একের পর এক বিপত্তির সম্মুখীন হচ্ছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। একে তো মায়ের স্বাস্থ্য নিয়ে বেজায় চিন্তিত রয়েছেন তিনি বিগত কয়েকদিন ধরে। এর উপর আবার সদ্য তার বাড়িতে ঘটে গেল এক ভয়ানক চুরির ঘটনা। যে ঘটনায় তার বাড়ি থেকে মহামূল্যবান জিনিস খোয়া গিয়েছে। খোদ মহারাজের বাড়িতেই চুরি? কীভাবে ঘটলো এমন ঘটনা?
একের পর এক বিপর্যয়ের মুখে পড়ছেন সৌরভ গাঙ্গুলী
নতুন বছরের শুরুতেই সৌরভ গাঙ্গুলীর পরিবারের উপর একের পর এক বিপদ নেমে আসছে। কিছুদিন আগেই গুরুতর অসুস্থ অবস্থায় তার মাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে জানা যায় সৌরভ গাঙ্গুলীর মা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। তার অবস্থা এখন স্থিতিশীল। তবে মাকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন হয়ে রয়েছেন তিনি। এরই মধ্যে তার নিজের বাড়িতেই ঘটে গেল ফের এই দুর্ঘটনা।
সৌরভ গাঙ্গুলীর বেহালার বাড়িতে চুরি হল মূল্যবান জিনিস
কলকাতার বেহালাতে সৌরভ গাঙ্গুলীর যে বাড়ি রয়েছে সেখানেই নাকি ঘটেছে এই চুরির ঘটনা। গত ১১ ই ফেব্রুয়ারি ঠাকুরপুকুর থানায় তিনি অভিযোগ দায়ের করার পর ঘটনাটি প্রথম প্রকাশ্যে আসে। সৌরভের ব্যবহৃত মূল্যবান স্মার্টফোনটি খোয়া গিয়েছে। তার অনুমান বাড়ি থেকেই চুরি হয়েছে সেটি। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। তবে ফোনটি এখনও পাওয়া যায়নি।
কীভাবে ঘটলো এই চুরির ঘটনা?
কে বা কারা সৌরভ গাঙ্গুলীর ফোন চুরি করল তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে সংবাদ মাধ্যম সূত্রে খবর দাদার বাড়িতে নাকি রংমিস্ত্রিরা কাজ করছিলেন। কাজের সুবাদে রংমিস্ত্রিদের যাতায়াত বাড়িতে লেগেই ছিল। কীভাবে তার ফোনটি খোয়া গেল তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষ হলেই জানা যাবে আসল ঘটনা।
কী জানাচ্ছেন সৌরভ?
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক জানাচ্ছেন ২ টি 5G সিম কার্ডের সাপোর্ট সহ ১.৬ লক্ষ টাকার স্মার্টফোন ব্যবহার করতেন তিনি। তার সেই ফোনটা বাড়ি থেকেই চুরি করা হয়েছে বলে তিনি সন্দেহ করছেন। ১৯শে জানুয়ারি সকাল সাড়ে ১১ টার সময় তিনি শেষবার তার ফোনটি দেখেছিলেন। ফোনটাকে খোঁজার তিনি অনেক চেষ্টা করেও খুঁজে পাননি। তাই শেষমেষ পুলিশের দ্বারস্থ হন তিনি।
আরও পড়ুন : দাদাগিরি থেকে কত টাকা পান সৌরভ গাঙ্গুলী? কত টাকার মালিক দাদা?
আরও পড়ুন : মেয়ের বিরুদ্ধে চরম ক্ষোভ, একমাত্র মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় সৌরভ গাঙ্গুলী
গভীরভাবে উদ্বিগ্ন সৌরভ গাঙ্গুলী
ফোন হারানোতে স্বাভাবিকভাবেই গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সৌরভ গাঙ্গুলী। কারণ ওই ফোনের মধ্যে তার একাধিক কন্টাক্ট নম্বর, ব্যক্তিগত তথ্য এবং একাউন্টের অ্যাক্সেস ছিল। ফোনটি খুঁজে বের করতে এবং যথাযথ ব্যবস্থা নিতে তিনি প্রশাসনকে অনুরোধ করেছেন। ফোনে থাকা ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যেতে পারে এমনই আশঙ্কা করছেন তিনি।