ অবস্থায় ছিলেন। “বুধবার রাতে আমার প্রাণটাও চলে যেতে পারতো”, শিউরে উঠছেন ঋতুপর্ণা।
ভিড়ের মাঝে ঋতুপর্ণাকে দেখেই চেঁচামেচি শুরু করে দেন অনেকে। কেউ কেউ তাকে চটিচাটা বলে কটাক্ষ করেছেন। ঋতুপর্ণার কথায় যারা এসব করেছেন তারা অসভ্যতা করেছেন। আন্দোলন তাদের আসল উদ্দেশ্য ছিল না। তিনি প্রশ্ন করেছেন, “প্রতিবাদ করা, সমবেদনা জানানো কি অন্যায়? এক নারীর হয়ে আন্দোলনে সামিল হতে গিয়ে অন্য নারীকেই হেনস্থা হতে হল?”
আরও পড়ুন : টলিউডের গর্ব, আরজি করের প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন এই অভিনেতা
আরও পড়ুন : যেমন মা, তেমন ছেলে! সন্দীপ ঘোষ ও তার মায়ের কীর্তি শুনলে আঁতকে উঠবেন
এই ঘটনার কথা সোশ্যাল মিডিয়াতে ফাঁস করে দেন এক প্রত্যক্ষদর্শী। যিনি সেদিন ঋতুপর্ণাকে ওই উত্তেজিত জনতার হাত থেকে রক্ষা করে গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন নিজের প্রাণের ঝুঁকি নিয়ে। তার দাবি তাকে এবং তার সঙ্গীদেরকে রীতিমতো পেটানো হয়েছে। আঘাতে তার গাল ফুলে গিয়েছে। ঋতুপর্ণাকে বাঁচাতে গিয়ে বেশ ক্ষতি হয়েছে তাদের। এই ঘটনাকে ধিক্কার জানিয়েছেন ওই নেট নাগরিক।