Tollywood : কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে বাঙালির সবচেয়ে বড়ো উৎসব দুর্গাপুজো। কলকাতা থেকে শুরু করে জেলা সর্বত্রই প্রাক পুজো প্রস্তুতি তুঙ্গে। বর্তমানে সাবেকি পুজোর পাশাপাশি মাথাচাড়া দিয়ে উঠেছে থিমের পুজো গুলিও। সেইসঙ্গে শুরু হয়েছে পুজোর জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান। আর এই উদ্বোধন করা হয় বিভিন্ন তারকাদের হাত দিয়ে। আনন্দবাজারের রিপোর্ট অনুসারে জেনে নিন এবারে উদ্বোধন করতে কোন টলিউড (Tollywood) -র তারকা কত টাকা করে নিচ্ছেন।
যত নামি তারকা পুজো উদ্বোধনায় আসবেন তত জনসংখ্যা বাড়বে। কিন্তু নামী তারকাদের আনবো বললেই তো আনা যায় না। করণ তাদের আনতে গেল যথেষ্ট কাঠখড় পোড়াতে হয়, অর্থের প্রয়োজন হয়। কারণ যার জন্য ক্রেতা যত বেশি তার পারিশ্রমিকের পরিমাণও তত বেশি। কেউ কেউ চেয়ে বসেন লাখ টাকা আবার কেউ হাজারেই খুশি।
প্রতিবছরই বড় বড় ক্লাবগুলিতে পুজো উদ্বোধনের জন্য কোনো না কোনো সেলিব্রেটিকে দেখা যায়। বরাবরই নিজেদের সেরা করে রাখতে সকলেই চেষ্টা চালিয়ে যান। যদিও করোনা অতিমারির জন্য এই কবছর বড়ো পর্দার থেকে ছোট পর্দার তারকারাই বেশি এই উদ্বোধনের জন্য ডাক পেয়েছেন। যদিও এই বছর ছবিটা অন্যরকম।
এই বছর ছোট পর্দার পাশাপাশি বড়ো পর্দার তারকারাও সমান তালে পুজো উদ্বোধন করবে। যদিও এই বছরে নুসরাত জাহান কোনো উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবে না বলেই জানা গেছে। তাহলে জেনে নাও যাক এবারে কোন কোন তারকারা পুজো উদ্বোধন করার জন্য কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন। যদিও এখনো সব তারকার পারিশ্রমিক চূড়ান্ত হয়নি।
এই বছরের হিসাব থেকে জানা গিয়েছে, উদ্বোধনে এই বছর সবচেয়ে বেশি টাকা চার্জ করছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। তার টাকার পরিমান আকাশছোঁয়া। তবে এই বারে টলিউডের কোয়েল, মিমি চক্রবর্তী (Mimi Chakraborty), শ্রাবন্তী (Srabanti Chatterjee) এদের যেমন চাহিদা রয়েছে তেমনি বাংলা সিরিয়ালের জগদ্ধাত্রী, দীপা, সৃজলা এদের চাহিদাও তুঙ্গে। চলুন কর কত পারিশ্রমিক।
আরও পড়ুন : টলিউডে নেই কাজ! সিনেমা ছেড়ে বাংলা সিরিয়ালে কাজ নিলেন টলিউডের এক নম্বর নায়িকা
আরও পড়ুন : রঞ্জিত মল্লিকের কাছেই শিখেছেন অ্যাকশন! বাঙালি অভিনেতাকে কপি করে ফেললেন শাহরুখ খান
২০২৩ এ পুজো মণ্ডপ উদ্বোধনের জন্য কোয়েল মল্লিক নিচ্ছেন ৫ লক্ষ টাকা। আর প্রসেনজিৎ চ্যাটার্জী (Prasenjit Chatterjee) নিচ্ছেন ৩ লক্ষ টাকা। টলিউডের সুপারষ্টার দেব পারিশ্রমিক নেবেন ৩ লক্ষ টাকা। আর মিমি নিচ্ছে২ লাখ ৫০ হাজার টাকা, শুভশ্রী, শ্রাবন্তী আর অঙ্কুশ ২ লাখ টাকা নিচ্ছে। এদিকে সায়ন্তিকা আর যশ দাশগুপ্ত নিচ্ছে ১ লাখ ৫০ হাজার টাকা করে। দ্বিতিপ্রিয়া রায়ের বাজেট ১ লাখ টাকা আর স্বস্তিকা ঘোষ এবং অঙ্কিতা মল্লিকের ৫০ হাজার টাকা করে নেবেন। আর সৃজলা গুহ নেবেন ৪০ হাজার টাকা।