“পরকীয়া সুস্থতার লক্ষণ!”, অপরাজিতা আঢ্যের কথা শুনে ছিঃ ছিঃ করছেন নেটিজেনরা

অপরাজিতা আঢ্য (Aparajita Auddy), বর্তমানে এই নামটাই শুধু যথেষ্ট ব্যক্তিটিকে চিনিয়ে দিতে। সিনেমা হোক বা সিরিয়াল, সবেতেই ছক্কা হাঁকাচ্ছেন অপরাজিতা। তিনি যে কত বড় মাপের অভিনেত্রী তা বলে দিতে হয় না। একইসঙ্গে ভীষণ খোলা মনের ও স্পষ্টবাদী মানুষ অপরাজিতা। সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিয়ে, সহবাস থেকে পরকীয়া, সমাজের বর্তমান বহুলচর্চিত বিষয়গুলি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

অপরাজিতার কথায় একটা ভাল বিয়ে মানুষের জীবনকে সমৃদ্ধ করে। একে অপরের প্রতি ভালবাসা, সম্মান এবং বিশ্বাস না থাকলে বিয়ের কোনও মূল্যই নেই অপরাজিতার কাছে। এমন বিয়ে থেকে বেরিয়ে আসাই উচিত বলে মনে করেন তিনি। তবে সহবাস, সিচুয়েশনশিপ কিংবা ফ্রেন্ডস উইথ বেনিফিটকে তিনি সমর্থন করেন না। তার কাছে বন্ধুত্ব খুবই সুন্দর একটা সম্পর্ক। তার কথায়, “পরকীয়া তো সুস্থতার লক্ষণ। রামায়ণ-মহাভারতের সময় থেকে ছিল পরকীয়া। এটা জীবনের স্বাভাবিক ধর্ম। আমি একজনের সঙ্গে ঘর করি, আমি একজনকে ভালোবাসি মানে এই নয় যে আমি কারও দিকে দেখব না। কোনও ভালো জিনিস আমার ভাল লাগবে না।”

APARAJITA AUDDY

তিনি আরও বলেছেন মানুষের জীবনে ভালোবাসা আসতেই পারে। যার জীবনে যত বেশি অপশন, তার ততবেশি ভালবাসা থাকতেই পারে। কিন্তু এসবের মাঝেও সেই ব্যক্তি কিভাবে সবদিকে ব্যালেন্স করে চলতে পারেন সেটাই আসল। কিন্তু ভালোলাগা, ভালোবাসা এসব কিছু চলতেই পারে। তাতে কোনও অন্যায় নেই। অপরাজিতার এই কথাগুলো শুনে সোশ্যাল মিডিয়াতে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। কেউ লিখছেন সম্পর্ক নিয়ে অসাধারণ যুক্তিপূর্ণ এবং সময়োপযোগী কথা বলছেন অপরাজিতা। কেউ কেউ লিখছেন অপরাজিতার মানসিকতা খুবই উচ্চমানের। তবে বিরূপ মন্তব্যও করছেন অনেকে।

আরও পড়ুন : বাংলা সিরিয়ালের নায়িকারা কে কত টাকা পায়? কার পারিশ্রমিক সবথেকে বেশি?

অপরাজিতাকেই তারা পাল্টা ছুঁড়ছেন, “সম্পর্কের জন্য প্রয়োজন বিশ্বাস, আবার পরকীয়া সুস্থতার লক্ষণ। আবার আত্মসম্মানও প্রয়োজন। আমার বর পরকীয়া করলে বিশ্বাসই বা থাকবে কি করে, বন্ধুত্ব নিয়েও সংশয় আছে, আর আত্মসম্মান কি তাতে অক্ষুন্ন থাকে?” কেউ লিখছেন, পরকীয়া সুস্থতার লক্ষণ, “বাহ কি চমৎকার কথা, পৃথিবী থেকে পরিবার প্রথাকে তুলে দিতে চাইলে, সংসারের সুখ শান্তিকে চিরতরে মুছে ফেলতে চাইলে এই একটি কথাই যথেষ্ট।” কেউ লিখলেন, “সমাজকে ভুল তথ্য কেন দেন? পরকীয়া যদি সুস্থতার লক্ষণ হয়, আর সেটা যদি আপনার সাথে ঘটে ভালো লাগবে? বিয়ে হয়ে গেলে পরকীয়া করা কখনোই ভালো না, এটাতেই দুজনেরই কন্ট্রোল থাকাটা উচিত। তবেই একটা সুস্থ সম্পর্ক / সুস্থ বিয়ে টিকে থাকে।”

আরও পড়ুন : সিরিয়াল পিছু দিনে কত টাকা পান অপরাজিতা আঢ্য? জানলে ঘুরে যাবে মাথা