যৌন হেনস্থায় অভিযুক্ত টলিউডের ৬০% পরিচালক! প্রকাশ্যে এল চাঞ্চল্যকর অভিযোগ

যত দিন যাচ্ছে কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার ঘাটতি আরও বেশি করে চোখে পড়ছে। নিরাপদ নন টলিউড ইন্ডাস্ট্রির অভিনেত্রীরাও। দীর্ঘদিন ধরেই ইন্ডাস্ট্রিতে অভিনেত্রীরা বিভিন্ন পরিচালক এবং প্রযোজকদের বিরুদ্ধে এমন অভিযোগ তুলছিলেন। অবশেষে নড়েচড়ে বসলো ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া (FCTWEI)। যৌন হেনস্থা এবং অশালীন ও অনৈতিক আচরণ আটকাতে সুরক্ষা বন্ধু কমিটি গঠন করা হয়েছে রক্ষাকবচ হিসেবে।

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস জানিয়েছেন সুরক্ষা বন্ধু কমিটিতে লিখিত বা ইমেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে। সম্প্রতি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি জানিয়েছেন যদি এই অভিযোগগুলোকে শতাংশের বিচারে আনা হয় তাহলে ৪০ শতাংশ প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ ধরা পড়েছে। ৬০ শতাংশ পরিচালক এবং পরিচালক থেকে প্রযোজক হয়েছেন, এমন মানুষদের বিরুদ্ধে অভিযোগ এসেছে।

SWARUP BISWAS

তিনি আরও জানিয়েছেন তিনটি অভিযোগ এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তারা যদি সুরক্ষা বন্ধুতে অভিযোগ করেন তাহলে তাদের অভিযোগ খতিয়ে দেখা হবে। শুধু তাই নয়, আইনজীবীরা বিনামূল্যে তাদের জন্য লড়বেন এই আশ্বাস দিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে বহু অভিনেত্রী এভাবে যৌন হেনস্থার মুখে পড়েছেন। বেশ কিছু মডেলের অভিযোগ প্রকাশ্যে এসেছে। সবমিলিয়ে বিষয়টি এখন বেশ গুরুত্ব পাচ্ছে ইন্ডাস্ট্রির কাছে।

স্বরূপ বিশ্বাস জানিয়েছেন, “সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে শতাব্দী-প্রাচীন বাংলা ইন্ডাস্ট্রিতে বিব্রতকর, অনৈতিক, লজ্জাজনক অভিযোগ উঠছে কয়েকজন মহিলা অভিনয় শিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে। এই অভিযোগ বিরল ও ব্যতিক্রম হলেও চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি যে অনৈতিক ও অশালীন ব্যবহার করেছেন তা কখনই সমর্থনযোগ্য নয়।”

SWARUP BISWAS

সুরক্ষাবন্ধু কমিটি গঠন করার পর জানানো হয়েছে যে বিভিন্ন গিল্ডের সদস্যদের মধ্যে থেকে মহিলা প্রতিনিধিদের নিয়ে ফেডারেশন একটি কমিটি বা নির্বাহী সমিতি প্রতিষ্ঠা করেছে। কর্মক্ষেত্রে যেকোনো জায়গায়, তা সে শুটিং হোক বা প্রি প্রোডাকশন বা পোস্ট প্রোডাকশন, কেউ যদি লিঙ্গ বৈষমামুলক আচরণ, অশালীন ইঙ্গিত আচরণ, কোন প্রকার অরক্ষিত পরিস্থিতি পড়েন তাহলে অভিযোগ জানাতে পারবেন। এমনকি যদি কাউকে বৈদ্যুতিন মাধ্যমেও কেউ বিরক্ত করার চেষ্টা করেন সেক্ষেত্রেও অভিযোগ জানানো যাবে।

আরও পড়ুন : তুমিও চটি চাটার দলে? অভিজিৎ ভট্টাচার্যকেও ধুয়ে দিল নেটপাড়া

SWARUP BISWAS

আরও পড়ুন : প্ল্যানচেটে কথা বললো আরজি করের নির্যাতিতা, প্রকাশ করলো খুনীদের নাম

ফেডারেশন মুখ্য নগরপাল এবং পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেলের কাছে কমিটি গঠনের কথা লিখিতভাবে জানিয়েছে। আইনজীবীরাও আছেন এই কমিটিতে। জানানো হয়েছে যে অভিযোগকারীণীদের নাম এবং পরিচয় গোপন থাকবে। যদি আইন লড়াই লড়ার মতো আর্থিক পরিস্থিতি তাদের না থাকে তাহলে ফেডারেশন তাদের সাহায্য করবে। অভিযোগ জানাতে হবে [email protected] এই মেইল আইডিতে।