রাম গোপাল বর্মার মত পরিচালকদের সঙ্গে কাজ করার পরেও অভিনয় জগত থেকে বিদায় জানাতে হয়েছিল বলিউড অভিনেত্রী অন্তরা মালিকে (Antara Mali)। দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে মাত্র ১২ টি সিনেমায় অভিনয় করে কেন তাকে হারিয়ে যেতে হল? মাধুরী দীক্ষিতের মুখের সাথে মিল বলেই কি যত তাড়াতাড়ি ঊর্ধ্বগামী হয়েছিল তার ক্যারিয়ার গ্রাফ, ততটাই তাড়াতাড়ি হারিয়ে যেতে হলো তাকে?
১৯৭৫ সালের ১ জুলাই মহারাষ্ট্রের মুম্বাইতে অন্তরার জন্ম হয়। অন্তরের বাবা জগদীশ মালি ছিলেন বলিউডের খ্যাতনামা চিত্র গ্রাহক শিল্পী। মুম্বাইতে পড়াশোনা শেষ করে ১৯৯৮ সালে ‘ঢুন্ডতে রেহ যাও গে’, সিনেমার হাত ধরে বলিউডে প্রবেশ করেন অন্তরা। প্রথম সিনেমাতেই নাসির উদ্দিন শাহ, অমরেশ পুরী, শাম্মি কাপুরের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ পান তিনি।
১৯৯৯ সালের রাম গোপাল বর্মা পরিচালিত ‘প্রেম কথা’ নামক একটি তেলেগু সিনেমায় অভিনয় করেন অন্তর। ফের এক বছর পর একটি মালায়ালাম সিনেমাতে অভিনয় করতে দেখা যায় তাকে। কখনো রামগোপাল বর্মা পরিচালিত বা কখনো প্রযোজিত সিনেমা ‘মস্ত’, ‘খিলাড়ি ৪২০’, ‘নাচ’, ‘রোড’, ‘কোম্পানি’ এবং ‘ডরনা মানা হ্যায়’- এর মতো সিনেমায় কাজ করেছেন তিনি। এতগুলো সিনেমাতে কাজ করলেও বলিউডে তেমন ভাবে নিজের ছাপ ফেলতে পারেননি অন্তরা।
২০০৩ সালে ‘ম্যায় মাধুরী দীক্ষিত বাননা চাহতি হূ’, নামে একটি হিন্দি সিনেমায় কাজ করার পর রাতারাতি সেলিব্রেটি হয়ে যান অন্তরা। অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, আফতাব এবং তুষার কাপুরের মত অভিনেতাদের সঙ্গে কাজ করেন তিনি। ২০০৫ সালে আফতাবের বিপরীতে ‘মিস্টার ইয়া মিস’, সিনেমায় কাজ করেন অন্তরা। এই সিনেমায় পরিচালনা করার পাশাপাশি চিত্রনাট্য লিখেছিলেন তিনি। প্রযোজক ছিলেন রাম গোপাল বর্মা। এতকিছুর পরেও এই সিনেমাটি বক্স অফিসে ফ্লপ হয়ে যায় এবং অন্তরা হারিয়ে যান বলিউড থেকে।
২০০৯ সালে চে কুরিয়েনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অন্তরা। বিয়ের এক বছর পর অর্থাৎ ২০১০ সালে অমল পালকের পরিচালিত ‘এন্ড ওয়ান্স এগেন’, নামক একটি সিনেমায় অভিনয় করার সুযোগ পান অন্তরা কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রজত কাপুর থাকা সত্ত্বেও এই সিনেমাটি ফ্লপ হয়ে যায়। এই সিনেমায় সন্ন্যাসিনীর চরিত্রে অভিনয় করার জন্য তিনি সম্পূর্ণভাবে মাথা মুড়িয়ে ফেলেন। কিন্তু তারপরেও সিনেমাটি ফ্লপ হয়ে যায় এবং অন্তরা সারা জীবনের জন্য বিদায় জানিয়ে দেন বড় পর্দাকে।
আরও পড়ুন : প্রাক্তন Miss World-কেও কাজ দেয় না বলিউড, কোথায় হারিয়ে গেলেন অক্ষয় কুমারের এই নায়িকা?
আরও পড়ুন : কোথায় হারিয়ে গেলেন হৃত্বিক রোশনের ‘ফিজা’ ছবির নায়িকা? এখন তাকে দেখলে চিনতে পারবেন না
২০১২ সালে কন্যা সন্তানের জন্ম দেন অভিনেত্রী। জানা যায়, অন্তঃস্বত্ত্বা থাকাকালীন তিনি নাকি বাবাকে দেখাশোনা করতে অস্বীকার করে দেন কিন্তু পরবর্তীকালে অন্তরা জানান, তার বাবা মাঝে মাঝে বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং রাস্তায় বসে থাকতেন। বাবার অসুস্থতার জন্য অনেকেই বাবাকে ভিক্ষুক মনে করতেন। বাবার প্রতি তিনি কখনোই কোন অবিচার করেননি। আজ অন্তরা স্বামী সন্তান নিয়ে ভীষণ ব্যস্ত নিজের জগতে।