দাদাগিরি নাকি দিদি নাম্বার ১, দর্শকদের বিচারে সেরা কে? প্রকাশ্যে এল ফলাফল

নন ফিকশন রিয়েলিটি শোয়ের বিচারে বলতে গেলে স্টার জলসাকে বরাবরই টেক্কা দিয়ে এসেছে জি বাংলা। জি বাংলার দাদাগিরি (Dadagiri), দিদি নাম্বার ওয়ান (Didi Number One) , ডান্স বাংলা ডান্সের জনপ্রিয়তার ধারেকাছে ঘেঁষতে পারে না স্টার জলসার কোনও রিয়েলিটি শো। বর্তমানে দাদাগিরি এবং দিদি নাম্বার ওয়ান সম্প্রচারিত হচ্ছে টেলিভিশনের পর্দায়। দর্শকদের বিচারে এই রিয়েলিটি শো গুলোর মধ্যে এগিয়ে কে? টিআরপিতে গত সপ্তাহে কে পেল সেরা নম্বর?

গত অক্টোবর মাস থেকে ফের শুরু হয়েছে সৌরভ গাঙ্গুলীর দাদাগিরি। দাদাগিরির সিজন ১০ নিয়ে দর্শকদের মনে উন্মাদনা কিছু কম নেই। তবে দাদা কিন্তু দিদিকে কোনোমতেই টেক্কা দিতে পারছে না। দিদি অর্থাৎ রচনা ব্যানার্জীর রিয়েলিটি শো দিদি নাম্বার ওয়ান প্রত্যেক সপ্তাহেই টেক্কা দিচ্ছে দাদাকে। গত সপ্তাহের টিআরপি তালিকাতেও তেমনটাই দেখা যাচ্ছে। গত সপ্তাহে দর্শকদের বিচারে কে কত নম্বর পেল দেখে নিন।

DADAGIRI

গত সপ্তাহে দাদাগিরি কেবল ৫.৮ নম্বর পেয়েছে। শুরু হওয়ার পর এই বছর এই শোয়ের স্লট গিয়েছিল বদলে। শনি-রবিবারের বদলে সম্প্রচারিত হচ্ছিল শুক্র এবং শনিবার। তবে কিছুদিন আগেই পুরনো স্লট আবার ফিরে পেয়েছে দাদাগিরি। তবে বিশ্বকাপের প্রভাবে সৌরভের শোয়ের টিআরপি কমে গিয়েছিল। গত সপ্তাহে কেবল ৫.৮ নম্বর নিয়েই সন্তুষ্ট থাকতে হল।

অন্যদিকে দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা ফের বাজিমাত করে দিয়েছে। গত সপ্তাহে এই শো এর সানডে ধামাকার টিআরপি ছিল ৬.১। আর স্টার জলসার ফিকশন শো অর্থাৎ ধারাবাহিকগুলোর নম্বর জি বাংলার নন ফিকশন রিয়েলিটি শোয়ের তুলনায় অনেকটাই কমে গিয়েছে। শনিবার রাত ৯:৩০ টা থেকে ১১.০০ টা পর্যন্ত স্টার জলসার গড় টিআরপি ছিল ৫.১।

ANURAGER CHHOWA

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের নায়িকারা কে কত টাকা পায়? কার পারিশ্রমিক সবথেকে বেশি?

অন্যদিকে রবিবার ওই সময়ের মধ্যে স্টার জলসার গড়ে টিআরপি নম্বর এসেছে ৫.৯। ঘরে ঘরে জি বাংলা বিকেল সাড়ে চারটের স্লটে দিয়েছে ১.৪ নম্বর। এই সপ্তাহে টিআরপিতে উলটপালট ফলাফল দিয়েছে সিরিয়ালগুলো। জগদ্ধাত্রীকে টপকে বেঙ্গল টপার হয়েছে ফুলকি। নিম ফুলের মধু এবং জগদ্ধাত্রী দ্বিতীয় নম্বরে রয়েছে। অনুরাগের ছোঁয়ার টিআরপি অনেকটাই কমেছে।

আরও পড়ুন : অবাঙালি হয়েও বাংলা সিরিয়ালের নায়ক, গীতা LLB -র নায়ক আসলে কে?

Geeta LLB

আরও পড়ুন : কেন কমে যাচ্ছে অনুরাগের ছোঁয়ার টিআরপি? কেন সিরিয়াল দেখছে না কেউ?

স্টার জলসার থেকে চ্যানেল টপার হয়েছে গীতা এলএলবি। এই সপ্তাহে গীতা ৭.৩ নম্বর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। অনুরাগের ছোঁয়া গীতার ঠিক পরে চতুর্থ স্থান দখল করেছে। তোমাদের রানীও বেশ ভালই ফলাফল করছে। সন্ধে ছটার স্লটে সম্প্রচারিত হলেও রানী ৭ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

আরও পড়ুন : উড়ন্ত সিঁদুর অতীত, ভুতে পরাচ্ছে সিঁদুর! বাংলা সিরিয়ালে নতুন বিয়ে দেখে হেসে কুটোপাটি দর্শকরা