Who is Radha Rama Mannar : ‘আদিপুরুষ’ এবং ‘রাধেশ্যাম’ সিনেমার ব্যর্থতার পর চলতি বছরে প্রভাস অভিনীত ‘সালার’ (Salaar: Part 1 Ceasefire) বক্স অফিসে দুর্দান্ত সফলতা অর্জন করেছে। এই সিনেমাটির অ্যাকশন এবং ডায়লগ ডেলিভারি সিনেমাটিকে অন্য একটি মাত্রা এনে দিয়েছে। ‘সালার’ সিনেমায় প্রভাস ছাড়াও দুর্দান্ত অভিনয় করে নজর কেড়েছেন অভিনেত্রী শ্রীয়া রেড্ডি (Sriya Reddy)। ভারতের জনপ্রিয় এক ক্রিকেটারের কন্যা শ্রীয়ার সম্পর্কে জানুন নানান অজানা কথা।
ডার্ক শেডে তৈরি এই সিনেমাটি অনেকটা কেজিএফ-এর স্টাইলে তৈরি করা হয়। প্রভাস অভিনীত ‘সালার’ সিনেমায় প্রভাস ছাড়াও অভিনয় করেছেন মীনাক্ষী চৌধুরী, শ্রুতি হাসান, পৃথ্বীরাজ সুকুমারণ। তবে সব থেকে বেশি নজর কেড়েছেন যিনি, তিনি হলেন শ্রীয়া রেড্ডি। সিনেমায় রাধা রমা মান্নার নামক একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী।
শ্রীয়া রেড্ডি অভিনীত এই চরিত্রটি হল ভারদারাজুর বোনের চরিত্র। পর্দায় পৃথ্বীরাজ সুকুমারনের বোনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই চরিত্রটির সাথে অনেকেই ‘বাহুবলী’ সিনেমার শিবগামীর চরিত্রের তুলনা করেছিল। ‘বাহুবলী’ সিনেমায় রম্যা কৃষ্ণনের মুখে যে অভিব্যক্তি আমরা দেখেছিলাম সেই একই অভিব্যক্তি ফুটে উঠেছিল এই অভিনেত্রীর মুখেও। কিন্তু যে অভিনেত্রী এই মুহূর্তে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রি মাতিয়ে রেখেছেন তিনি হলেন এক ভারতীয় ক্রিকেটারের মেয়ে। জানেন কে এই ক্রিকেটার?
ভারতীয় ক্রিকেটার ভরত রেড্ডির সন্তান হলেন শ্রীয়া। ভরত রেড্ডি ১৯৭৮ থেকে ১৯৮১ সাল পর্যন্ত ভারতীয় দলের হয়ে একাধিক আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিলেন। ১৯৮২ সালে ২৮ শে নভেম্বর জন্মগ্রহণকারী শ্রীয়া গুড শেফার্ড স্কুল থেকে পড়াশোনা করার পর ইথিরাজ কলেজ অফ চেন্নাই থেকে পড়াশোনা শেষ করেন। স্কুল চলাকালীন তিনি একাধিকবার মডেলিং-এর অফার পেয়েছিলেন কিন্তু তার বাবা চেয়েছিলেন তিনি আগে তার পড়াশোনা শেষ করুন। সেই সময় অভিনেত্রী কোন কথা না বললেও পরে যখন একটি মিউজিক চ্যানেলের অডিশনের প্রস্তাব আসে তার কাছে, তখন তিনি তার বাবাকে বোঝাতে সক্ষম হন যে তিনি পড়াশোনা এবং কাজ দুটোই একসঙ্গে করতে পারবেন। অবশেষে তার বাবাও রাজি হয়ে যান এই প্রস্তাবে।
পড়াশোনা শেষ করার পর শ্রীয়া একজন টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি হিসাবে বেশ কিছু বছর কাজ করেছিলেন। একটা সময় এস এস মিউজিকে সফল রেডিও জকি হিসেবে কাজ করেছেন তিনি। এই মুহূর্তে তিনি তামিল এবং তেলেগু সিনেমায় কাজ করছেন। অভিনেত্রীর প্রথম সিনেমা ‘সামুরাই’, যেটি পরিচালনা করেছিলেন বালাজি শক্তিভেল। তেলেগু ভাষায় অভিনেত্রীর প্রথম সিনেমা ছিল ‘অপদাগুড্ডু’, যেটি বক্স অফিসে ব্যর্থ হওয়ার পর অভিনেত্রী প্রায় এক বছর বিরতি নিয়েছিলেন সিনেমা জগত থেকে।
আরও পড়ুন : অ্যানিম্যাল সিনেমায় রণবীরের অনস্ক্রিন দিদি আসলে কে? জানুন তার আসল পরিচয়
আরও পড়ুন : অ্যানিমেলের অন্তরঙ্গ দৃশ্যের শুটিং কীভাবে হয়েছিল? জানালেন ‘জোয়া’ তৃপ্তি
গত বছর তিনি আমেরিকা থেকে ফিরে এসে অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘সুদাল’- এর মাধ্যমে কাম ব্যাক করেন। ‘সালার’ সিনেমার অসাধারণ সাফল্যের পর আপাতত তিনি আগামী প্রজেক্ট নিয়ে ব্যস্ত। প্রসঙ্গত, ২০০৮ সালে বিক্রম কৃষ্ণের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন অভিনেত্রী। বোঝাই যাচ্ছে সংসারের পাশাপাশি এই মুহূর্তে তিনি নিজের ক্যারিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত।