‘কৃষ্ণকলি’, ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium) – এর পর এবার ‘রামপ্রসাদ’ (Ramprasad)। তিয়াসা লেপচার (Tiyasha Lepcha) কেরিয়ার গ্রাফ ক্রমশই ঊর্ধ্বগামী। এতদিন নায়িকার চরিত্রে অভিনয় করলেও এবার ক্যামিও চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে প্রথমে নাকি ‘রামপ্রসাদ’ ধারাবাহিককে অভিনয় করতেই চাননি অভিনেত্রী। কিন্তু কেন? জানালেন তিয়াসা নিজেই।
রানী ভবানীর চরিত্রে অভিনয় করতে চাননি তিয়াসা
গত বছর শেষের দিকে শেষ হয়েছে ‘বাংলা মিডিয়াম’ ধারাবাহিকটি। বাংলা মিডিয়ামের পর এবার ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিয়াসা। এই ধারাবাহিকে রানী ভবানীর চরিত্রে অভিনয় করবেন তিনি। কিন্তু প্রথম যখন এই চরিত্রের অফার এসেছিল অভিনেত্রীর কাছে, তখন তিনি সোজা ‘না’ করে দেন। পরে অনেক বুঝিয়ে রাজি করানো হয় অভিনেত্রীকে।
ক্যামিও চরিত্রে অভিনয় করতে হবে তিয়াসাকে
ক্যারিয়ারের প্রথম থেকেই যেহেতু নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিয়াসা, তাই স্বাভাবিকভাবেই এখনই ক্যামিও চরিত্রে অভিনয় করতে চান নি তিনি। তবে পরে চরিত্রের গুরুত্ব বুঝে তিনি চরিত্রটি করতে রাজি হয়ে যান। ‘রামপ্রসাদ’ ধারাবাহিকে রানী ভবানীর মত দাপুটে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তিয়াসাকে। নায়িকাকে এর আগে এমন রূপে দেখা যায়নি কখনও।
কী বললেন তিয়াসা?
রানী ভবানীর চরিত্র নিয়ে প্রশ্ন করায় তিয়াসা বলেন, “আমি এই চরিত্রটি করতে প্রথমে একেবারেই রাজি হইনি। এটি একটি ক্যামিও চরিত্র রানী ভবানীর। এখানে অল্প কিছুদিনের জন্য আমাকে দেখা যাবে। তাই আমি প্রথমে রাজি হয়নি।”
তিয়াসা আরো বলেন, “প্রথমে রাজি না হলেও পরে আমি চরিত্রটির গুরুত্ব বুঝতে পারি। যেহেতু এটি একটি রানীর চরিত্র তাই আমি রাজি হয়ে যাই। অনেক দিনের ইচ্ছে ছিল রানী সাজবো। তাই রাজি হয়ে যাই।”
আরও পড়ুন : ডিভোর্সের পর সুবান অতীত, নতুন প্রেমিকের সঙ্গে নতুন জীবন শুরু করলেন ‘বাংলা মিডিয়ামে’র ইন্দিরা
আরও পড়ুন : বিয়ের পিঁড়িতে ‘ফুলকি’র নায়ক! পাত্রী কে? বিয়ের দিন কবে? সুখবর দিলেন অভিনেতা
শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসবেন তিয়াসা
প্রসঙ্গত, গত বছর দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে তিয়াসা বলেন, তিনি বিয়ে করতে এক পায়ে রাজি, শুধু ভালো পাত্র হলেই হবে। এই কথাটি বলার পর থেকেই অভিনেত্রীর বিয়ে নিয়ে জল্পনা কল্পনা ছিল তুঙ্গে। তবে চলতি বছরের গোড়ার দিকে অভিনেত্রী জানান, তিনি শুধু বলেছিলেন, যখনই তিনি বিয়ে করবেন, অক্টোবরের মাসের দিকে করবেন। এই সময়টা আবহাওয়া খুব ভালো থাকে। বিয়ের তারিখ নিয়ে কোনও কথা বলেন নি তিনি। বিয়ের দিন নির্ধারণ হলে অবশ্যই জানতে পারবেন সকলেই।