বউ থাকতেও পরকীয়া! বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সংসার ভেঙেছে এই ৬ ক্রিকেটারের

Indian Cricketers who got divorced : বিবাহ বিচ্ছেদ বর্তমানে খুব সাধারণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ থেকে তারকা অনেকেই আছেন যারা এই বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছেন। এমনকি এই তালিকা থেকে বাদ যায়নি ভারতীয় ক্রিকেটাররা। তার মধ্যে অনেকেই আছেন যারা প্রথম বিয়ের পর পরকীয়াতে জড়িয়ে পড়েছিলেন তাই তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিলো। চলুন জেনে নিই বিবাহ বিচ্ছেদের তালিকায় ভারতীয় ক্রিকেট (Indian cricket) -র জগতে কোন কোন ক্রিকেটারের নাম রয়েছে।

শিখর ধাওয়ান (Shikhar Dhawan) : বিয়ে, সন্তানের পরও বিচ্ছেদের পথে হেঁটেছেন শিখর ধাওয়ান ও আয়েশা মুখোপাধ্যায়। ২০১২ সালে বিয়ে হয়েছিল এই জুটির। বয়সে বড় ও দুই সন্তানের মা আয়েশার প্রেমে পড়েছিলেন গব্বর। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আয়েশা ফের একবার বিয়ের পিঁড়িতে বসেন ধাওয়ানের সঙ্গে। এরপর শিখর তার স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ এনে ডিভোর্সের মামলা করেন।

Yograj Singh

যোগরাজ সিং (Yograj Singh) : বাইশ গজে দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি দাপিয়ে অভিনয় করেছেন বলিউডি ছবিতেও। আর এই ক্রিকেটার প্রথমে বিয়ে করেছিলেন শবনম সিংকে। তাদের সন্তান যুবরাজ সিং-ই ভারতীয় দলের হয়ে খেলেছেন। তাদের অবশ্য আর এক জন সন্তান রয়েছে, যার নাম জোরাওয়ার সিং। তবে যুবরাজের শৈশবেই তাদের পথ আলাদা হয়ে গিয়েছিল।তিনি বিয়ে করেছিলেন পঞ্জাবি অভিনেত্রী নীনা বুন্দেলকে। নব্বইয়ের দশকে পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির শীর্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম ছিলেন নীনা।

মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) : ২২ গজ হোক বা ২২ গজের বাইরে… ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের জীবন বরাবরই রঙিন। তিনি প্রথম বিয়ে করেন নওরিন নামের একজনকে। আর প্রথম স্ত্রী থাকতেই তিনি বলিউড অভিনেত্রী সঙ্গীতা বিজলানির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। এমনকি ক্রিকেটারের তখন প্রথম পক্ষের দুটি ছেলেও ছিলো। কিন্তু নওরিনের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে বিয়ে করলেও সেই বিয়ে ২০১০ সালে ভেঙে যায়।

Dinesh Karthik

দীনেশ কার্তিক (Dinesh Karthik) : দীনেশ কার্তিক জীবনে দুবার বিয়ে করেছেন। তিনি প্রথম ২০০৭ সালে নিকিতা বঞ্জারাকে বিয়ে করেন। কিন্তু কয়েকদিনের মধ্যেই নিকিতা পরকীয়াতে জড়িয়ে পড়েন। আর তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। আর তারপরেই ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভারতীয় ক্রিকেটার দীনেশ কার্তিক এবং স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পল্লিকল।

আরও পড়ুন : কোন দেশের হাতে উঠবে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি, কি বলছে গবেষণা

জাভাগাল শ্রীনাথ (Javagal Srinath) : ভারতীয় ফাস্ট বোলার জাভাগাল শ্রীনাথ ১৯৯৯ সালে তিনি প্রথমে জ্যোৎস্নাকে বিয়ে করেছিলেন। কিন্তু পরে মাধবী পাত্রাবলি নামে এক সাংবাদিককে বিয়ে করার জন্য তাকে ডিভোর্স দিয়েছিলেন। এরপর দুজনে ২০০৮ সালে বিয়ে করেন।

Vinod kambli

আরও পড়ুন : অভিনয় ছেড়ে ভিক্ষুকের মত কাটাচ্ছেন দিন! কোথায় হারিয়ে গেলেন মমতা কুলকার্নি

বিনোদ কাম্বলি (Vinod kambli) : সাড়া জাগিয়ে ক্রিকেট শুরু করেছিলেন বিনোদ কাম্বলি। সচিন তেন্ডুলকর ও বিনোদ কাম্বলি জুটি তখন অন্যতম চর্চিত। তবে তার ব্যক্তিগত জীবন নিয়েও কম চর্চা হয়নি। তিনি প্রথম বিয়ে করেছিলেন ১৯৯৮ সালে। নিজের ছোটবেলার বন্ধু নোয়েলা লুইসকে বিয়ে করেছিলেন তিনি। কিন্তু এই ক্রিকেটার পরকীয়াতে জড়িয়ে পড়েন। তিনি আন্দ্রেয়া হিউইটের সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরে তাকে বিয়ে করেন।