বউ নেই, বাচ্চাও নেই, সলমান খানের ৫০০০ কোটি টাকার পারিবারিক সম্পত্তি থেকে কে কত পাবে

বলিউডের ভাইজান সালমান খান (Salman Khan) নিজেই এক একটি সিনেমার জন্য নিয়ে থাকেন ১০০ কোটি টাকা পারিশ্রমিক। বহু নবাগতা অভিনেতা অভিনেত্রীকে বলিউডে লঞ্চ করিয়েছেন তিনি। এক অর্থে যাকে বলা হয় বলিউডের গডফাদার তিনি। সেই সালমান খান নিজের বাড়ির পৈত্রিক সম্পত্তি (Net Worth) থেকে কত অর্থ পাবেন জানেন?

সালমান খান কোটি কোটি টাকার মালিক হলেও গ্যালাক্সি নামক একটি ছোট্ট অ্যাপার্টমেন্টে থাকেন নিজের পরিবারের সঙ্গে। ভাই এবং বোনদের সঙ্গে ভীষণ ঘনিষ্ঠ সম্পর্ক ভাইজানের। কাজের বাইরে যে তিনি নিজের পরিবারকে সবসময় প্রাধান্য দেন, সে কথা আমরা এর আগেও বারবার প্রমাণ পেয়েছি। এবার চলুন জেনে নেওয়া যাক খান পরিবারের মোট সম্পত্তির পরিমাণ কত এবং কে কত পরিমান অর্থ পেতে চলেছেন।

SALMAN KHAN

খান পরিবারের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫২৫৯ কোটি টাকা। সেলিম খানের মোট সম্পত্তি যখন ভাগাভাগি হবে তখন সকলেই যে বেশ ভালো পরিমান অর্থ পাবেন তা বলার অপেক্ষা রাখে না। জানা যায়, খান পরিবারের সম্পত্তির মধ্যে সালমান খানের মোট শেয়ার রয়েছে ৫৫.৪৮ শতাংশ। বাকি অংশ ভাগ হয়ে যাবে সকলের মধ্যে।

সালমান ছাড়াও পরিবারের রয়েছেন আরবাজ খান, অলিভিয়া অগ্নিহোত্রী, সোহেল খান এবং অর্পিতা খান শর্মা। ৫৫.৪৮ শতাংশ শেয়ার ছাড়া যে বাকি অংশ পড়ে থাকবে সেটা পিতা সহ অন্যান্য সন্তানদের মধ্যে ভাগাভাগি হয়ে যাবে। বাদ থাকবেন বাড়ির জামাইরা অর্থাৎ অতুল অগ্নিহোত্রী এবং আয়ুশ শর্মা। শেয়ার অনুযায়ী কে কত টাকার মালিক হবেন চলুন জেনে নেওয়া যাক।

SALMAN KHAN

শেয়ার অনুযায়ী যদি হিসেব করা যায় তাহলে সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ হবে ২৯১৬ কোটি টাকা। এছাড়াও রয়েছে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট, যার মূল্য ১৬ কোটি টাকা। রয়েছে ৮০ কোটি টাকা মূল্যের অর্পিতা ফার্ম হাউস। এছাড়াও ১০০ কোটি টাকার আরও একটি প্রোপার্টি রয়েছে সালমান খানের কাছে। এছাড়াও প্রযোজনা সংস্থা থেকেও বেশ ভালই আয় করেন ভাইজান। নিজস্ব একটি ব্র্যান্ডও রয়েছে তার।

আরও পড়ুন : Big Boss 17 থেকে কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন সালমান খান? টাকার অংক শুনলে ভিরমি খাবেন

SALMAN KHAN

আরও পড়ুন : সালমানের আয় বেড়ে ৭৬৬%! Tiger 3 থেকে কত পারিশ্রমিক নিলেন সালমান খান?

সালমানের পিতা সেলিম খান পাবেন ১০০ কোটি। আরবাজ খান পাবেন ৫৯১ কোটি টাকা। আরবাজ খানের সম্পত্তির ভাগ পাবেন মালাইকা আরোরা খান এবং তার সন্তান। সোহেলও পাবেন সম্পত্তির ১০৯ কোটি টাকা। সোহেলের সম্পত্তির ভাগও পাবেন তার স্ত্রী। বোন অর্পিতা শুধু সম্পত্তির ভাগ পাবেন তা নয়, দাদাদের যা আছে তার বেশিরভাগই তারা রেখে যাবেন বোনের জন্যই।