শুধু অ্যানিম্যাল নয়, রণবীর কাপুরের এই ৮ সিনেমা বক্স অফিসে রেকর্ড করেছে

অবশেষে ডিসেম্বর মাসের ১ তারিখ মুক্তি পেল রণবীর কাপুরের ‘অ্যানিম্যাল’। এই সিনেমার রণবীরের ভয়ংকর অভিনয় দেখে যে কোনো মানুষ চমকে যাবেন। রণবীর কাপুর আরো একবার প্রমাণ করে দিলেন, রক্ত কথা বলে। তিনি যে সত্যিই ঋষি কাপুরের সুযোগ্য সন্তান তা প্রমাণ হয়ে গেল এই সিনেমার মাধ্যমে। প্রথম দিনেই প্রায় ৬১ কোটি টাকা আয় করেছে সিনেমাটি।আগামী দিনে খুব সহজেই ১০০০ কোটি টাকার গণ্ডি পেরিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক রণবীর কাপুরের আর কোন কোন সিনেমা বক্স অফিসে দুর্দান্ত ফলাফল করেছিল।

Sanju : ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘সঞ্জু’ সিনেমাটি বলিউড তারকা সঞ্জয় দত্তের জীবনের কাহিনী অবলম্বনে তৈরি করা হয়েছিল। এই সিনেমায় রণবীর কাপুর এত অসাধারণ অভিনয় করেছিলেন যে, সিনেমাটি দেখলে আপনি মাঝে মাঝে ভুলেই যাবেন যে আপনি রণবীর কাপুরকে দেখছেন, নাকি সঞ্জয় দত্তকে দেখছেন। সিনেমাটি ৩৪২ কোটি টাকা আয় করেছিল বক্স অফিস থেকে।

Brahmāstra Part One Shiva

Brahmāstra : Part One – Shiva : স্ত্রী আলিয়া ভাটের সাথে জুটি বেঁধে এই সিনেমায় অসাধারণ পারফরম্যান্স করেছিলেন রণবীর কাপুর। অয়ন মুখার্জি পরিচালিত এই সিনেমাটি ২০২২ সালের ৯ সেপ্টেম্বর মুক্তি পায়। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন। সিনেমাটি বক্স অফিস থেকে ২৬৮ কোটি টাকা আয় করেছিল।

Yeh Jawaani Hai Deewani : দীপিকা পাডুকোনের বিপরীতে রণবীর কাপুরের ‘এ জাওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমাটি মানুষকে মুগ্ধ করে দিয়েছিল বারবার। ব্রেকআপ হয়ে যাবার পরেও এই সিনেমায় রণবীর এবং দীপিকার যে কেমিস্ট্রি চোখে পড়ে তা সত্যি প্রশংসার যোগ্য। ২০১৩ সালের মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ১৮৮ কোটি টাকা আয় করেছিল বক্স অফিস থেকে।

Tu Jhoothi Main Makkaar

Tu Jhoothi Main Makkaar : চলতি বছরের ৮ মার্চ ‘তু ঝুঠি ম্যায় মক্কার’ সিনেমায় শ্রদ্ধা কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন রণবীর কাপুর। সিনেমায় রণবীরের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন ডিম্পল কাপাডিয়া। বেশ অন্য স্বাদের গল্প নিয়ে তৈরি হওয়া এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল ১৪৭ কোটি টাকা।

Ae Dil Hai Mushkil : বয়সী প্রায় দু গুণ বড় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে রণবীর কাপুরের অসাধারণ কেমিস্ট্রি চোখে পড়ে ‘অ্যায় দিল হে মুশকিল’ সিনেমায়। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় রণবীর এবং ঐশ্বর্য ছাড়াও অভিনয় করেছিলেন অনুষ্কা শর্মা। সিনেমাটি ১১৩ কোটি টাকা আয় করেছিল।

Barfi!

Barfi! : ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বরফি’ সিনেমায় শুধু রণবীর নয়, প্রিয়াঙ্কা চোপড়ারও অভিনয় ছিল বেশ প্রশংসনীয়। পার্শ্ব চরিত্রে যথাযথ নিজেকে মেলে ধরেছিলেন ইলিয়ানা ডি ক্রুজ। সিনেমাটি ১১২ কোটি টাকা আয় করেছিল বক্স অফিস থেকে। রণবীরের ক্যারিয়ারের অন্যতম দুর্দান্ত সিনেমা হল এটি।

আরও পড়ুন : বলিউডের সৎ ছেলেমেয়েদের সঙ্গে সৎ মায়ের বয়সের পার্থক্য কত? জানলে চমকে যাবেন

Raajneeti : ২০১০ সালের মুক্তিপ্রাপ্ত ‘রাজনীতি’ সিনেমায় প্রাক্তন বান্ধবী ক্যাটরিনা কাইফেরের সঙ্গে অভিনয় করেছিলেন রনবীর কাপুর। প্রকাশ ঝা পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছিলেন অজয় দেবগন, মনোজ বাজপেয়ী, অর্জুন রামপাল সহ আরও বহু তারকা। সিনেমাটি বক্স অফিস থেকে ৯৩ কোটি টাকা আয় করেছিল।

আরও পড়ুন : বিবাহিত জীবনে ব্যর্থ, স্বামীকে ডিভোর্স দিয়ে সাফল্য পেয়েছেন এই ৯ অভিনেত্রী

Tamasha

আরও পড়ুন : বছর বছর নতুন প্রেমিকা লাগে! সালমান খানকে ধুয়ে দিল প্রাক্তন বান্ধবী

Tamasha : ইমতিয়াজ আলী পরিচালিত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘তামাশা’ সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন প্রাক্তন বান্ধবী দীপিকা পাডুকোন। একেবারে অন্য ধাঁচের এই সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল ৬৭ কোটি টাকা।

আরও পড়ুন : ভগবানের নামে সন্তানের নাম রেখেছেন এই তারকারা, জেনে নিন সেই নাম ও তার অর্থ