TRP তুলতে নোংরামো! বিয়ের আগেই সহবাস দেখিয়ে বিতর্কের মুখে স্টার জলসার এই ধারাবাহিক

Tomader Rani Serial Update : স্টার জলসা (Star Jalsha) হোক অথবা জি বাংলা, দর্শকদের জনপ্রিয়তার উপর নির্ভর করে থাকে টিআরপি তাই জনপ্রিয়তা কমে গেলেই টিআরপি হারিয়ে যায় এবং মাঝ পথেই বন্ধ করে দিতে হয় সিরিয়ালগুলিকে। বিগত কয়েক মাসে আমরা এমন অনেক ধারাবাহিক দেখেছি যে ধারাবাহিকের গল্প ভালো হলেও জনপ্রিয়তার অভাবে বন্ধ করে দিতে হয়েছে সিরিয়ালগুলিকে।দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে তাই স্টার জলসার ‘তোমাদের রানী’ (Tomader Rani) গল্পে আনার চেষ্টা করা হয়েছে নতুনত্ব।

পরিচালকরা ইতিমধ্যেই বুঝে গেছেন, দর্শকদের আকর্ষণ করার জন্য নিত্যনতুন জমাটি গল্প আনতে হবে না হলে সেই একই গল্প দেখতে নারাজ দর্শকরা। শাশুড়ি বৌমার ঝগড়া বা বাড়ির অমতে বিয়ে এই একই রকম কনসেপ্ট দেখতে দেখতে রীতিমতো হাঁপিয়ে উঠেছেন দর্শকরা। দর্শকদের আকর্ষণ করার জন্য তাই অন্য পন্থা অবলম্বন করলেন ‘তোমাদের রানী’ ধারাবাহিকের পরিচালক। ধারাবাহিকে প্রধান দুই চরিত্র অর্থাৎ রানী এবং দুর্জয় দুজনেই বর্তমান প্রজন্মের প্রতিনিধি। বর্তমান প্রজন্মের সঙ্গে মানানসই কিছু দৃশ্য দেখানোর সাথে সাথে শুরু হয়ে গেছে বিতর্ক।

TOMADER RANI

ধারাবাহিকে সম্প্রতি দেখানো হয়েছে, দুর্জয় এবং রানী একে অপরকে বিয়ে করতে চলেছে কিন্তু বিয়ের আগেই একে অপরের কাছাকাছি এসেছে এই জুটি। ঘনিষ্ঠ মুহূর্তের এই দৃশ্য দেখানোর সাথে সাথে অনেকেই দাবি করেছেন, এমন দৃশ্য কখনোই দেখানো যায় না ধারাবাহিকে। কেউ কেউ আবার বলেছেন, এমন দৃশ্য দেখানো হলে বর্তমান প্রজন্মের ছেলে মেয়েরা কি শিখবে? এই তর্ক বিতর্কের মধ্যেই এক ভক্তের কমেন্ট উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার পর্দায় যা নিয়ে আজ এই প্রতিবেদন।

তোমাদের রানী ধারাবাহিকের এক ভক্ত এই বিতর্কের প্রতিবাদ করে লিখেছেন, বিয়ের আগে যদি শারীরিক সম্পর্ক দেখানো হয় তাতে আপত্তি কোথায়? অন্য ধারাবাহিকে যখন শাশুড়ি বৌমার কুটকাচালি দেখানো হচ্ছে তখন কি সেটি শিক্ষামূলক ধারাবাহিক হিসেবে মনে করেন আপনারা? এই ধারাবাহিকটি বর্তমান যুগের ধারাবাহিক তাই স্বাভাবিকভাবেই এই ধারাবাহিকে বর্তমান প্রজন্মের মানসিকতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এতে আপত্তি কোথায়? বিয়ের আগে এখন প্রায় সবাই কাছাকাছি আসে, এতে নোংরামি খোঁজার কোন প্রয়োজন নেই।

আরও পড়ুন : ‘জল থই থই ভালবাসা’র তোতা আসলে কে? রইল অপরাজিতার মেয়ের আসল পরিচয়

TOMADER RANI

আরও পড়ুন : গল্প হিট কিন্তু দেখছে না কেউ, একসঙ্গে বন্ধ হতে চলেছে এই ৩ জনপ্রিয় বাংলা সিরিয়াল

ওই ভক্ত আরো বলেছেন, যারা শিক্ষামূলক ধারাবাহিক দেখতে চান তারা অবশ্যই সুবর্ণলতা, কাদম্বিনী গোয়েন্দা গিন্নির মতো ধারাবাহিক দেখার চেষ্টা করুন। অনেকদিন তো হলো বড়লোকের ছেলের সঙ্গে গ্রামের মেয়ের বিয়ে, এবার একটু নতুন দেখার চেষ্টা করুন না!! শিক্ষা চাইলে এখান থেকেও নেওয়া যায়। আপনি আপনার সন্তানদের শেখাতেই পারেন, ধারাবাহিকে যা দেখাচ্ছে এমন কাজ করতে নেই। শিক্ষা নিলে যে কোন অবস্থায় নেওয়া যায় কিন্তু কিভাবে আপনি শিক্ষা নেবেন তা আপনার উপর নির্ভর করবে।