Kanchan Sreemoyee Wedding : অবশেষে কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) বিয়ের পর্ব মিটলো। ৬ ই ফেব্রুয়ারির কথা বলে শেষমেষ ২ রা মার্চ সাত পাকে ঘুরলেন কাঞ্চন এবং শ্রীময়ী। বিয়ের পর এখন তাদের বিয়ের মুহূর্তে নানা ছবি এবং ভিডিও ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার পাতায়। বাসর রাতের ভিডিওতে নতুন বর ও কনেকের নাচ-গান করতে দেখা যাচ্ছে। বিয়ের আনন্দে মশগুল কাঞ্চন ও শ্রীময়ী।
Kanchan Mullick And Sreemoyee Chattoraj Wedding
কলকাতার একটি নামী হেরিটেজ প্রপার্টিতে গতরাতে কাঞ্চন এবং শ্রীময়ীর বিয়ের অনুষ্ঠানের আসর বসেছিল। পরিবার এবং ঘনিষ্ঠ আত্মীয়দের উপস্থিতিতে তাদের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। গায়ে হলুদ থেকে সিঁদুর দান, শুভদৃষ্টি, মালা বদলের নানা মুহূর্তের ছবি এবং ভিডিও ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন শ্রীময়ী। সেগুলো বেশ ভাইরাল হচ্ছে এখন।
বাসর রাতে নতুন বর ও কনের সঙ্গে নাচ-গানের আসর জমিয়েছিলেন দুই পরিবারের সদস্যরা। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ছবি জনপ্রিয় গান ‘চোখ তুলে দেখ না কে এসেছে’ এর তালে তালে নাচছিলেন নতুন কনে শ্রীময়ী। ইনস্টাগ্রামে নিজের নাচের সেই ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, ‘হ্যাপিয়েস্ট ব্রাইড’। আবার কখনও কোনও ভিডিওতে দেখা যাচ্ছে শ্রীময়ী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই মূর্ছা গেল কাঞ্চন সহ সকলে!
আবার অন্য একটা ভিডিওতে দেখা যাচ্ছে ‘বোলে চুড়িয়া বলে কঙ্গনা’ গানের সঙ্গে নাচছেন শ্রীময়ী। এভাবেই নাচে, গানে, হাসি আর আনন্দে কাঞ্চন-শ্রীময়ীর বিয়ের শুভ অনুষ্ঠান সম্পন্ন হল। আগামী ৬ই মার্চ তাদের রিসেপশনের অনুষ্ঠান আছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইন্ডাস্ট্রির তারকারা।
কাঞ্চন মল্লিককে বিয়ে করে যেমন শ্রীময়ী নিজেকে সব থেকে সুখী বলে মনে করছেন তেমনই কাঞ্চনও তার তৃতীয় স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। তিনি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন শ্রীময়ী তার কাছে পরশ পাথরের মত। শ্রীময়ীর মত মানুষ হয় না। বিয়ে নামক প্রতিষ্ঠানের উপর তার বিশ্বাস এখনও ধরে রেখেছেন শ্রীময়ী। আসলে আগের দুই বিয়ের অভিজ্ঞতা কাঞ্চনের ভাল ছিল না।
আরও পড়ুন : কাঞ্চনের থেকে কত ছোট শ্রীময়ী? বয়সের পার্থক্য শুনলে হাঁ হয়ে যাবেন
আরও পড়ুন : কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী কে?
কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী ছিলেন অনিন্দিতা দাস। তাদের বিয়ে ভেঙে যাওয়ার পর পিঙ্কি ব্যানার্জীকে বিয়ে করেন কাঞ্চন। পিঙ্কির সঙ্গে অসুখী দাম্পত্য থেকে নেশাগ্রস্ত হয়ে পড়েন কাঞ্চন। তখন শ্রীময়ী তাকে সে পর্যায় থেকে বের করে আনেন সুস্থ জীবনে। কাঞ্চনের জীবনে শ্রীময়ীর অবদান তাই কিছু কম নয়।
View this post on Instagram