“কাঞ্চন ভুল কিছু বলেননি…!”, কাঞ্চনের পক্ষ নিয়ে কড়া জবাব শ্রীময়ীর

তৃণমূলের তরফ থেকে আয়োজিত প্রতিবাদী ধর্ণা মঞ্চ থেকে বিধায়ক কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) মন্তব্য নিয়ে ব্যাপক তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। জুনিয়ার ডাক্তারদের বেতন এবং বোনাস নেওয়া সম্পর্কে খোঁটা দিয়েছেন কাঞ্চন। এতে তার বিরুদ্ধে ভীষণ অসন্তুষ্ট হয়ে ‌কলম ধরেছেন তারই সহকর্মী ও বন্ধুরা। কেউ কেউ তো সমাজ মাধ্যমে তাকে ‘ত্যাগ’ করার কথাও বলেছেন। তবে কাঞ্চনের ঢাল হয়ে পাশে দাঁড়ালেন তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। কী বললেন তিনি?

শ্রীময়ী সরাসরি বলেছেন, “শুধু আরজি কর-এ নয়, আমাদের ইন্ডাস্ট্রির অন্দরেও অনেক আকস্মিক মৃত্যু হয়। তখন কি আন্দোলনে নামি! কাজ থেমে থাকে? শুধু সিরিয়ালের নিচে লেখা হয় অমুক চরিত্রটা বদলে গেলেন। সেখানে চিকিৎসকদের তো দায়িত্বটা আরও বেশি, সেটাই বলতে চেয়েছে কাঞ্চন। আমরা কিন্তু সবাই সুবিচার চাইছি। তদন্তের ভার রাজ্যের হাত থেকে কেন্দ্রে গিয়েছে। বড় বড় মানুষরা বিচার করছেন। এখানে চিৎকার করে রক্তবন্যা বইয়ে দিচ্ছি। আন্দোলনের নামে গুন্ডামি হচ্ছে।”

KANCHAN AND SREEMOYEE

ডাক্তারদের প্রসঙ্গে কাঞ্চন যা বলেছেন তাকে সমর্থন করে শ্রীময়ীর বক্তব্য, “বহু গরিব মানুষ রয়েছেন, যাঁদের বেসরকারি হাসপাতালে যাওয়ার সামর্থ্য নেই। সেই কারণে কাঞ্চন বলেছেন যাতে চিকিৎসকরা কাজে ফেরেন। এখন বলবেন, তৃণমূল বিধায়কের স্ত্রী এটা বলছে। আসলে যাঁরা এ সব সমাজমাধ্যমে লিখছেন, তাঁদের কাজ সমাজমাধ্যমে লেখা। নিজেদের বুদ্ধিজীবী ভাবেন। তাঁরা দেখাতে চান সব বিষয়ে তাঁদের জ্ঞান রয়েছে।”

শাসক দলের পাশে দাঁড়িয়েও সওয়াল করেছেন বিধায়ক পত্নী। তার বক্তব্য, “আমি অনেকেই দেখেছি সরকারের সুসময়ে হেসে হেসে মুখ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিয়েছেন। সরকার ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পার্টি করছেন। কিন্তু কঠিন সময়ে এলে আবার তাঁকেই বিঁধছো।” তিনি আরও বলেন, “লোকে ভাববে বিধায়কের স্ত্রী বলেই ভাববে এসব বলছি, তবে আমাদের বিয়ে পর থেকে শুধু সমালোচনা সহ্য করেছি। কিন্তু এ বার আমিও প্রশ্ন তুলব কী ভুল বলেছে কাঞ্চন? এমন কী বলেছে যে সবার গায়ে লাগছে।”

KANCHAN MULLICK

কাঞ্চনকে সোশ্যাল মিডিয়াতে যারা ট্রোল করছেন, সেই তারকাদেরকেও এক হাত নিয়েছেন শ্রীময়ী। তার কথায় যারা এত কথা বলছেন তারা সকলেই আঁতেল। রাজনীতির জালে ফেলে একটা লোককে কীভাবে অপদস্থ করা যায় সেটাই তাদের কাজ। তাদের প্রেম থেকে শুরু করে বিয়ে, সবেতেই এরকম ট্রোলিং হয়েছে। অন্যদিকে আরজি কর প্রসঙ্গে তিনি বলেন এই ঘটনা খুবই মর্মান্তিক এবং নিন্দনীয়। প্রতিবাদ মিছিলে হাঁটলেও মেয়েটি তার বাবা-মায়ের কাছে ফিরবে না। প্রতিবাদের নামে রক্তবন্যা বইয়ে দেওয়াও কোনও সুবিচার এনে দিতে পারবে না বলে মনে করেন তিনি।

আরও পড়ুন : ডাক্তারদের নিয়ে কুরুচিকর মন্তব্য! টলিউডে ‘বয়কট কাঞ্চনে’র ঝড়

SREEMOYEE CHATTORAJ

আরও পড়ুন : কেন সামনে আসছেন না আরজি কর নির্যাতিতার প্রেমিক? কেন আড়ালে থাকছেন তিনি?

শ্রীময়ীর ঝাঁঝালো জবাব, “আজ এই সরকার, কাল ওই সরকার, ওমুক লোক, তমুক লোককে দোষ দিতেই থাকব আমরা।চেয়ারের দোষ দিতেই থাকব। তবে চেয়ারের মানুষগুলো কিন্তু যাঁরা আজ আছেন, তাঁরা হয়ত কাল বদলে যাবেন। আমার প্রশ্ন, সমাজে যে বিকারগ্রস্ত মানুষ রয়েছেন, তাঁদের চেতনা কি জাগছে? আরজি করের মতো ঘটনা কিন্তু আগেও ঘটেছে অনেক।”