টলিউডের ঘনিষ্ঠ! বাংলাদেশে গণপিটুনিতে নিহত শান্ত খান আসলে কে?

বিগত এক সপ্তাহ ধরে বাংলাদেশের (Bangladesh) মাটিতে একের পর এক যা কিছু ঘটছে তা দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা এবং পলায়নের পর পরিস্থিতি আরও ভয়ংকর হয়ে উঠেছে ভারতের এই প্রতিবেশী দেশে। একের পর এক লুটপাট, গণহত্যা, অগ্নিসংযোগের মত ঘটনা ঘটছে। পিটিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের প্রযোজক সেলিম খান (Salim Khan) ও তার অভিনেতা ছেলে শান্ত খানকে (Shanto Khan)। শান্তর মৃত্যুতে শোকোস্তব্ধ পশ্চিমবঙ্গের টলিউড ইন্ডাস্ট্রি।

শান্ত খানের সঙ্গে টলিউড ইন্ডাস্ট্রির বহু তারকার ভালো যোগাযোগ ছিল। দেব, শ্রাবন্তী চ্যাটার্জী থেকে শুরু করে কৌশানি চ্যাটার্জীদের সঙ্গে তার সুসম্পর্ক ছিল। তিনি হঠাৎ গণরোষের শিকার হলেন কেন? আসলে এর জন্য দায়ী তার বাবা সেলিম খান। চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন শান্তর বাবা সেলিম খান। সেই সঙ্গে বাংলাদেশের বিখ্যাত প্রযোজনা সংস্থা শাপলার মালিক ছিলেন তিনি। তার বিরুদ্ধে কোটি কোটি টাকা তছরূপের অভিযোগ ছিল।

SHANTO KHAN

বাংলাদেশে হাসিনার আওয়ামী লীগ সরকার থাকাকালীন পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ ছিল সেলিম খানের বিরুদ্ধে। তাকে ঘৃণা বশে ‘বালুখেকো’ নাম দিয়েছিলেন সাধারণ মানুষ। এই অভিযোগের ভিত্তিতে তার জেল হয়েছিল। দু’বছর আগে আওয়ামী লীগ থেকে তাকে বহিস্কার করা হয়। কিন্তু জনগণের রোষ থেকে রক্ষা পেলেন না তিনি। এমনকি রক্ষা পেলেন না তার ছেলে শান্তও।

আরও পড়ুন : বাংলার দীপিকা পাড়ুকোন! সৌরসেনীর বিকিনি লুক দেখে মুগ্ধ নেটিজেনরা

২০১৯ সালে শান্ত বাংলাদেশি সিনেমায় পা রাখেন। উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ ছিল তার প্রথম সিনেমা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক সিনেমা ‘টুংগীপাড়ার মিয়াভাই’ সিনেমাতে তিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেন। কলকাতার স্টুডিও পাড়াতেও তার বেশ যাতায়াত ছিল। তিনি টলিউডে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘বিক্ষোভ’ নামের একটি সিনেমাতে অভিনয় করেন। কৌশানী মুখোপাধ্যায়ের সঙ্গে ‘প্রিয়া রে’তেও তিনি কাজ করেছেন। যে ছবিটি এখনো মুক্তি পায়নি।

আরও পড়ুন : বাংলা ছবির এই অভিনেত্রী দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের নাতনি

SHANTO KHAN

আরও পড়ুন : কেন ভেঙেছিল শাহরুখ-কাজল জুটি? কেন একসঙ্গে ছবি করা বন্ধ করে দেন তারা?

অন্যদিকে শান্তর বাবা সেলিম খানের প্রযোজনা সংস্থা শাপলা মিডিয়া টলিউড অভিনেতা দেবের ‘কমান্ডো’ ছবির প্রযোজনা করেছে। এই ছবিটিও এখনো মুক্তি পায়নি। সেলিম খানের মৃত্যুতে দেবের ছবি মুক্তি পাওয়া নিয়েও অশনিসংকেত দেখা দিচ্ছে। শান্তর মৃত্যু মেনে নিতে পারছেন না কৌশানী, শ্রাবন্তী, দেবরা। অশান্ত বাংলাদেশে গণরোষের কারণে বাবার সঙ্গে অকালে প্রাণ গেল শান্তর।