সুচিত্রা সেন (Suchitra Sen), বাঙালির মহানায়িকা তিনি। টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রি উত্তম কুমার এবং সুচিত্রা সেনকে ছাড়া অসম্পূর্ণ। অথচ অকালেই এই জুটিকে হারিয়েছি আমরা। উত্তম কুমারের মৃত্যুর কিছু সময় বাদে সুচিত্রা সেনও নিজেকে অন্তরালে ঢেকে নেন। শেষ বয়সে তাকে কেমন দেখতে হয়েছিল? কেনই বা তিনি নিজেকে অন্তরালে ঢেকে রাখতেন সবসময়? জানুন।
বাঙালির গ্রেটা গার্বো সুচিত্রা সেন
১৯৩১ সালে বাংলাদেশের পাবনায় জন্মগ্রহণ করেছিল কৃষ্ণা নামের মেয়েটি। স্কুলে ভর্তি হওয়ার সময় তার নাম হয় রমা। আর সেই রমাই যখন সিনেমার দুনিয়াতে পা রাখেন তখন তার নাম হয় সুচিত্রা সেন। অসাধারণ সৌন্দর্য, ব্যক্তিত্বময়ী, অভিনয়ের ক্ষমতার অধিকারিণী সুচিত্রাকে বলা হত বাংলার গ্রেটা গার্বো। আজও তার সেই রূপ বাঙালির চোখের সামনে ভাসে।
সুচিত্রা সেনের সম্পর্কে অজানা কিছু কথা
২০১৪ সালের ১৭ ই জানুয়ারি, এই দিনেই মৃত্যু হয় সুচিত্রা সেনের। তবে মৃত্যুর বেশ কয়েক বছর আগেই ক্যামেরার সামনে থেকে দূরে সরে যান সুচিত্রা। শুধু ক্যামেরার সামনে থেকেই নয়, সাধারণের চোখের সামনে থেকেও তিনি নিজেকে আড়াল করে রাখতেন। শুধু তার খুব কাছের মানুষেদেরই তাকে দেখার সৌভাগ্য হয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন অভিনেত্রীর আদরের বোনঝি লগ্না ধর।
টিভি৯ বাংলার কাছে লগ্না ধর বাংলার মহানায়িকার শেষ বয়সের অজানা কিছু কথা তুলে ধরেন। তিনি বলেন সুচিত্রা সেন নিজে খুব একটা রান্না করতেন না। তার বাড়িতে সব সময় বাবুর্চিরা রান্না করত। তবে নিজের হাতে তাকে একদিন ডিমের ডালনা রেঁধে খাইয়েছিলেন। তার স্বাদ ছিল দুর্দান্ত। বাইরের খাবার মোটেও পছন্দ করতেন না সুচিত্রা। শেষ বয়সে বাইরে বের হতেন না খুব একটা।
শেষ বয়সে কেমন দেখতে হয়েছিল সুচিত্রা সেনকে?
বাঙালির মহানায়িকা হলেন এভারগ্রিন সুন্দরী। শেষ বয়সেও অপরূপ সৌন্দর্য ছিল তার। লগ্নার কথায়, “কেউ যদি বলে থাকেন মাসির চেহারা খারাপ হয়ে গিয়েছে, তাহলে খুব ভুল বলেছেন। সাদা চুলেও মাসি ঠিক ততটাই সুন্দরী ছিলেন। সেই গ্রেসটা কিন্তু তার ছিলই।”
আরও পড়ুন : উত্তম কুমারের ডাবল পারিশ্রমিক নিতেন! ছবি পিছু সুচিত্রা সেনের দর জানলে এখনকার নায়িকারাও লজ্জা পাবে
কেন অন্তরালে চলে যান সুচিত্রা সেন?
সুচিত্রা সেনের অন্তরালে যাওয়া নিয়ে রয়েছে অনেক জল্পনা। উত্তম কুমারের মৃত্যু তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। তাই কেউ কেউ মনে করেন নিজেদের জুটিটাকে মানুষের মনে অমর করে রাখার জন্য তিনি এই সিদ্ধান্ত নেন। একসময় বলিউডে নিজের কেরিয়ার গড়ে তোলার চেষ্টা করেন সুচিত্রা। কিন্তু সফল হননি। এরপর বেলুড় মঠের ভারত মহারাজ সুচিত্রাকে উপদেশ দেন, “মা অর্থলিপ্সু, লোভী হয়ো না”। সুচিত্রাও তার কথা মেনে নেন।
আরও পড়ুন : প্রেমে পড়লেও কেন বিয়ে করেননি উত্তম-সুচিত্রা? এতদিনে ফাঁস হল আসল কারণ
ওই সময় সুচিত্রা যা করেছিলেন তা কার্যত আর কোনও তারকা আজও করার কথা ভাবতে পারেন না। কেরিয়ারে মধ্য গগনে অভিনয় ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন সুচিত্রা। আর সেই জন্যই তো মানুষ আজও তাকে ঠিক সেইভাবেই মনে রেখে দিয়েছেন। এমনকি তার মৃত্যুর পরেও তিনি মানুষের নজরে অমর। নতুন-পুরনো নির্বিশেষে সব প্রজন্মেরই মহানায়িকা, তিনি সুচিত্রা সেন।