Most Expensive TV Shows of All Time : বর্তমান সময়ে সিনেমা সিরিয়ালের পাশাপাশি বিনোদন জগতে এক নতুন সংযোজন হয়েছে ওয়েব সিরিজের। আসলে প্রযুক্তির সাথে খাপ খাইয়ে চলতে গিয়ে এখন প্রত্যেকেই ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ওয়েব সিরিজ দেখতে পছন্দ করেন। বাংলা, হিন্দি এবং অন্যান্য আঞ্চলিক ভাষার বেশ কিছু ওয়েব সিরিজ টেক্কা দেয় বড় বাজেটের সিনেমাকেও। কিন্তু জানেন কী বিশ্বের সবথেকে দামি ওয়েব সিরিজ কোনগুলি? চলুন জেনে নিই।
Most Expensive TV Shows of All Time
সিটাডেল (Citadel) : বলিউডে চুটিয়ে কাজ করার পর এ বার হলিউড জয়ের লক্ষ্য নিয়ে এগোচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। তার আর রিচার্ড ম্যাডেন অভিনীত ওয়েব সিরিজ ২০২৩ এর এপ্রিলে মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে। কল্পবিজ্ঞান ঘরানার এই থ্রিলার সিরিজ় তৈরিতে কোনও খামতি রাখেননি নির্মাতারা। প্রযুক্তিগত দিক থেকে যাতে নিখুঁত হয় সিরিজ়, সেই কথা মাথায় রেখে টাকাও ঢেলেছেন অকাতরে। প্রতিটি পর্বের জন্য খরচ হয়েছে ৪১৬ কোটি টাকা।
ওয়ান্ডাভিসন (WandaVision) : হলিউড পরিচালক জ্যাক শেফার এর পরিচালনায় ২০২১ সালে মুক্তি পায় এই ওয়েব সিরিজটি। এটি ডিজ়নি প্লাস হটস্টারে ৯ টি পর্ব নিয়ে মুক্তি পেয়েছিল। এখানে অভিনয় করেছেন এলিজাবেথ ওলসেন, পল বেটনি, ডেব্রা জো রাপ, ফ্রেড মেলামেড, ক্যাথরিন হানের মত তারকারা। কিন্তু শোনা যায় এটির এক একটি পর্বের জন্য খরচ হয়েছে ২০৮ কোটি টাকা।
পৃথিবীর সবচেয়ে দামি ওয়েব সিরিজ
স্ট্রেঞ্জার থিংস (Stranger Things) : নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ হলো ‘স্ট্রেঞ্জার থিংস’। ওই সিরিজের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কেলাব ম্যাকলাফলিন। ২০১৬ সালে মুক্তি পাওয়া এই সিরিজে আট থেকে নয়টা পর্বের চারটি সিজন আছে। আর প্রতিটি পর্বের জন্য খরচ হয়েছে ২৪৮ কোটি টাকা।
হাউস অফ দ্য ড্রাগন (House of the Dragon) : জনপ্রিয় ওয়েব সিরিজ ‘গেম অফ থ্রোনস’ এর প্রিকোয়েল হলো ‘হাউস অফ দ্য ড্রাগন’। এই ওয়েব সিরিজটি ২০২২ সালে মুক্তি পায়। জিও সিনেমায় মুক্তি পাওয়া এই সিরিজটির ১০ টি পর্ব আছে। আর সেগুলোর জন্য খরচ হয়েছে ১৬৬ কোটি ৫০ লক্ষ টাকা।
বিশ্বের সবচেয়ে দামি ওয়েব সিরিজ
দ্য প্যাসিফিক (The Pacific) : ২০১০ সালে জিও সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজটি। এই সিরিজটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের উপর তৈরি হয়েছে। সিরিজটির মোট ১০ টি পর্ব ছিলো। আর সেই সময়ে এই পর্ব গুলোর শ্যুটিং করতে খরচ হয়েছিলো ১৬৬ কোটি ৫০ লক্ষ টাকা।
আরও পড়ুন : সাসপেন্স-থ্রিলার থেকে রোমান্স! নভেম্বরেই মুক্তি পাচ্ছে এই ১২টি নতুন ওয়েব সিরিজ
ওয়ান পিস (One Piece) : ২০২৩ সালে অগস্ট মাসে মুক্তি পেয়েছে ‘ওয়ান পিস’। পরিচালক ম্যাট ওয়েন্স ও স্টিভেন মায়েদার এর দ্বারা এই ওয়েব সিরিজ তৈরি হয়েছে। নেটফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া এই সিরিজে ৮ টি পর্ব রয়েছে। আর প্রতিটি পর্ব শুট করতে ১৪১ কোটি ৫২ লক্ষ টাকা খরচ হয়েছে।
দ্য মান্ডালোরিয়ান (The Mandalorian) : ডিজ়নি প্লাস হটস্টারে ২০১৯ সালে মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজটি। এর কাহিনী লিখেছেন জন ফ্যাব্রু। এই সিরিজটির তিনটি সিজন এর আটটি করে পর্ব আছে। আর প্রতিটি পর্ব তৈরি করতে খরচ হয়েছে ১২৫ কোটি টাকা করে।
আরও পড়ুন : হরর-থ্রিলার থেকে সাসপেন্স! এই মাসেই মুক্তি পেতে চলেছে এই ৭টি ওয়েব সিরিজ
আরও পড়ুন : হলিউড সিরিজকেও হার মানায়, রইল ভারত সেরা ১০ টি ওয়েব সিরিজের তালিকা
দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার (The Lord of the Rings: The Rings of Power) : বিশ্বের সবথেকে ব্যয়বহুল ওয়েব সিরিজ হলো এটি। ‘দ্য লর্ড অফ দ্য রিংস: দ্য রিংস অফ পাওয়ার’ মুক্তি পায় অ্যামাজন প্রাইমে ২০২২ সালে। এই ওয়েব সিরিজের মোট আটটি পর্ব রয়েছে। আর প্রত্যেকটি পর্ব তৈরি করতে খরচ হয়েছে ৪৮৩ কোটি টাকা করে।
আরও পড়ুন : ভারতের সেরা ৫০ টি ওয়েব সিরিজের তালিকা, না দেখলে হবে চরম মিস