শ্রীতমা ভট্টাচার্য (Sritama Bhattacharjee), এই মুহূর্তে বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী। জি বাংলার (Zee Bangla) ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kachhe Koi Moner Kotha) ধারাবাহিকে পুতুল চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়েছেন শ্রীতমা। কিন্তু এত কিছুর পরেও কী মুখ্য ভূমিকায় অভিনয় না করার ক্ষোভ থেকে গেছে তার মনে?
পারি পাগলীর সঙ্গে পুতুলের তুলনা
এই মুহূর্তে শ্রীতমা যে চরিত্রে অভিনয় করেছেন সেই পুতুল চরিত্রটি একজন স্পেশাল চাইল্ড। ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকের এই চরিত্রটি যখন সকলের সামনে আসে তখন সকলেই অপরাজিতা আঢ্য- র সঙ্গে শ্রীতমার তুলনা করতে শুরু করেছিলেন কিন্তু পরে শ্রীতমার অভিনয় দেখে রীতিমত মুগ্ধ হয়ে যান সকলে। পারি পাগলী এবং পুতুলের মধ্যে যে কোনও তুলনায় চলে না তা কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যায়।
শ্রীতমা ভট্টাচার্য অভিনীত সিরিয়াল
শ্রীতমার অভিনয় জীবনটা শুরু হয়েছিল জি বাংলার হাত ধরে। ‘অগ্নিপরীক্ষা’য় অভিনয় করে প্রথম অভিনয় জীবন শুরু করেন তিনি। পরবর্তী সময় ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা’, ধারাবাহিকে ঝিলিকের বড় বেলার চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। কিন্তু সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিলেন ‘ইচ্ছে নদী’ সিরিয়ালের তিতিরের চরিত্রে অভিনয় করে।
পুতুলের চরিত্রে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন শ্রীতমা
‘ইচ্ছে নদী’ সিরিয়ালে প্রথম খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ‘ইচ্ছে নদী’ ধারাবাহিকের পর তিনি কাজ করেছিলেন ‘কাদম্বিনী’, ‘গ্রামের মেয়ে বীণাপাণি’, ‘সোহাগ জল’ সহ আরও বেশ কিছু ধারাবাহিকে। তবে বর্তমানে পুতুল চরিত্রে অভিনয় করে শ্রীতমা, যে জনপ্রিয়তা পেয়েছেন তা তার বাকি সমস্ত কাজকে পেছনে ফেলে দিয়েছে।
পুতুলের চরিত্রটিকে কীভাবে প্রাণবন্ত করে তুলেছেন শ্রীতমা?
পুতুল চরিত্রটিকে অভিনেত্রী আরো বেশি প্রাণবন্ত করতে পেরেছেন কারণ তিনি তার ভাইকে ছোট থেকে দেখেছেন এই ভাবেই। ভাইয়ের খুঁটিনাটি সমস্ত দিককে নিজের চরিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি, আর তাতে যে তিনি সফল হয়েছেন সেটা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন : প্রসেনজিতের নায়িকা থেকে সোজা বাংলা সিরিয়ালের মা-পিসিমা! পার্শ্বচরিত্রেও মন জয় করছেন মৌমিতা
আরও পড়ুন : পার্শ্বচরিত্রেও মুগ্ধ করতেন দর্শকদের, কোথায় হারিয়ে গেলেন ‘সুবর্ণলতা’র প্রকাশ?
নায়িকা হওয়ার যোগ্যতা থাকলেও পার্শ্বচরিত্রেই মিলছে সুযোগ
আর পাঁচটা অভিনেত্রীর মতো তিনিও এসেছিলেন ইন্ডাস্ট্রিতে প্রধান চরিত্রে অভিনয় করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত নায়িকার থেকে বেশি পার্শ্ব চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু তাতে কোন আফসোস নেই অভিনেত্রীর, কারণ তিনি জানেন কিভাবে অভিনয়ের দ্বারা মানুষের মন জয় করে নিতে হয়। তিনি জানেন, কিভাবে প্রধান চরিত্রকেও পিছনে ফেলে দেওয়া যায় তুখোর অভিনয়ের মাধ্যমে।