Everything You Need To Know About Curly Tales : ইউটিউবার কামিয়া জানিকে (Kamiya Jani) চেনেন? কিংবা ‘কার্লি টেলস’ (Curly Tales) এর নাম শুনেছেন? ‘কার্লি টেলস’ আসলে একটি ইউটিউব চ্যানেল যেটা চালাচ্ছেন কামিয়া জানি। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা শুনে থাকবেন এই নাম। সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার হিসেবে ব্যাপক জনপ্রিয় কামিয়া জানি। তাকে সম্মান জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপনি কি চেনেন তাকে?
কামিয়া জানি ১৯৮৮ সালের ২৫শে মে মুম্বাইতে জন্মগ্রহণ করেন। তার বাবা পেশায় ছিলেন রিক্সা চালক। দুটো রিক্সা ছিল তার, সেগুলো রোজ ২০ টাকার বিনিময়ে ভাড়া দিতেন তিনি। খুব কষ্ট করে মানুষ করেছিলেন মেয়েকে। মেয়েকে পড়ানোতে কোনও কার্পণ্য করেননি। কামিয়া আরডি ন্যাশনাল কলেজ থেকে স্নাতক হন। এরপর ডিজে আদবানি কলেজ থেকে আইন নিয়ে পড়াশোনা করে এলএলবি ডিগ্রী অর্জন করেন।
তবে কামিয়া কিন্তু আইন নিয়ে পেশাগত ক্ষেত্রে এগোতে চাননি। ফ্রিল্যান্স সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন। কর্পোরেট লাইফ স্টাইল, অর্থ, কর্পোরেট ভ্রমণ, স্বাস্থ্য, ফিটনেস, স্টাইল এবং সৌন্দর্য নিয়ে কাজ করতেন তিনি। সপ্তাহে ৭ দিন ১৪ ঘণ্টার উপর কাজ করতেন। কিন্তু ২০১৬ সালে তার কেরিয়ার একেবারে অন্যদিকে মোড় নেয়।
২০১৬ সালের নভেম্বর মাসে নিজের ইউটিউব চ্যানেল ‘কার্লি টেলস’ খোলেন কামিয়া। মূলত ভ্রমণ এবং বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া-দাওয়া সংক্রান্ত বিষয়ে ভ্লগ বানিয়ে সেই ভিডিও ইউটিউবে শেয়ার করতে থাকেন। ধীরে ধীরে তার ইউটিউব চ্যানেলের জনপ্রিয়তা বাড়তে থাকে। এখন ইউটিউবে ২.৯৭ মিলিয়ন অর্থাৎ প্রায় ৩০ লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে তার।
মূলত ভ্রমণ, ভ্রমণের উদ্দেশ্যে ও খাবার-দাবারের জন্য নতুন নতুন জায়গা খোঁজা ও সেলিব্রিটিদের ইন্টারভিউ নেওয়ার জন্য বিখ্যাত হয়েছেন তিনি। এখন ইউটিউব চ্যানেল থেকেই মাসে লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন কামিয়া। শুধু তাই নয়, তার কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল ক্রিয়েটার্স অ্যাওয়ার্ডসে কামিয়া জানিকে সেরা ভ্রমন ভ্লগের পুরস্কার দিয়েছেন।
আরও পড়ুন : শুধু ভিডিও বানিয়েই কোটিপতি! ‘বং গাই’ কিরণ দত্তের আয় শুনলে ধনকুবেরাও লজ্জা পাবে
আরও পড়ুন : ইউটিউব থেকে কত আয় করেন ভারতীয় ইউটিউবরা? কে বেশি ধনী জানেন?
তবে এহেন কামিয়া জানি আবার বিতর্কেও জড়িয়েছিলেন। গো মাংস খাওয়া নিয়ে তার একটি বক্তব্যকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধে। পরে যখন তিনি পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করেন তখন তার গ্রেফতারের দাবিতে সোচ্চার হয় বিজেপি। এমনকি তার বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও এসেছিল। তবে এতে তার জনপ্রিয়তা নষ্ট হয়নি। গৌরী খান, সুস্মিতা সেন, আশনীর গ্রোভার থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির সঙ্গেও খাওয়া দাওয়ার ভিডিও তিনি শেয়ার করেন ইউটিউবে।
View this post on Instagram