রত্নগর্ভা বাংলা। সিনেমা কিংবা শিল্প জগতে বাঙালিদের অবদান বলে শেষ করা যাবে না। অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষালরা বিশ্বমঞ্চে উজ্জ্বল করেছেন বাংলার মুখ। এবার বাংলার এক আরও সন্তান জাতীয় মঞ্চে গান গেয়ে মুগ্ধ করলেন সবাইকে। নাম তার শুভ সূত্রধর (Shubh Sutradhar)। সনি টিভির ‘সুপারস্টার সিঙ্গার’ (Superstar Singer Season 3) অনুষ্ঠানের মাধ্যমে তিনি দেশের মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন।
১৮ বছরের কম বয়সীদের নিয়ে সনি টিভির রিয়েলিটি শো ‘সুপারস্টার সিঙ্গার’ এর নতুন সিজন শুরু হয়েছে সদ্য। ৯ ই মার্চ থেকে সম্প্রচারিত হচ্ছে ‘সুপারস্টার সিঙ্গার’ সিজন ৩। গোটা দেশ থেকে শিল্পীরা অংশ নিয়েছেন এই প্রতিযোগিতায়। তাদের মধ্যে থেকে আলাদা করে নজর কাড়লেন শিলিগুড়ির ছেলে শুভ। গানে গানে তিনি মুগ্ধ করেছেন খোদ পরিচালক করণ জোহরকেও।
শুভ সূত্রধর কে?
শুভ সূত্রধর পশ্চিমবঙ্গের শিলিগুড়ির বাসিন্দা। তিনি ‘সুপারস্টার সিঙ্গার’ শোয়ের প্রতিযোগী হিসেবে শুরু করেছেন তার সঙ্গীত সফর। অডিশন রাউন্ডে রণবীর সিং এবং আলিয়া ভাটের ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ সিনেমার ‘ভে কমলিয়া’ গানটি গেয়ে বিচারকদের মুগ্ধ করে দেন শুভ। বিচারকরা তাকে অরিজিৎ সিংয়ের সঙ্গে তুলনা করতে শুরু করেন।
শুভ শিলিগুড়ির নর্থ পয়েন্ট রেসিডেন্সিয়াল স্কুলে পড়াশোনা করেছেন। খুব ছোট বয়স থেকেই তিনি বিভিন্ন স্থানে গানের শো করেন। অর্থাৎ ছোট থেকেই গানের চর্চা রয়েছে তার। এবং সেই সঙ্গে তিনি গানের অনুষ্ঠানও করেন। এবার সরাসরি জাতীয় মঞ্চে অভিষেক ঘটলো শুভর। সুপারস্টার সিঙ্গার শোতে অংশগ্রহণ করার জন্য শুভ তার মায়ের সঙ্গে এসেছেন মুম্বাইতে।
শুভ গানের পাশাপাশি তবলা বাজানোর প্রশিক্ষণ নিয়েছেন। তবে বিগত ৪ থেকে ৫ বছর তিনি তবলা স্পর্শ করেননি। আসলে তার সঙ্গে তার এক বন্ধুর ঝামেলা হয়েছিল। গান গাওয়ার সময় তিনি তার বন্ধুকে তার ভুল ধরানোর চেষ্টা করেছিলেন। তখন সেই বন্ধু তাকে চ্যালেঞ্জ করে বলেন, ‘‘তুমি আগে নিজে গান শেখো, তারপর আমাকে উপদেশ দিতে এসো।” শুভ প্রতীজ্ঞা করে ফেলেন এবার তিনি কোনও বড় গানের অনুষ্ঠানে নির্বাচিত হলে তবেই তবলাতে হাত দেবেন আবার।
আরও পড়ুন : ৯০ এর দশকের বলিউডের সুপারহিট ৫ অশ্লীল গান, শুনলে কানে আঙুল দেবেন
শুভর সেই প্রতিজ্ঞা পূরণ হল। সুপারস্টার সিঙ্গারের মঞ্চে নির্বাচিত হওয়ার পর তিনি তবলাও বাজিয়েছেন। এদিকে তার গান শুনে মুগ্ধ নেটিজেনদের মধ্যে থেকে কেউ লিখলেন, “শুভ তোমার মধ্যে অরিজিতের ছায়া আছে।” কেউ লিখলেন, ‘‘এই ছেলে প্লেব্যাকের জন্য তৈরি সঠিকভাবে কাজে লাগালে অনেক দূর যাবে।” কেউ লিখলেন, “গুণীদের খনি বাংলা। বারবার প্রমাণ হয়েছে জাতীয় মঞ্চে।” সনি টিভিতে শনিবার এবং রবিবার রাত ৮.০০টা থেকে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান।