ক্রিকেট জগতের সঙ্গে এখন সরাসরি ভাবে যুক্ত না থাকলেও আমাদের কাছে ক্রিকেটার বলতে একজনই, তিনি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) অর্থাৎ বাঙালি দাদা। বিরাট কোহলি অথবা মহেন্দ্র সিং ধোনি যতই বড় মাপের খেলোয়ার হোক না কেন বাঙালির কাছে সৌরভ গাঙ্গুলী নামটা একটা ইমোশন। গোটা একটা জাতিকে এই মানুষটি বিশ্বের দরবারে গর্বিত করেছিল। তবে আজ আমরা জানবো সৌরভের কন্যা সানা গাঙ্গুলী (Sana Ganguly) সম্পর্কে কিছু অজানা কথা।
আমরা সকলেই জানি কিছুদিন আগেই ইংল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন থেকে গ্র্যাজুয়েশন পাস করেছেন সৌরভ কন্যা সানা গাঙ্গুলী। গ্রাজুয়েশন পাস করতে না করতেই একটি বহুজাতিক সংস্থায় চাকরিও পেয়ে গেছেন সানা। সানার সঙ্গে কিছুদিন আগেই দেখা করতে লন্ডনে গিয়েছিলেন সৌরভ এবং ডোনা গাঙ্গুলী।
প্রথমেই বলতে হয়, ইউনিভার্সিটি অফ লন্ডন একটি বিখ্যাত নাম শিক্ষা ক্ষেত্রে। ২০২০ সাল থেকে সানা এই বিশ্ববিদ্যালয় পড়াশোনা করছে। লন্ডনে পড়াশোনা করার আগে কলকাতার স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছিলেন তিনি। বলার অপেক্ষা রাখে না সানা পড়াশোনায় ভীষণ মেধাবী কারণ উচ্চমাধ্যমিক পরীক্ষায় তিনি ৯৮ শতাংশ নম্বর পেয়েছিলেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই তিনি সরাসরি লন্ডনে পড়ার সুযোগ পেয়ে যান।
লিঙ্কডিন প্রোফাইলে সানার প্রোফাইল যদি দেখেন তাহলে বুঝতে পারবেন সানা অর্থনীতিতে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন যেটি তিন বছরের কোর্স। পড়াশোনার পাশাপাশি ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় কাজও করেছেন তিনি অভিজ্ঞতা অর্জনের জন্য। স্কুলে পড়াশোনা চলাকালীনই সানা অক্সফোর্ড সামার স্কুলের জন্য সিলেক্ট হয়েছিলেন এবং তখন তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ছিলেন বেশ কিছুদিন।
স্কুলে পড়া চলাকালীন অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে গিয়ে পড়াশুনোর সুযোগ বোধহয় খুব কম মানুষেরই হয়েছে এবং তার মধ্যে অন্যতম হলেন সৌরভ কন্যা। ২০০৮ সালে সানা আর্থিক সংকট এবং আর্থিক বাজার নিয়ে পড়াশোনা করেছিলেন এবং একটি বিশ্লেষণাত্মক পেপার লিখেছিলেন সেই একই বছর। সানা বর্তমানে যে কোম্পানিতে কাজ করছেন সেখানে শুধু যারা ইন্টার্নশিপ করছেন তাদেরই বেতন বছরে ৩০ লক্ষ টাকা। অর্থাৎ সৌরভ গাঙ্গুলীর মেয়ে বেতনের নিরিখে বাবাকেও পেছনে ফেলে দিয়েছেন।
আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর স্ত্রীর কাছে নাচ শিখতে চান? ডোনার নাচের স্কুলের বেতন কত জানেন?
আরও পড়ুন : মেয়ে ক্রিকেটারের সঙ্গে প্রেম করলে কী করবেন? চরম উত্তর দিলেন সৌরভ গাঙ্গুলি
সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া একটি সৌরভ বলেন, “সানা বর্তমানে এটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংস্থায় কাজ করছে। ভাবলেই অবাক লাগে, গ্রাজুয়েশন পাস করার সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে গেছে ও। এরপর ও মাস্টার্স করবে। চাকরির পাশাপাশি পড়াশোনাও করবে ও। সামনেই সানার জন্মদিন কিন্তু এখন বাড়িতে আসা একেবারেই সম্ভব নয় তাই এখান থেকেই গিফট পাঠিয়ে দেবো আমরা”।