৯০ এর দশকের যদি দাপুটে অভিনেত্রীদের কথা বলা হয় তাহলে অবশ্যই বলতে হবে কারিশমা কাপুর, জুহি চাওলা, শ্রীদেবী বা কাজলের কথা। এক সময় একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়েছেন এই নায়িকারা। আজ আপনাকে জানাবো ৯০ দশকের এই জনপ্রিয় অভিনেত্রীরা সেই সময় নিতেন কত পারিশ্রমিক।
Kajol : অজয় দেবগনের স্ত্রী হলেও পর্দায় সবসময় শাহরুখ খানের সঙ্গেই জুটি বেঁধেছেন কাজল। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হে’ সিনেমা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কাছে এক একটি ইতিহাস। প্রথমদিকে কাজল ৫০ থেকে ৭০ লাখ টাকা পারিশ্রমিক নিলেও পরবর্তীকালে তা ১ কোটিতে গিয়ে দাঁড়ায়।
Karisma Kapoor : ভীষণ স্নিগ্ধ এবং শান্ত একজন অভিনেত্রী ছিলেন কারিশমা কাপুর। গোবিন্দার সঙ্গে কারিশমা কাপুরের জুটি সেই সময় একটি জনপ্রিয় জুটি ছিল। কারিশ্মা একসময় ৫০ থেকে ৭০ লাখ টাকা নিলেও ‘বিবি নাম্বার ওয়ান’, ‘দিল তো পাগল হে’ সিনেমার পর থেকে সেই পারিশ্রমিক ১ কোটি টাকা করেছিলেন।
Madhuri Dixit : মাধুরী দীক্ষিত এমন একজন অভিনেত্রী, যার সঙ্গে কাজ করতে চাইতেন প্রায় প্রত্যেক অভিনেতারা। মাধুরীর প্রেমে পড়েছিলেন বহু অভিনেতা, যাদের মধ্যে অন্যতম ছিলেন অনিল কাপুর। প্রথমদিকে ২৫ থেকে ৩০ লক্ষ টাকা পারিশ্রমিক নিল ‘দিল তো পাগল হে’, ‘দিল’, ‘সাজান’, ‘তেজাব’ সিনেমাগুলির পর থেকে সেই পারিশ্রমিক ২ কোটি টাকায় পৌঁছে যায়।
আরও পড়ুন : বলিউডের সবথেকে ধনী ৯ তারকা দম্পতি, যাদের সম্পত্তির পরিমাণ ঘুরিয়ে দেবে মাথা
Sridevi : ৯০ দশকের অভিনেত্রীদের মধ্যে সবথেকে বেশি পারিশ্রমিক পেতেন শ্রীদেবী। ক্যারিয়ারের একদম প্রথমদিকে কম টাকা নিলেও পরবর্তীকালে তিনি প্রতি সিনেমা পিছু ৭০ লক্ষ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত নিতেন।
আরও পড়ুন : যৌনদৃশ্যে অভিনয় করে বেসামাল! ক্যামেরার সামনেই নিয়ন্ত্রণ হারিয়েছেন এই তারকারা
Juhi Chawla : প্রতি ছবি পিছু জুহি চাওলা সেই সময় নিতেন ২০ লাখ টাকা। কিন্তু মোটামুটি জনপ্রিয়তা অর্জন করার পরে তিনি সেই পারিশ্রমিক ৪০ লাখ টাকা করে দিয়েছিলেন। বোঝাই যাচ্ছে, পারিশ্রমিকের দিক থেকে কিন্তু জুহি চাওলা বেশ অনেকটাই পিছিয়ে রয়েছেন।