জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) সিরিয়ালের জনপ্রিয়তার কথা আর আলাদা করে বলতে হয় না। বিগত এক বছর ধরে জনপ্রিয়তার শিখরে রয়েছে এই ধারাবাহিক। সিরিয়ালের কলাকুশলীদের অভিনয় দক্ষতায় মুগ্ধ দর্শকরা। বড়রা তো বটেই, খুদে শিশু শিল্পী দেবাঙ্গনা ফৌজদার (Devangana Fouzdar) ওরফে ‘কাঁকন’কেও খুবই পছন্দ করেন দর্শকরা। আজকের এই প্রতিবেদনে রইল ছোট্ট ‘কাঁকন’ এর আসল পরিচয়।
Devangana Fouzdar (Gungun)
দেবাঙ্গনা কলকাতাতেই জন্মেছে এবং সেখানেই তার বড় হয়ে ওঠা। তার ডাকনাম গুনগুন। বাবা অনুপম ফৌজদার একজন সরকারি কর্মচারী। মা সুবর্ণা ফৌজদার হাউস ওয়াইফ। তার দুই দাদা রয়েছে। একজন দীপরাজ ফৌজদার একাদশ শ্রেণীতে পড়ে এবং অপরজন দেবদত্ত ফৌজদার স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পা দিয়েছে। আর দেবাঙ্গনা কলকাতার সল্টলেক শিক্ষা নিকেতনে পড়ে।
‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের ‘কাঁকন’ আসলে কে?
‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুর ভূমিকাতে অভিনয় করছে দেবাঙ্গনা। ‘কাঁকন’ চরিত্রটি মুখে কথা বলতে পারে না। চোখ-মুখের অভিব্যক্তির মাধ্যমে ইশারাতে কথা বলে সে। স্বাভাবিকভাবেই চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং ছোট্ট দেবাঙ্গনার কাছে। তবে অসাধারণ অভিনয় করে কাঁকন চরিত্রটিকে পর্দায় উপস্থাপন করছে দেবাঙ্গনা। স্বাভাবিকভাবেই তার সম্পর্কে আরও বেশি কিছু জানতে আগ্রহী দর্শকরা।
দেবাঙ্গনাকে জি বাংলার দিদি নাম্বার ওয়ান রিয়েলিটি শোতে অংশ নিতে দেখা গিয়েছিল। সেই সঙ্গে দাদাগিরিতেও অংশ নিয়েছিল সে। ‘জগদ্ধাত্রী’ তার কেরিয়ারের প্রথম সিরিয়াল। এই সিরিয়ালের মাধ্যমে তার জনপ্রিয়তা অনেক বেড়েছে। একাধারে বহু গুণের সমাবেশ হয়েছে এই ছোট্ট খুদের মধ্যে। দেবাঙ্গনা যেমন অসাধারণ অভিনয় করে, তেমনই নাচেও খুব সুন্দর। নাচ ও অভিনয়ের পাশাপাশি আবৃতিও করতে পারে সে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার একটি আবৃতির ভিডিও ভাইরাল হয়েছে। অপূর্ব দত্তের লেখা জনপ্রিয় কবিতা ‘বাংলা টাংলা’ আবৃত্তি করে শুনিয়েছে সে। আধো আধো মিষ্টি গলায় তার কবিতা শুনে দর্শকরা প্রশংসায় পঞ্চমুখ। সিরিয়ালে তো তার কথা শোনা যায় না। আবৃত্তির মাধ্যমে তার মিষ্টি গলা দর্শকদের কান জুড়িয়ে দেয়।
আরও পড়ুন : কার সাথে প্রেম করছে অঙ্কিতা মল্লিক? রইল প্রেমিকের আসল নাম ও পরিচয়
আরও পড়ুন : ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের গল্প, ও অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয়
পড়াশোনা এবং কাজের বাইরে বাকি সময়টা পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করে সে। তার দুটি পোষ্য সারমেয় রয়েছে একটা নাম জিনি, আর একটার নাম দুষ্টু। কত্থক, ভারতনাট্যম এবং অন্যান্য নাচ শিখছে দেবাঙ্গনা। সেই সঙ্গে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে রিল বানাতেও সে পছন্দ করে অবসর সময়ে। তার নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। যেখানে দু লক্ষের উপর সাবস্ক্রাইবার রয়েছেন।