ছবির বাজারে ফের একবার সেরা সম্মান দখল করল বাংলা সিনেমা। একটি নয় পরপর তিনটি বাংলা সিনেমা পেল সেরা সম্মান।। ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মেলবোর্নে ভারতীয় সিনেমা প্রদর্শনীতে জায়গা করে নিল তিনটি বাংলা সিনেমা। যেখানে বাংলা সিনেমার গৌরবকে তুলে ধরা হয়েছে। দর্শকদের মুগ্ধ করে দিয়েছে বাংলার এই সিনেমাগুলো।
মেলবোর্ন ভারতীয় চলচ্চিত্র উৎসবে এই বছর জায়গা পেয়েছে সৃজিত মুখার্জীর পদাতিক, সুমন ঘোষের কাবুলিওয়ালা এবং মধুরিমা সেনের দা কালার ইয়োলো। প্রত্যেকটা সিনেমার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। বাংলা সংস্কৃতি, ঐতিহ্যকে শৈল্পিক দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে সিনেমাগুলোতে। দেখুন এক নজরে।
পদাতিক
সৃজিত মুখার্জীর পরিচালনায় পদাতিক সিনেমার প্রদর্শনী হয়েছে। এই ছবিতে চঞ্চল চৌধুরী, মনামী ঘোষ, বিজন ভট্টাচার্য, ধৃতিমান চট্টোপাধ্যায়রা অভিনয় করেছেন। এই সিনেমাটি পরিচালক মৃণাল সেনের বায়োপিক। যেখানে মানবিক সম্পর্ক এবং সামাজিক প্রত্যাশার জটিলতা তুলে ধরা হয়েছে।
কাবুলিওয়ালা
মিঠুন চক্রবর্তী, অনুমেঘা কাহালির কাবুলিওয়ালা সিনেমাটিকেও প্রদর্শন করা হয়েছে এই মঞ্চে। সুমন ঘোষের পরিচালনায় আরো একবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা গল্পটিকে উপস্থাপন করা হলো ক্যামেরার সামনে। সিনেমাটি বাংলার দর্শকদের তো বেশ পছন্দ হয়েছিল। এখন আন্তর্জাতিক মঞ্চেও প্রশংসা কুড়াচ্ছে।
আরও পড়ুন : বাংলা ছবির এই অভিনেত্রী দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের নাতনি
আরও পড়ুন : ভাঙছে ১২ বছরের বিয়ে! চরম মানসিক যন্ত্রণায় স্ত্রীকে ধুয়ে দিলেন ঋষি কৌশিক
দ্যা কালার ইয়োলো
মধুরিমা সিনহা পরিচালিত এই সিনেমাটিতে অভিনয় করেছেন সৌরসেনী মৈত্র। তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে। এই তিনটি সিনেমা মূলত বাঙালি পরিচালকদেরও দক্ষতা এবং প্রতিভার প্রমাণ।