কোনোটা হিট কোনোটা সুপারহিট, জন্মদিনে দেখুন দেবের সেরা ১০টি সিনেমা

তিনি শুধুমাত্র টলিউডের একজন বিখ্যাত অভিনেতা নন, তিনি একজন সফল রাজনীতিবিদ। তিনি একজন সুন্দর মনের মানুষ। আজ তার জন্মদিন। ঠিকই ধরেছেন কথা বলছি দীপক অধিকারী ওরফে দেবের কথা। আজ জন্মদিনের প্রাক্কালে আরো একবার ফিরে দেখব দেব অভিনীত কিছু সিনেমার কথা। তাহলে চলুন শুরু করা যাক।

অগ্নিশপথ (Agnisapath) : অনেকেই হয়তো জানেন না অগ্নিশপথ সিনেমার হাত ধরেই প্রথম টলিউডে আত্মপ্রকাশ করেছিলেন দেব। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন দেব। তবে সিনেমাটি ফ্লপ হওয়ায় এই সিনেমার মাধ্যমে তেমন ভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেননি দেব।

I Love You

আই লাভ ইউ (I Love You) : যে সিনেমার হাত ধরে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছিলেন দেব, সেই সিনেমাটি হল আই লাভ ইউ। রবি কিনাগী পরিচালিত এই সিনেমাটি ২০০৭ সালের ১২ই জুলাই মুক্তি পায়। সালমান খানের ম্যানে পেয়ার কিয়া সিনেমার বাংলা ভার্সন ছিল এই সিনেমাটি। এই সিনেমায় পায়েল ছাড়াও অভিনয় করেছিলেন পাওলি দাম, তাপস পাল, ভরত কলের মত অভিনেতা অভিনেত্রীরা।

প্রেমের কাহিনী (Premer Kahini) : রবি কিনাগী পরিচালিত প্রেমের কাহিনী সিনেমায় প্রথম কোয়েল মল্লিকের বিপরীতে অভিনয় করেছিলেন দেব। ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় কোয়েল ছাড়াও অভিনয় করেছিলেন যিশু সেনগুপ্ত এবং রঞ্জিত মল্লিক। সিনেমাটির গল্প ভীষণ পছন্দ হয়েছিল দর্শকদের।

MON MANE NA

মন মানে না (Mon Mane Na) : সুজিত গুহ পরিচালিত মন মানে না সিনেমাটি মুক্তি পায় ২০০৮ সালে। এই সিনেমায় কোয়েল মল্লিক ছাড়াও অভিনয় করেছিলেন তাপস পাল। এই সিনেমার কিছু দৃশ্য যাব উই মেট, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, দিল হে কি মানতা নেহি সিনেমা থেকে নেওয়া হয়। সিনেমার কাহিনী পেয়ার তো হোনা হি থা সিনেমার উপর ভিত্তি করে তৈরি করা হয়।

চ্যালেঞ্জ (Challenge) : ২০০৯ সালে শুভশ্রীর বিপরীতে চ্যালেঞ্জ সিনেমাটি ছিল দেবের সিনেমার ক্যারিয়ারে অন্যতম হিট সিনেমা। রাজ চক্রবর্তী পরিচালিত এই সিনেমায় দেব ছাড়াও অভিনয় করেছিলেন রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, লাবনী সরকার, খরাজ মুখার্জি সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী।

Paran Jai Jaliya Re

পরান যায় জ্বলিয়া রে (Paran Jai Jaliya Re) : রবি কিনাগি পরিচালিত এই সিনেমাটিও সেই সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। দেব এবং শুভশ্রী জুটির এটি ছিল দ্বিতীয় সিনেমা। দেব এবং শুভশ্রী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছিলেন বিশ্বজিৎ চক্রবর্তী, টোটা রায়চৌধুরী এবং লাবনী সরকার। শিশু শিল্পী হিসাবে অভিনয় করেছিলেন অরিত্র দত্ত বনিক। এই সিনেমাটি অক্ষয় কুমারের নামাস্তে লন্ডন সিনেমার পুনঃনির্মাণ ছিল।

বলো না তুমি আমার (Bolo Na Tumi Aamar) : ২০১০ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক। সুজিত মণ্ডল পরিচালিত এই সিনেমায় কোয়েল এবং দেব ছাড়াও ছিলেন সব্যসাচী চক্রবর্তী, টোটা রায় চৌধুরী সহ আরো অনেকে। এই সিনেমাটি বক্স অফিসে তেমন সাফল্য অর্জন করতে পারেনি।

Le Chakka

লে ছক্কা (Le Chakka) : ঘটি এবং বাঙাল, এই দুইয়ের মজার লড়াই, প্রেম, ভালোবাসা এবং রাজনীতির ষড়যন্ত্র নিয়ে তৈরি হয় সিনেমাটি। ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় দেব এবং পায়েল সরকার ছাড়াও অভিনয় করেছিলেন দেবযানী চট্টোপাধ্যায়, লাবনী সরকার, দীপঙ্কর দে, বিশ্বনাথ বসু, ঋত্বিক চক্রবর্তী, খরাজ মুখার্জি। রাজ চক্রবর্তী পরিচালিত এই সিনেমাটি বেশ ভালই বক্স অফিসে ব্যবসা করেছিল।

দুই পৃথিবী (Dui Prithibi) : ২০১০ সালে মুক্তিযুদ্ধ এই সিনেমায় প্রথম একই পর্দায় অভিনয় করেছিলেন জিত এবং দেব। রাজ চক্রবর্তী পরিচালিত এই সিনেমায় দেব এবং জিৎ ছাড়াও অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক, বোরখা বিস্ট সেনগুপ্ত, মনোজ মিত্র এবং খরাজ মুখার্জি। এই সিনেমাটি তেমনভাবে জনপ্রিয়তা অর্জন করতে পারেনি।

পাগলু (Paglu) : রাজীব কুমার বিশ্বাস পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় ২০১১ সালে। দেব এবং কোয়েল অভিনীত এই সিনেমার গান সেই সময় ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল। সিনেমায় অভিনয় করেছিলেন রজতাভ দত্ত, তুলিকা বসু, প্রদীপ ধর সহ আরো অনেকেই।

আরও পড়ুন : দেব-শুভশ্রী থেকে রচনা, টলিউড তারকাদের ফ্ল্যাটের দাম কত?

Bagha Jatin

বাঘাযতীন (Bagha Jatin) : চলতি বছরের ১৯ অক্টোবর দেব অভিনীত বাঘাযতীন সিনেমাটি মুক্তি পায় সারা দেশে। অরুণ রায় পরিচালিত এই সিনেমাটি ভারতের স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীনের বায়োপিক হিসেবে তৈরি করা হয়। ৫ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি এই সিনেমাটি বক্স অফিসে ৮ কোটি টাকার ব্যবসা করে।

আরও পড়ুন : এতোটুকু বয়সেই এত নিখুঁত অভিনয়! ‘বাঘাযতীনে’র ক্ষুদিরাম আসলে কে?

প্রধান (Pradhan) : গত ২২ ডিসেম্বর সারাদিন জুড়ে মুক্তি পায় প্রধান সিনেমাটি। এই সিনেমায় দেবের বিপরীতে অভিনয় করেন সৌমিতৃষা কুন্ডু। দেব ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন পরান বন্দ্যোপাধ্যায়, মমতা শংকর, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং সোহম। এই মুহূর্তে সারা দেশ জুড়ে, রমরমিয়ে চলছে এই সিনেমাটি।