দাম ১৫ কোটি টাকা! অনন্ত আম্বানির এই হাতঘড়ির বিশেষত্ব কি কি?

Anant Ambani Watch : অনন্ত আম্বানি (Anant Ambani) এবং রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রি ওয়েডিং সেলিব্রেশন নিয়ে চর্চা এখন গোটা বিশ্বজুড়ে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের পেছনে ঢালাও খরচ করেছেন মুকেশ আম্বানি। দেশ-বিদেশ থেকে হলিউড-বলিউড তারকা থেকে শুরু করে প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা এসেছেন আমন্ত্রণ পেয়ে। অনন্ত-রাধিকার স্পেশাল দিনটিতে উপস্থিত ছিলেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ (Mark Zuckerberg) এবং তার স্ত্রী প্রিসিলা চ্যান (Priscilla Chan)।

Anant Ambani Watch

মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ের রাজকীয় আয়োজন কার্যত তাক লাগিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। তবে মার্ক জুকেরবার্গ ও তার স্ত্রীর নজর আটকেছে অনন্তর হাত ঘড়িতে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল একটি ভিডিওতে দেখা যাচ্ছে অনন্তর হাত ঘড়ি মুগ্ধ হয়ে দেখছেন মার্ক জুকেরবার্গ এবং তার স্ত্রী। শুধু তাই নয়, এই ঘড়ি সম্পর্কে আগ্রহ ফুটে উঠেছে তাদের কথাতেও।

Anant Ambani Watch

প্রিসিলা অনন্তর হাত ঘড়ি দেখে বলছেন, “তোমার ঘড়িটা ফ্যান্টাস্টিক। কী দারুণ এটা, ওয়াও।” সঙ্গে সঙ্গে মার্ক জুকেরবার্গও বললেন, “হ্যাঁ আমি ওকে বললাম।” তারপর প্রিসিলা অনন্তকে জিজ্ঞেস করলেন, “কে এই ঘড়ি বানায়?” উত্তরে অনন্ত বললেন, “রিচার্ড মিল।”

সেই শুনে জুকেরবার্গ বললেন, “জানো, আমি কখনো ঘড়ি সম্পর্কে খুব একটা আগ্রহী ছিলাম না। কিন্তু এই ঘড়ি দেখে আমার মনে হল, ঘড়িও ‘কুল’ জিনিস।” প্রিসিলা এই আলোচনাতে যোগ দিয়ে বলেন, “হয়তো আমিও এটা চাইবো‌।” অনন্ত আম্বানির হাত ঘড়ি নিয়ে এত চর্চা কেন? কী এমন বিশেষত্ব আছে এর? দাম কত জানেন?

Anant Ambani Watch

Anant Ambani Watch Name

রিচার্ড মিল বিশ্বের লাক্সারি ব্র্যান্ড হিসেবে পরিচিত। এই ব্র্যান্ডের প্রত্যেকটি ঘড়ি বিরল এবং অত্যন্ত দামী হয়। অনন্ত আম্বানির এই ঘড়ির নাম The Grandmaster Chime – দ্য গ্র্যান্ডমাস্টার চাইম৷ এই ঘড়ি তৈরি করেছে Patek Philippe – পাটেক ফিলিপ৷ রিভার্সিবল কেস, দুটো স্বাধীন ডায়াল, পেটেন্ট রিভার্সিং মেকানিজমসহ ২০টি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে এমন ঘড়ির।

আরও পড়ুন : অনন্ত আম্বানির বিয়েতে নেচে কত টাকা নিলেন শাহরুখ খান?

Anant Ambani Watch

আরও পড়ুন : আম্বানির ছেলের বিয়েতে এক রাতের জন্য নাচতে কত টাকা নিচ্ছেন রিহানা?

Anant Ambani Watch Price

বডি হোয়াইট গোল্ড ভার্সনের ঘড়িটির মধ্যে রয়েছে ব্যাক ব্লু অপালাইন ডায়াল যা হ্যান্ড-গিলোচড হবনেইল প্যাটার্ন দিয়ে সজ্জিত। এর মধ্যে ৫ টি টাইমিং মোড রয়েছে। যার মধ্যে একটি পেটেন্ট ওয়ার্ল্ড ফার্স্টস, যা একটি অ্যাকোস্টিক অ্যালার্ম যা পূর্বনির্ধারিত সময় মনে করিয়ে দেবে৷ অন্য অ্যালার্মটি একটি তারিখের রিপিটে প্রয়োজনীয় তারিখের জন্য শব্দ উৎপাদন করবে৷ ঘড়িটির দাম ১৫ কোটি টাকা।