এই বছর অস্কার (Oscar) প্রতিযোগিতায় ভারতীয় সিনেমাগুলোর মধ্যে দক্ষিণী সিনেমার জয়জয়কার দেখা গিয়েছে। ‘আর আর আর’ (RRR) ‘নাটু নাটু’ গানের জন্য সেরা মৌলিক গানের অস্কার পুরস্কার পেয়েছিল। তার রেশ কাটতে না কাটতে এবার ২০২৪ এর অস্কার প্রতিযোগিতার জন্য শুরু হয়ে গেল তোড়জোড়। এবার অস্কারে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে একাধিক সিনেমা।
বিগত বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) অস্কারের প্রতিযোগিতার জন্য যেতে পারে। এবার শোনা যাচ্ছে নাকি করণ জোহরের ছবিও এই প্রথমবারের জন্য এই তালিকায় শামিল করা হবে। করণ জোহরের ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ (Rocky Aur Rani Kii Prem Kahaani) অস্কার নমিনেশনের জন্য পাঠানোর কথা ভাবা হয়েছে।
উল্লেখ্য শাহরুখ খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘জওয়ান’কে নিয়েও এরকম প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন পরিচালক অ্যাটলি। এখনো পর্যন্ত এই ছবিটি বিশ্বজুড়ে ৮০০ কোটি টাকার ব্যবসা করেছে। ছবিটির অস্কারে যাওয়ার সম্ভাবনা নিয়ে পরিচালককে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যদি সবকিছু ঠিকঠাক থাকে আমি মনে করি প্রতিটি প্রচেষ্টা, প্রত্যেক পরিচালক, প্রত্যেক প্রযুক্তিবিদ যারা সিনেমায় কাজ করছেন। তাদের চোখ গোল্ডেন গ্লোব, অস্কার জাতীয় পুরস্কার।”
তিনি আরও বলেছেন, “প্রতিটি পুরস্কারের দিকে আমাদের নজর থাকবে। তাই, অবশ্যই আমি জওয়ানকে অস্কারের দিকে নিয়ে যেতে চাই।” এছাড়াও বলিউডের আর যে যে ছবিগুলোর নাম এই তালিকায় উঠে আসছে তাদের মধ্যে রয়েছে আর বাল্কি পরিচালিত ‘ঘুমর’। এই ছবিটিকেও অস্কারে পাঠানোর কথা ভাবা হচ্ছে।
অন্যদিকে তালিকাতে অনন্ত মহাদেবন পরিচালিত ‘দ্য স্টোরিটেলার’ ও নন্দিতা দাস পরিচালিত ‘জ্যুইগ্যাটো’ সিনেমা দুটির নাম শোনা যাচ্ছে। এছাড়া কিছু দক্ষিণী সিনেমাও রয়েছে এই তালিকায়। অর্থাৎ এবার একটা বেশ বড় সংখ্যায় ভারতীয় সিনেমা পাঠানো হতে পারে অস্কারের মঞ্চে প্রতিযোগিতার জন্য। তার মধ্যে কার ভাগ্যে শিকে ছেঁড়ে সেটাই এখন দেখার।
আরও পড়ুন : রুপে লক্ষ্মী গুণে সরস্বতী, মুকেশ আম্বানির শালী আসলে কে? রইল তার আসল পরিচয়
আরও পড়ুন : এলাহি আয়োজনে বিয়ের পিঁড়িতে বসছেন রাঘব-পরিণীতি, আয়োজন দেখলে তাক লেগে যাবে
তবে এইবারের অস্কার নমিনেশনের তালিকায় যদি ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ পাঠানো হয় তাহলে সেটা করণ জোহরের জন্য হবে সুবর্ণ সুযোগ। কারণ তার ২৫ বছরের কেরিয়ারে এটাই প্রথম সিনেমা যেটা অস্কারের জন্য পাঠানো হবে। আলিয়া ভাট এবং রণবীর সিং অভিনীত ছবিটি অনেক ভালো ব্যবসা করেছে। ছবিতে টোটা রায়চৌধুরী, চূর্ণী গাঙ্গুলিদের মত বাঙালি তারকারাও রয়েছেন।