৯০ এর দশকে মুক্তি পেয়েছিল ‘রোজা’ (Roja)। আজ এত বছর পরেও দর্শকদের মনের মনিকোঠায় রয়েছে মধুবালা এবং অরবিন্দ স্বামী অভিনীত এই সিনেমাটি। সিনেমার নায়িকা মধুকে (Madhoo) আজও ভুলতে পারেননি দর্শকরা। এখন অবশ্য তাকে আর সিনেমার পর্দায় তেমন দেখা যায় না। কোথায় হারিয়ে গেলেন ‘রোজা’ ছবির নায়িকা? এখন তাকে কেমন দেখতে হয়েছে?
রোজা সিনেমার নায়িকার নাম মধুবালা। পুরো নাম মধুবালা রঘুনাথ মালিনী। ১৯৬৯ সালের ২৬ শে মার্চ তার জন্ম হয়। এখন তার বয়স পঞ্চান্ন বছর। তিনি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়সহ একাধিক ভাষার ছবিতে অভিনয় করেছেন। হিন্দিতে অজয় দেবগনের সঙ্গে ‘ফুল অর কাঁটে’ সিনেমা দিয়ে তিনি ডেবিউ করেন। তবে তিনি মূলত দক্ষিণী সিনেমার নায়িকা হিসেবে বেশি পরিচিতি পেয়েছেন।
বলিউডে মাত্র হাতে গোনা কয়েকটি ছবিতে অভিনয় করলেও মধুর জনপ্রিয়তা কিন্তু কমেনি। অজয় দেবগনের বাবা ভীরু দেবগন তাকে বলিউডে নিয়ে এসেছিলেন। ভীরু দেবগন ছিলেন বলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টর। ছেলের ডেবিউ ছবিতে তিনি নতুন মুখের সন্ধানে ছিলেন। মধুকে তার পছন্দ হয়েছিল। এই এই সিনেমার হাত ধরে অজয়ের পাশাপাশি মধুর বলিউডে এন্ট্রি হয়। তারপর তাকে আর ফিরে তাকাতে হয়নি।
৫৫ বছর বয়সেও মধু কে দেখলে তাক লেগে যাবে। বয়সের ছাপ তার চেহারায় পড়ে না। এখনো তিনি আগের মতই সুন্দরী আছেন। ভক্তরা মজা করে বলেন মধু নাকি ভ্যাম্পায়ার। তার বয়স বাড়ে না। ১৯৯৯ সালে তিনি আনন্দ সাহুকে বিয়ে করেন। আনন্দ হলেন জুহি চাওলার স্বামী জয় মেহতার তুতো ভাই। তাদের দুই মেয়ে আছে, আমায়া এবং কিয়া। দুজনেই বড় হয়ে গিয়েছে। জুহি এবং মধু সম্পর্কে দুই জা হন।
আরও পড়ুন : জিতের প্রেমী ছবির নায়িকা আজ কোথায়, এখন কী করছেন তিনি?
আরও পড়ুন : মোহাব্বাতে সিনেমার তারকারা আজ কোথায়? এখন কী করছেন তারা?
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিন্তু আজও চুটিয়ে কাজ করে চলেছেন মধু। তামিল এবং তেলেগুতে বেশ কিছু ছবি এবং সিরিজে কাজ করছেন এখনো। সোশ্যাল মিডিয়াতে তিনি খুব একটিভ থাকেন। বিভিন্ন সময় নানা মুহূর্তের ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন। বলিউডে শেষবার তাকে কঙ্গনা রানাওয়াতের ‘থালাইভি’ ছবিতে দেখা গিয়েছিল।