বাংলা টেলিভিশনের পর্দায় নতুন ও পুরনো সিরিয়ালের আসা ও যাওয়া তো লেগেই আছে। টিআরপির অভাবে কিছুদিন চলার পরই বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক সিরিয়াল। সেই জায়গায় আসছে নতুন নতুন সিরিয়াল। জি বাংলাতেও এখন পুরনো সিরিয়াল বন্ধ করে নতুন সিরিয়াল আনার হিড়িক চলছে। এবার যেমন ২ টি নতুন সিরিয়াল আনা হল চ্যানেলের তরফ থেকে।
শুধু প্রাইম টাইম নয়, জি বাংলার নজরে রয়েছে দুপুরের টাইম স্লট গুলোও। দুপুরে সাধারণত সন্ধ্যেবেলার সিরিয়ালগুলোরই রিপিট টেলিকাস্ট দেখানো হয় বিভিন্ন চ্যানেলে। কিন্তু জি বাংলা এবং স্টার জলসা এখন অন্য পথে হাঁটছে। বেশ কয়েক বছরের পুরনো সিরিয়ালগুলোকেই আবার দেখানো হচ্ছে। জি বাংলা শুধু বাংলা নয়, হিন্দি সিরিয়ালেরও রিপিট দিতে শুরু করেছে।
২২শে জুলাই থেকে সোম থেকে শনি জি বাংলাতে দুপুরের স্লটে দুটি ধারাবাহিক দেখবেন দর্শকরা। বিধিলিপি এবং ভালোবাসার লুকোচুরি, এই দুটি সিরিয়াল আসলে হিন্দি ধারাবাহিকের বাংলা ডাবিং। যে ধারাবাহিকগুলো কিন্তু বেশ পুরনো। তবে এক সময় সেগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। সেই দুটি ধারাবাহিককে বাংলায় ডাবিং করে আবার সম্প্রচার করা হবে জি বাংলার পর্দায়।
২২ শে জুলাই থেকে দুপুর তিনটের সময় বিধিলিপির সম্প্রচার হবে। এরপর সাড়ে তিনটে থেকে ভালোবাসার লুকোচুরি সিরিয়ালের সম্প্রচার হবে। দুটি সিরিয়ালের গল্প দুটি ভিন্ন স্বাদের। বিধিলিপির গল্পটি আয়নাকে নিয়ে। যে বিদেশে জন্মেছে এবং সেখানে বড় হয়ে উঠেছে। তবে সে তার মাসি জানকির সঙ্গে তার গ্রামে থাকতে আসে। জানকির রক্ষণশীল পরিবারে আয়না কীভাবে মানিয়ে নেবে সেটাই হলো সিরিয়ালের গল্প।
আরও পড়ুন : আর নয় সিনেমা-সিরিয়াল! রাগে চরম সিদ্ধান্ত দিলেন রত্না ঘোষাল
আরও পড়ুন : হয়ে গেল অন্তিম দিনের শুটিং! বন্ধের মুখে স্টার জলসার এই সিরিয়াল
অন্যদিকে ভালোবাসার লুকোচুরি সিরিয়ালটি কমেডি গোছের। এই ধারাবাহিকে রাঘব, রাধিকা এবং সোনিয়ার ত্রিকোণ প্রেমের গল্প দেখানো হবে। রাঘব ও রাধিকা স্বামী-স্ত্রী। তারা ছোট শহর থেকে বড় শহরে আসে রাঘবের কাজের সূত্রে। এখানে এসে রাঘব তার কলিগ সোনিয়ার প্রেমে পড়ে। তাদের কাহিনী কোন পথে এগোবে সেটাই ক্রমশ প্রকাশ্য।।