Rachna Banerjee Educational Qualification : রচনা ব্যানার্জী (Rachna Banerjee), বাংলা এবং ওড়িয়া ফিল্ম ইন্ডাস্ট্রি কাঁপিয়ে গত ১২ বছর ধরে টেলিভিশন ইন্ডাস্ট্রি মাতিয়ে এবার তিনি রাজনীতির আঙ্গিনাতে পা রাখছেন। বাংলার দিদি নাম্বার ওয়ান এবার ভোটের লড়াইয়ে রাজ্য শাসক দলের হয়ে লড়বেন। তৃণমূলের তরফ থেকে হুগলিতে বিজেপির লকেট চ্যাটার্জীর বিপরীতে প্রার্থী করা হয়েছে তাকে। এহেন রচনা ব্যানার্জীর পড়াশোনার দৌড় কতদূর?
এমনিতে বাংলা সিনেমার অভিনেত্রীদের নিয়ে সাধারণের মনে বেশ ভ্রান্ত ধারণা রয়েছে। অনেকেই মনে করেন সিনেমার নায়িকাদের যেহেতু খুব কম বয়সে অভিনয় আসতে হয় তাই তারা খুব বেশি দূর লেখাপড়া করতে পারেন না। তবে ব্যতিক্রম রচনা ব্যানার্জী। রচনাকেও অনেক কম বয়সে অভিনয় জগতে পা রাখতে হয়েছিল। কিন্তু তিনি পড়াশোনা ছাড়েননি।
রচনা ব্যানার্জী জন্মেছেন কলকাতাতে। তার জন্ম সাল ১৯৭৪। তিনি কলকাতার সাউথ সিটি কলেজ থেকে পড়াশোনা করেছেন। তিনি স্নাতক বলে শোনা যায়। তবে কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন তা জানা যায়নি। কলেজে পড়তে পড়তে ১৯৯৪ সালে তিনি ‘মিস ক্যালকাটা’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং জেতেন। সুন্দর হাসির কারণে ‘মিস বিউটিফুল স্মাইল’ বিভাগে পুরস্কার জিতেছিলেন তিনি।
রচনা তার কেরিয়ারের শুরুতে এভাবেই একাধিক বিউটি কনটেস্টে অংশ নিয়েছিলেন। ১৯৯৪ সালে ফেমিনা মিস ইন্ডিয়াতেও অংশ নেন। কিন্তু জিততে পারেননি। এরপর শুরু হয় তার অভিনয় জীবন। পরিচালক সুখেন দাস তাকে ‘দান প্রতিদান’ ছবিতে কাজের সুযোগ দেন। তিনিই রচনার আসল নাম ‘ঝুমঝুম’ বদলে রচনা রেখেছিলেন।
আরও পড়ুন : রচনা ব্যানার্জীর আসল নাম কী? কেন নিজের নাম গোপন রাখেন তিনি?
আসলে রচনা ব্যানার্জীর আসল নাম সেটা নয় যেটা সকলে জানেন। রচনা আদতে তার পাওয়া নাম। টলিউডের নতুন নায়িকার নাম ’ঝুমঝুম’ হবে এটা ঠিক ভালো লাগেনি সুখেন দাসের। তাই তিনি রবীন্দ্র রচনাবলী থেকে রচনার নামকরণ করেন। ইন্ডাস্ট্রিতে আসল নাম বদলে তারকাদের নতুন নাম নেওয়ার চল আছেই। বলিউড থেকে টলিউড, এরকম উদাহরণ মিলবে ভুরি ভুরি।
আরও পড়ুন : মেকআপ ছাড়া রচনা ব্যানার্জীকে দেখতে কেমন লাগে দেখুন ছবি
আরও পড়ুন : কত টাকার মালিক রচনা ব্যানার্জী? প্রকাশ্যে এল সম্পত্তির পরিমাণ
রচনা ব্যানার্জী নিজে যেমন পড়াশোনা এবং কেরিয়ার দুটোতেই সমানতালে এগিয়েছেন তেমন তিনি এই শিক্ষা সকলকেই দেন। রচনা ভীষণভাবে মনে করেন আজকের দিনে মেয়েদের সকলের শিক্ষিত হওয়া এবং স্বাবলম্বী হতেই হবে। জি বাংলার দিদি নাম্বার ওয়ান শোতেও তিনি রোজ মেয়েদের স্বাবলম্বী হওয়ার কথা বলেন। রচনা এবং দিদি নাম্বার ওয়ান তাই বাংলা এবং বাংলার বাইরেও মেয়েদের কাছে অনুপ্রেরণা।