Kanchan Sreemoyee Wedding : দিন যত এগিয়ে আসছে কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj) বিয়েকে কেন্দ্র করে জল্পনা তত বাড়ছে। আগামী ৬ই মার্চ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কাঞ্চন মল্লিক। যদিও শ্রীময়ীর এটা প্রথম বিয়ে। তাই হবু স্ত্রীর যাতে কোনও আক্ষেপ না থেকে যায় বিয়ে নিয়ে তার জন্য ঢালাও খরচ করছেন কাঞ্চন মল্লিক।
বৃহস্পতিবার রাতে শ্রীময়ীর মেহেন্দির অনুষ্ঠান হয়েছে। তাদের বিয়ের আসর বসবে হো-চি-মিন সরণির বুকে অবস্থিত ১১৪ বছরের পুরনো রিস্টোর করা হেরিটেজ প্রপার্টি, গ্যালেরিয়া ১৯১০-তে। ক্যামাক স্ট্রিটের পাশে একেবারে রাস্তার উপর রয়েছে এই চোখ ধাঁধানো বিল্ডিং। এই তিন তলা বাড়িটিতে একসময় থাকতেন স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তাঁর ছেলে স্যার বীরেন ও পুত্রবধূ লেডি রানু।
বর্তমানে গ্যারেলিয়া ১৯১০ কলকাতা শহরের বিখ্যাত আর্ট ক্লাব তথা রেস্তরাঁ হিসেবে সুপরিচিত। এরমধ্যে দুটি সুসজ্জিত ব্যাঙ্কয়েট হল আছে যা অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এখানকার সুসজ্জিত অন্দরমহল দেখলে যেমন চোখ ধাঁধিয়ে যাবে, তেমনই এক রাতের ভাড়া শুনলে আপনার চোখ কপালে উঠবে।
কাঞ্চন মল্লিক আগেই বলেছেন তার এটা তৃতীয় বিয়ে হলেও শ্রীময়ীর যেহেতু এটা প্রথম বিয়ে তাই তিনি তার হবু স্ত্রীর কোনও স্বপ্ন অপূর্ণ রাখতে চান না। গ্যারেলিয়া ১৯১০ -তে ডেকোরেশন ছাড়া এক রাতের ভাড়া ১ লক্ষ টাকা। খাবারের খরচও আলাদা। খাবার হিসেবে এখানে ভেজখালি এবং ননভেজ থালি দুটোই মেলে।
গ্যারেলিয়া ১৯১০ -তে নন ভেজ থালি শুরু হচ্ছে ১০০০ টাকা থেকে। এবার এর উপর আপনি যেমন চাইবেন তেমন মেনু রাখতে পারেন। যদিও শ্রীময়ী আগেই বলেছেন তাদের বিয়েতে মাটন আর পোলাওটা থাকবেই। বিয়েতে বাঙালি খাবার-দাবারের মেনু রাখাই তাদের ইচ্ছে। কারণ তারা দুজনেই বাঙালি খাবারের ভক্ত।
আরও পড়ুন : কাঞ্চন মল্লিকের প্রথম স্ত্রী কে?
আরও পড়ুন : ঘটা করে আইবুড়ো ভাত খেলেন কাঞ্চন-শ্রীময়ী! দেখুন ছবি ও ভিডিও
কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের কার্ড নিয়েও চর্চা হয়েছে। রাজস্থানী ঘরানায় রাজা ও রানীর ছবি দেওয়া আছে তাতে। বিয়েতে শ্রীময়ীকে সাজানোর জন্য মুম্বাই থেকে একজন ডিজাইনার আসবেন। কাঞ্চনের পোশাকও তিনিই ঠিক করবেন। অসমবয়সী বিয়ে নিয়ে ট্রোলিংকে পাত্তা দিতে একেবারে নারাজ শ্রীময়ী। তার পাল্টা প্রশ্ন, “আপনারা নিজেদের সমবয়সী প্রেমগুলো টিকিয়ে রাখতে পারছেন না কেন তবে?”
View this post on Instagram