আচমকাই ‘তুঁতে’ থেকে কেন বাদ পড়লো রঙ্গন? কেন মাঝপথে সিরিয়াল ছাড়লেন সৈয়দ আরেফিন?

বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নতুন সিরিয়ালের আসা যাওয়া তো লেগেই আছে। তবে ইদানিং বেশ কিছু সিরিয়ালে নায়ক এবং নায়িকার মুখ বদলে যেতে দেখছি আমরা। বিশেষ করে স্টার জলসাতে একাধিক সিরিয়ালের ক্ষেত্রে এমনটা দেখা যাচ্ছে। লাভ বিয়ে আজকালের পর এবার তুঁতে (Tunte) সিরিয়ালেও বদলে গেল নায়কের মুখ। সৈয়দ আরেফিনের (Syed Arefin) জায়গাতে এলেন নতুন অভিনেতা গৌরব মন্ডল।

তবে রঙ্গনের চরিত্রে নয়, গৌরব নতুন এক পুলিশ অফিসারের চরিত্র নিয়ে পা রাখতে চলেছেন সিরিয়ালে। রঙ্গনের চরিত্রের মৃত্যু দেখিয়ে গল্পে এক নতুন মোড় আনা হচ্ছে। স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন উঠছে কেন সিরিয়াল থেকে হঠাৎ করেই বাদ পড়লেন নায়ক? সৈয়দ আরেফিন হঠাৎ করে কেন ছেড়ে দিলেন সিরিয়াল? এর পরিপ্রেক্ষিতে উঠে আসছে নানা মত।

TUNTE

উল্লেখ্য, সদ্য তুঁতের স্লট বদল হয়েছে। সন্ধ্যা সাতটার স্লট থেকে সরিয়ে দিয়ে রাত সাড়ে দশটার সময় পাঠানো হয়েছে সিরিয়ালটিকে। তার মধ্যে আবার হঠাৎ করেই নায়কের সিরিয়াল ছাড়া নিয়ে শুরু হচ্ছে নানা জল্পনা। তবে রঙ্গন ওরফে সৈয়দ কিন্তু কিছুই জানাননি নিজের মুখে। তবে দর্শকরা চাইছেন না রঙ্গনের চরিত্রটি বাদ পড়ুক বা নায়কের চরিত্রে কোনও পটপরিবর্তন হোক।

স্লট পরিবর্তনের সঙ্গে সঙ্গেই নায়কের সিরিয়াল ছেড়ে দেওয়া নিয়ে উঠছে অনেক প্রশ্ন। সৈয়দ আদেও আর সিরিয়ালে ফিরবেন কিনা সেই নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে দর্শকদের মনে। যদিও স্টুডিওপাড়া থেকে কানাঘুষোতে শোনা যাচ্ছে যে রঙ্গনের চরিত্রটি এখনই বাদ দেওয়া হবে না সিরিয়াল থেকে। কিছুদিন পর আবারও নতুন কোনওরূপে নতুনভাবে তুঁতের জীবনে ফিরে আসবে রঙ্গন।

TUNTE

সিরিয়ালের নতুন প্রোমো অনুসারে রঙ্গনের মৃত্যুর কারণ হিসেবে তুঁতেকেই দায়ী করা হয়। গঙ্গার ঘাটে রঙ্গনের অস্থি বিসর্জন করতে আসে তুঁতে। তখন পুলিশ অফিসার এসে তুঁতেকে জানায় তাকে তার স্বামীর মৃত্যুর পেছনে প্রাইম সাসপেক্ট হিসেবে ধরা হয়েছে। পুলিশ অফিসার হিসেবে গৌরবকে দেখে দর্শকরা ধরেই নিয়েছিলেন গল্প হয়তো আর দেখা যাবে না সৈয়দকে।

আরও পড়ুন : অবাঙালি হয়েও বাংলা সিরিয়ালের নায়ক, গীতা LLB -র নায়ক আসলে কে?

TUNTE

আরও পড়ুন : ‘অমানুষ’ পরাগকে উপযুক্ত শিক্ষা দেবে শিমুল, টিভির আগেই ফাঁস ধুন্ধুমার পর্ব

টিআরপির অভাবে রাতের স্লটে তুঁতেকে পাঠিয়ে দেওয়াটাকে অনেক দর্শকই স্বাভাবিকভাবে নিতে পারছেন না। সিরিয়ালটির টিআরপি না থাকলেও তুঁতে এবং রঙ্গন জুটির যথেষ্ট ফ্যানবেস আছে। টিআরপি কম থাকলে হয়তো বা খুব তাড়াতাড়িই বন্ধ করে দেওয়া হবে সিরিয়ালটিকে। এখন কী হবে তুঁতের ভবিষ্যৎ সেটাই দেখার।