বলিউড (Bollywood) তারকা পরিণীতি চোপড়া (Parineeti Chopra) আর আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha) বিয়ের বাঁধনে বাঁধা পড়েছেন। গত ২৪ সেপ্টেম্বর পাঞ্জাবি মতে বিয়ে সারলেন পরিণীতি ও রাঘব। বিয়ের আসর বসেছো উদয়পুরের লীলা প্যালেস হোটেলে। আর এবার এই বিয়েতে কতটা সুখী হবে পরিনীতি ও রাঘব জানালেন জ্যোতিষী (Raghav Parineeti Marriage Prediction By Astrologer)। চলুন জেনে নিই কী বললেন জ্যোতিষী।
ইমতিয়াজ় আলি পরিচালিত ‘চমকিলা’ ছবিতে অভিনয় করেছেন পরিণীতি। পঞ্জাবে ওই ছবির শুটিংয়ের সময় ছবির সেটে একাধিক বার গিয়েছিলেন রাঘব। সেখানেই প্রেম রাঘব ও পরিণীতির। প্রেমের বছর খানেকের মধ্যে গাঁটছড়া বাঁধছেন যুগল। রাঘবের সঙ্গে ‘ব্রেকফাস্ট ডেট’-এ গিয়েই নাকি পরিণীতি উপলব্ধি করেছিলেন যে, তিনি তার মনের মানুষকে খুঁজে পেয়েছেন। আর এরপরেই রবিবার সাত পাকে বাঁধা পড়ে এই জুটি।
কড়া নিরাপত্তায় রাঘব-পরিণীতির বিয়ের অনুষ্ঠান হচ্ছে। উদয়পুরের লীলা প্যালেসের চারপাশে জল। ফলে পাপারাজ্জির পক্ষে ভেনুর কাছে পৌঁছানো প্রায় অসম্ভব। ফলে গায়ে হলুদ, সঙ্গীত অনুষ্ঠানের ছবি এমনকি বিয়ের ছবিও এখনও অধরা। তবে শোনা গিয়েছে, নয়ের দশকের থিমে রাঘণীতির সঙ্গীত অনুষ্ঠান হয়েছে। আর সেখানে গান গেয়েছেন নভরাজ হংস। অনুষ্ঠানে অন্যান্য খাবারের পাশাপাশি নাকি ম্যাগিও রাখা হয়েছিল।
তবে তাদের বিয়ে নিয়ে মুখ খুলেছেন এক জ্যোতিষী। তার মতে বিবাহের জন্য শুভ সময়, মাস, দিন, রাশি, তিথি ও ঊর্ধ্বাকাশে শুভ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর এই জুটির বিবাহের মাস হল ভাদ্রপদ, তিথি হল শুক্লা দশমী, বার হল রবিবার, নক্ষত্র হল উত্তরাষাঢ় এবং লগ্ন হল মকর। যদিও আষাঢ় শুক্ল একাদশী থেকে কার্তিক শুক্লা একাদশী পর্যন্ত বিবাহের জন্য শুভ বলে মনে করা হয় না।
তবে এবার পঞ্জাব- উত্তরভারতের বেশ কয়েকটি এলাকায় খর মাস ছাড়া অন্য সময়ে বিবাহ করা শুভ বলে মনে করা হয়। মাস হিসেবে তিথি দশমী হওয়ায় তা শুভ। রবিবার কখনও ভাল বা খারাপ হয় না। নক্ষত্র হল উত্তরাষাঢ় যা আরও শুভ। যোগ শোভন ভীষণ শুভ। এছাড়াও জানা গেছে রাঘবের রাশি বৃশ্চিক। পরিণীতি তুলা।
আরও পড়ুন : পরিনীতির বিয়ের বাজেটে তিন পুরুষ বসে খাবে!এক রাতের হোটেল ভাড়া জানলে ঘুরবে মাথা
আরও পড়ুন : প্রকাশ্যে এল রাঘব-পরিণীতির বিয়ের ছবি, মালা বদল থেকে সাতপাক দেখুন ছবি গ্যালারি
জ্যোতিষী শাস্ত্রমতে, এই জুটি খুবই ভালো সুখী দাম্পত্যের ক্ষেত্রে। কারণ বৃশ্চিক ও তুলা দুজনেই সম্পর্কের ক্ষেত্রে দৃঢ়তা পছন্দ করেন। এরা সম্পর্ককে শুধু আবেগ দিয়ে নয়। বরং বুদ্ধিমত্তা দিয়ে সম্পর্ককে এগিয়ে নিয়ে চলে। তাই রাঘব ও পরিণীতির বৈবাহিক জীবন দীর্ঘ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।