TRP তে দাদা-দিদির জোর লড়াই! কে হল সেরার সেরা? প্রকাশ্যে ফলাফল

লড়াইটা যখন নন ফিকশন অনুষ্ঠানের, তখন বরাবরই স্টার জলসার থেকে এগিয়ে থাকে জি বাংলা (Zee Bangla)। জি বাংলার একাধিক রিয়ালিটি শোতে দেখা যায় নামিদামি ব্যক্তিত্বদের, যা অনুষ্ঠানগুলির TRP ও জনপ্রিয়তা অনেকটাই বাড়িয়ে দেয়। তবে নতুন বছরে এসেছে নতুন চমক। শুধুমাত্র রবিবারের ফিকশন দিয়েই জি বাংলাকে হারিয়ে দিয়েছে স্টার জলসা।

স্টার জলসা এবং জি বাংলার মধ্যে চলতি সপ্তাহে স্টার জলসা এগিয়ে থাকলেও জি বাংলাও কিন্তু একেবারে পিছিয়ে নেই। তবে লড়াইটা যখন জি বাংলার অভ্যন্তরে, তখন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দাদাগিরি এবং দিদি নম্বর ওয়ানের। এই সপ্তাহে রিপোর্ট কি বলছে? কে গেল এগিয়ে?

Dadagiri Unlimited Season 10

চলতি সপ্তাহের টিআরপি নন ফিকশন লড়াইতে দাদা বা দিদি, কেউই কাউকে হারিয়ে দিতে পারেননি। একই জায়গায় রয়েছেন সৌরভ গাঙ্গুলী এবং রচনা বন্দ্যোপাধ্যায়। নতুন বছরের প্রথম টিআরপি তালিকায় এটাই তৈরি করেছে সব থেকে বড় চমক। ২০২৪ সালের প্রথম সপ্তাহের টিআরপি তালিকায় দাদা এবং দিদি দুজনেই পেয়েছেন ৫.৮ নম্বর।

তবে টিআরপির দিক থেকে সানডে ফিকশন দিয়েই স্টার জলসা করেছে বাজিমাত। ৬.৪ নম্বর পেয়ে জি বাংলাকে পেছনে ফেলে এগিয়ে গেছে সে। তবে শনিবার এবং রবিবারের ফিকশন মিলিয়ে স্টার জলসা পেয়েছে মাত্র ৫.০ নম্বর। অর্থাৎ রবিবার ছাড়া অন্য দিনগুলি জি বাংলার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে স্টার জলসা। এবার চলুন এক নজরে দেখে নিই তালিকা।

ANURAGER CHHOWA

চলতি সপ্তাহে সানডে ফিকশন দিয়ে প্রথম স্থান অধিকার করেছে স্টার জলসা। পেয়েছে ৬.৪ নম্বর। দ্বিতীয় স্থানে রয়েছে দিদি নাম্বার ওয়ান এবং দাদাগিরি। দুজনেরই প্রাপ্ত নম্বর ৫.৮। শনি এবং রবিবার মিলিয়ে স্টার জলসার ফিকশনের নম্বর ৫.০। ঘরে ঘরে জি বাংলা পেয়েছে মাত্র ১.৩।

আরও পড়ুন : TRP তালিকায় অবিশ্বাস্য রেজাল্ট, সবাইকে টপকে ‘বেঙ্গল টপার’ এই সিরিয়াল

Didi Number One Season 9

আরও পড়ুন : কেউ দেখছে না, চ্যানেলের TRP ডোবাচ্ছে! এই ২ সিরিয়াল বন্ধের দাবিতে সোচ্চার দর্শকরা

গত বছরের রিপোর্ট দেখলে বোঝা যাবে এই বছর দাদাগিরির জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমন অন্যদিকে কমে গেছে, দিদি নাম্বার ওয়ানের জনপ্রিয়তা। দিদি নাম্বার ওয়ানের গত সপ্তাহে প্রাপ্ত নম্বর ছিল ৭.০, যেখানে দাদাগিরি পেয়েছিল ৫.৫। ঘরে ঘরে জি বাংলার কোন উন্নতি বা অবনতি কিছুই হয়নি।