বাঁকুড়ার ছেলে বাংলার গর্ব! বলিউডে চুটিয়ে কাজ করে বাড়ি ফিরলেন বাঁকুড়ার ভূমিপুত্র সুব্রত

Bollywood Actor Subrata Datta : আমাদের আশেপাশে এমন বহু প্রতিভা থাকে যা আমাদের চট করে নজরে পড়ে না। আজ যারা নামিদামি শিল্পী অথবা তারকা, তাদের অতীত ঘাঁটলে আপনি বুঝতে পারবেন, তাদের মধ্যে অনেকেই কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেননি, অনেকে তো আবার প্রত্যন্ত গ্রামের একেবারে সাধারন নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। এমন একজন তারকা হলেন বলিউড (Bollywood) অভিনেতা সুব্রত দত্ত (Subrata Datta)।

Actor Subrata Datta Bollywood Journey

আমির খানের বিপরীতে ‘তালাশ’ (Talaash) থেকে শুরু করে ‘ভূতনাথ’ (Bhoothnath) সিনেমায় অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করা, সম্প্রতি সমরেশ বসুর ‘প্রজাপতি’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেন জনপ্রিয়তা পেয়েছেন তিনি, সবকিছুই যেন তার কাছে যেন একটা স্বপ্নের মত। বাঁকুড়ার ভুমিপুত্র সুব্রতর কাছে এই সাফল্য শুধুমাত্র তার সাফল্য নয়, গোটা জেলার গর্বের। একদিকে যেমন গোটা জেলা সুব্রতকে নিয়ে গর্ব করেন তেমন অন্যদিকে সুব্রত নিজের সমস্ত সাফল্য উৎসর্গ করে দেন নিজের পরিবার এবং আত্মীয়-স্বজনকে।

Subrata Datta

৪৭ বছর বয়সী এই অভিনেতা ১৯৭৫ সালে ১৬ নভেম্বর জন্মগ্রহণ করেন বাঁকুড়ায়। বাঁকুড়ায় পড়াশোনা করে ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে স্নাতকোত্ত ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর তিনি চার্লস ওয়ালেস ট্রাস্ট, নতুন দিল্লি থেকে বৃত্তি পান এবং যোগদান করেন লন্ডনের সেন্ট্রাল স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামাতে। অভিনয় জীবন শুরু করেন একজন থিয়েটার শিল্পী হিসাবে। চলচ্চিত্র জগতে প্রবেশ করার আগে প্রায় ৩৫ টি নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সুব্রত।

বাঁকুড়া নিবাসী সুব্রত একজন বাঁকড়ি হিসাবে গর্ববোধ করেন। ২০০৯ সালে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেতা, ২০২১ সালে দেরাদুন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতা পুরস্কারে পুরস্কৃত হয়েছেন তিনি। ‘দোতারা, ‘হর হর ব্যোমকেশ’, ‘রক্ত চরিত্র’, ‘ট্যাংগো চার্লি’, ‘লজ্জা’ ,’মঙ্গল পান্ডে’, ‘অচিন পাখি’, ‘বসন্ত উৎসব’ সহ বহু সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা। সম্প্রতি ‘গুলাটি লাড্ডু’ নামক একটি সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গেছে সুব্রতকে।

Subrata Datta

কাজের ফাঁকেই সুব্রত বহু বছর পর ফিরে এলেন নিজের গ্রামে বাঁকুড়ায়। বাঁকুড়ার মনোহরতলায় পুরনো বাড়িতে এসে স্মৃতিচারণ করতে দেখা গেল অভিনেতাকে। অভিনেতাকে সাদরে অভ্যর্থনা জানালেন পরিবারের সদস্য থেকে শুরু করে বন্ধুবান্ধব সকলেই। নিজের বাড়িতে প্রায় দু বছর পর ফিরে এসে আবেগ তাড়িত হয়ে পড়লেন অভিনেতা নিজেও। এইভাবে যে নিজের স্বপ্ন পূরণ হবে কোনদিন এমনটা ভাবতেই পারেননি তিনি, বললেন অভিনেতা।

আরও পড়ুন : সুস্মিতার সঙ্গে এমন ‘নোংরামি’ করেন মিঠুন চক্রবর্তী! সেটেই কেঁদে ফেলেন অভিনেত্রী

Subrata Datta

আরও পড়ুন : বর্ধমানের সাধারণ ঘরের মেয়ে আজ কাঁপাচ্ছে টলিউড! শুভশ্রীর জীবনের এই ঘটনাগুলো কেউ জানে না

নিজের গ্রামে ফিরে স্মৃতিচারণ করতে গিয়ে সুব্রত বলেন,” দু’বছর আগে বাড়িতে এসেছিলাম যখন বাবা মারা যান। তারপর থেকে আর আসা হয়নি। এতদিন বাদে ফিরতে পেরে খুব আনন্দ হচ্ছে। তবে থাকি না বলে বাড়ির অবস্থা শোচনীয় হয়ে পড়েছে, ভাবছি মাঝে মাঝে এসে বাড়িটা ঠিকঠাক করে যাব। ভীষণ ভালো লাগছে, এই বাড়িতেই আমার ছোটবেলা কেটেছে, এ বাড়িতে এলেই যেন মনে হয় চোখের সামনে নিজের ছোটবেলাটা দেখতে পাচ্ছি। তবে এবার কাজের ফাঁকে প্রায়ই আসার চেষ্টা করব।”

আরও পড়ুন : মায়ের বান্ধবীকে বিয়ে, বয়সে বড় বউও জনপ্রিয় টলিউড অভিনেত্রী! বলুন তো এই পরিচালক কে?