ক্রিকেট থেকে বলিউড, এই ৭ তারকা অতীতে ছিলেন দীপিকা পাড়ুকোনের প্রেমিক

Deepika Padukone All Affairs : ২০০৭ সালে শাহরুখ খান (Shah Rukh Khan) -র হাত ধরে বলিউড (Bollywood) -এ পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। প্রথম ছবিতেই শান্তিপ্রিয়ার চরিত্রে দীপিকার অভিনয় সাড়া ফেলে দিয়েছিল সারা ভারত জুড়ে। তবে অভিনয়ে খ্যাতি অর্জন করলেও ব্যাক্তিগত জীবন বিতর্কে ভরা অভিনেত্রী। রণবীর সিং (Ranveer Singh) এর সঙ্গে বিয়ে করার আগে তিনি একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন। চলুন দেখে নিই সেই তালিকায় কে কে আছেন।

নীহার পান্ডে ও দীপিকা পাড়ুকোন (Nihaar Pandya and Deepika Padukone) : বলিউডে পা রেখেই অভিনেত্রী প্রথমে যার প্রেমে পড়েছিলেন তিনি হলেন নীহার পান্ডে। বেঙ্গালুরুতে এক অভিনয় স্কুলে তাদের দুজনের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। তাদের তিন বছরের সম্পর্ক ছিল। এমনকি মুম্বাইয়ে তারা একই সঙ্গে থাকতেন।

Upen Patel and Deepika Padukone

উপেন প্যাটেল ও দীপিকা পাডুকোন (Upen Patel and Deepika Padukone) : প্রথম প্রেমিক নীহারের সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর দীপিকার জীবনে আরও একটি প্রেম আসে। যদিও সেই প্রেম খুব বেশিদিন স্থায়ী হয়নি। অভিনেত্রী প্রেমে পড়েছিলেন মডেল তথা অভিনেতা উপেন প্যাটেলের। একটি ফটোশুট করতে গিয়ে তাদের সম্পর্কের সূত্রপাত হয়েছিল।

যুবরাজ সিং ও দীপিকা পাড়ুকোন (Yuvraj Singh and Deepika Padukone) : ২০০৭-২০০৮ সাল নাগাদ অস্ট্রেলিয়াতে দীপিকার জন্মদিনের অনুষ্ঠানের সময় নাকি যুবরাজ সিং উপস্থিত ছিলেন। দীপিকার শুটিং চলছিল, আর যুবি গিয়েছিলেন ভারতীয় দলের সঙ্গে ম্যাচ খেলতে। পরবর্তীতে মুম্বইতে বড় করে যুবির জন্মদিনও নাকি পালন করেছিলেন দীপিকা। যদিও শোনা যায় কেরিয়ারের কারণেই নাকি এই সম্পর্ক স্থায়ী হয়নি।

MS Dhoni and Deepika Padukone

মহেন্দ্র সিং ধোনি ও দীপিকা পাড়ুকোন (MS Dhoni and Deepika Padukone) : মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও দীপিকার নাম জড়িয়েছিল ২০০৭ সাল নাগাদই। ধোনি নাকি বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন দীপিকাকে। এমনকি দুজনকে একসঙ্গে ডেটেও গিয়েছিলেন। কিন্তু ধোনির সঙ্গে সম্পর্ক থাকাকালীন দীপিকার জীবনে চলে আসে যুবরাজ সিং। আর তারপরেই ধোনি দীপিকার জীবন থেকে সরে যায়।

সিদ্ধার্থ মাল্য ও দীপিকা পাড়ুকোন (Siddharth Mallya and Deepika Padukone) :  ‘লিকার ব্যারন’ বিজয় মাল্যর ছেলে সিদ্ধার্থের সঙ্গে নাম জড়িয়েছিল দীপিকার। ২০১১ সালে আইপিএল চলাকালীন দু’জনকে মাঠেও দেখা গিয়েছিল এক সঙ্গে। শোনা যায় তাদের মধ্যে সম্পর্ক থাকাকালীন দীপিকাকে ফ্ল্যাটও উপহার দিয়েছিলেন সিদ্ধার্থ। যদিও সেই সম্পর্কও স্থায়ী হয়নি।

আরও পড়ুন : সম্পর্ক থাকাকালীন পর পুরুষদের সাথে ঘনিষ্ঠতা! দীপিকার কীর্তি দেখে ছিঃ ছিঃ করছে সবাই

Ranbir Kapoor and Deepika Padukone

রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন (Ranbir Kapoor and Deepika Padukone) : দীপিকার সব থেকে চর্চিত প্রেম ছিল এটি। ‘বাঁচনা এ হাসিনো’ ছবিতে এই জুটি একসঙ্গে অভিনয় করেছিলেন। আর সেখান থেকেই তাদের প্রেমের শুরু। তাদের দুজনের রসায়ন দেখে সবাই ধরেই নিয়েছিলেন এই জুটির বিয়ে হবে। কিন্তু মাঝপথেই তাদের সম্পর্কে ভাঙন ধরে। দীপিকার অভিযোগ ছিল রণবীর তার সঙ্গে প্রতারণা করেছিলো।

আরও পড়ুন : দীপিকার ঘাড়ের ট্যাটুতে লেখা ‘82E’, এর মানে কী জানেন?

Ranveer Singh and Deepika Padukone

আরও পড়ুন : দীপিকা পাড়ুকোনের পড়াশোনার দৌড় কতদূর? তার শিক্ষাগত যোগ্যতা শুনলে চমকে যাবেন

রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন (Ranveer Singh and Deepika Padukone) : রণবীর সিং-এর সঙ্গে দীপিকার প্রেম শুরু ‘গোলিও কি রাসলীলা রামলীলা’ ছবির শুটিংয়ের সময় থেকে। সব বাঁধা পেরিয়ে ২০১৮ সালে এই জুটি গাঁটছড়া বাঁধেন। এখন দুজনে দুজনের সঙ্গে সুখে সংসার করছেন।

আরও পড়ুন : দীপিকার থেকেও সুন্দরী তার বোন, ছবি দেখলে চোখ সরাতে পারবেন না