Dance Bangla Dance Season 12 Grand Finale Result : ভারতীয় জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলার ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোতে দর্শকদের জন্য রয়েছে ভরপুর বিনোদন। এগারো তম সিজন পেরিয়ে গতকাল পথ চলা শেষ করলো ড্যান্স বাংলা ড্যান্স ১২ তম সিজন। জানেন কী এবছর জয়ের মুকুট কোন নৃত্য শিল্পীর মাথায় উঠলো? চলুন দেখে নিই।
চলতি বছর ১১ ফেব্রুয়ারি সম্প্রচার শুরু হয়েছিল ‘ডান্স বাংলা ডান্স’। প্রতিযোগিদের নাচের পাশাপাশি অঙ্কুশের মজাদার সঞ্চালনা, সুন্দরী বিচারকদের সঙ্গে তার খুনসুটি সর্বোপরি মিঠুন চক্রবর্তীর সঙ্গে অঙ্কুশ এবং হাম্পটির খুনসুটি সব কিছু নিয়ে জমে উঠেছিল এই অনুষ্ঠান। কিন্তু দীর্ঘ আটমাস পথ চলার পর ২৯ অক্টোবর অর্থাৎ রবিবার সম্পন্ন হলো ড্যান্স বাংলা ড্যান্স এর গ্র্যান্ড ফিনালে (DBD 12 Winner)।
ডান্স বাংলা ডান্স এর মঞ্চ থেকে অতীতে অনেক শিল্পী তাদের কেরিয়ার গড়ে নিয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগ জন এখন সিরিয়ালের নামকরা অভিনেতা অভিনেত্রী। এদিনও এই অনুষ্ঠানের মহাপর্বে একের পর এক জমকালো পারফরম্যান্স করে মহগুরু ও বিচারকদের মুগ্ধ করেছেন প্রতিযোগীরা। তার পাশাপশি ছিলো আরও চমক।
এবারে ছোটো আর বড়ো প্রতিযোগী নিয়ে দুটো দলে ভাগ করা হয়েছিল। ছোটদের দলে ছিলো রাজন্যা , সুমন , স্নেহাশ্রিতা , পৃথ্বীরাজ , সুকৃতি, দীপানিতা। অন্যদিকে বড়দের দলে ছিলো স্নেহা, ভূমিকা, প্রিয়াঙ্কা , দিশা।তাদের এনার্জি ও এক্সপ্রেশনে গতকাল কেঁপে উঠেছিল ডান্স বাংলা ডান্সের মঞ্চ। আর এদের এই ট্যালেন্টের সাক্ষী ছিলেন ছোটলোক ওয়েব সিরিজ খ্যাত ঊষসী রায় থেকে গৌরব চক্রবর্তী।
সবচেয়ে বড় বিষয় এবারে চোখ ধাঁধানো পারফ্রমান্স দিয়ে ছেলেদেরকে পিছনে ফেলে এগিয়ে গেছে মেয়েরা। এক নয় দুই নয় মোট চারজন এবারের গ্র্যান্ড ফিনালে জয়ী হয়েছেন। তাদের মধ্যে ছোট দের দলে রয়েছে তিনজন স্নেহাশ্রিতা, রাজন্যা এবং সুমন। আর বড়ো দের থেকে বিজয়ী হয়েছেন দিশা। তবে প্রত্যেকের নাচই দর্শক এবং সর্বোপরি বিচারকদের মন জয় করে নিয়েছে।
আরও পড়ুন : ট্রেন্ডিং হিন্দি গানে অসাধারণ নাচলো ‘পান্তা ভাতের কুন্ডু’, দীপান্বিতার নাচ দেখে থ নেটিজেনরা
আরও পড়ুন : শুভশ্রীকে যত্ন করে সাধ খাওয়ালেন মিঠুন, ভাইরাল এই ভিডিও দেখলে ভরে যাবে মন
আর তাতেই বিচারকরা ধন্দে পড়ে গিয়েছিলেন কাকে ছেড়ে কাকে বিজয়ী করবেন। এই প্রসঙ্গে শুভশ্রী জানিয়েছেন, ‘ছোটেদের মধ্যে বিজয়ী নির্বাচন আমাদের জন্য ভীষণ ডিফিকাল্ট ছিলো। কারণ তারা প্রত্যেকেই খুব সুন্দর পারফরম্যান্স করেছে। তাই আমরা স্নেহাশ্রিতা, রাজন্যা এবং সুমন তিনজনকেই চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছি’।
আরও পড়ুন : লজ্জা-শরমের মাথা খেয়ে বেডরুমের ভিডিও পোষ্ট! রাজ-শুভশ্রীকে ছিঃ ছিঃ করছে নেটপাড়া