বলিউড (Bollywood) তারকাদের মধ্যে প্রেম, বিয়ে এসব খুবই স্বাভাবিক বিষয়। বলিউডের নায়ক এবং নায়িকারা একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়ে বিয়ে করেছেন এমন উপমা রয়েছে ভুরি ভুরি। কিন্তু বলিউডের একাধিক নায়িকা বিবাহিত পুরুষদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাদের সংসার ভাঙতে বসেছিলেন। এই কারণে তাদের ঘৃণা করেন ভক্তরা। আজ এই প্রতিবেদনে রইল সেই বলিউড তারকাদের তালিকা।
কোল্কি কোয়েচলিন (Kalki Koechlin) : ২০০৯ সালে পরিচালক অনুরাগ কাশ্যপের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন কোল্কি। পরিচালক অবশ্য তখন বিবাহিত ছিলেন। তার স্ত্রী আরতি বাজাজ এবং ঘরে এক কন্যা সন্তান থাকতেও কোল্কির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন অনুরাগ। এরপর কোল্কি এবং অনুরাগের বিয়ে হয়। কিন্তু তারপর তাদের ডিভোর্স হয়ে যায়।
রিনা রায় (Reena Roy) : বলিউড সুন্দরী রিনাও বিবাহিত শত্রুঘ্ন সিনহার প্রেমে পড়েছিলেন। শত্রুঘ্ন তখন পুনম সিনহার সঙ্গে বৈবাহিক সম্পর্কে ছিলেন। তাদের তিন সন্তান আছে। একাধিক ছবিতে অভিনয় করতে করতে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন শত্রুঘ্ন এবং রিনা। পরে তাদের সম্পর্ক ভেঙে যায়।
জিনাত আমান (Jeenat Aman) : বলিউড অভিনেত্রী জিনাত আমান বিবাহিত সঞ্জয় খানের প্রেমে পড়েছিলেন। তার আগে অবশ্য সঞ্জয় জারিন খানকে বিয়ে করেন। কিন্তু সঞ্জয় এবং জিনাত সবকিছুকে অগ্রাহ্য করেই সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের সম্পর্কের খবরে বিস্তর জলঘোলা হয়েছিল ইন্ডাস্ট্রিতে।
কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) : ঘর ভাঙ্গানি তালিকাতে কঙ্গনা রানাওয়াতের নামও আছে। হৃত্বিক রোশন এবং সুজান খানের বৈবাহিক সম্পর্ক ভেঙে গিয়েছিল কঙ্গনার কারণেই। কঙ্গনা তার এবং হৃত্বিকের ব্যক্তিগত চ্যাট ফাঁস করে দেন এবং এই নিয়ে আদালতেও পৌঁছে যান এই দুই তারকা। কঙ্গনার জন্যই নাকি সুজান হৃত্বিককে ডিভোর্স দিয়েছেন বলে শোনা যায়।
হেমা মালিনী (Hema Malini) : হেমা মালিনী এবং ধর্মেন্দ্রর প্রেম এবং সম্পর্ক নিয়েও একসময় অনেক জলঘোলা হয়েছিল। স্ত্রী এবং চার সন্তান থাকতেও হেমা মালিনীর প্রেমে হাবুডুবু খেতেন ধর্মেন্দ্র। এমনকি প্রথম স্ত্রী প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই হেমা মালিনীকে বিয়ে করেন ধর্মেন্দ্র।
শ্রীদেবী (Sreedevi) : বলিউডের একাধিক নায়কের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর শ্রীদেবী পরিচালক বনি কাপুরের প্রেমে পড়েন। বনিও বিবাহিত ছিলেন। তিনি স্ত্রী মোনা কাপুরকে একপ্রকার জোর করে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিয়ে করেন।
শাবানা আজমি (Shabana Azmi) : শাবানা আজমি বিয়ে করেছিলেন জাভেদ আখতারকে। শাবানাকে বিয়ে করার আগে জাভেদ তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেন। সেই কারণে শাবানাকেও অনেক কটাক্ষের মুখে পড়তে হয়।
স্মিতা পাতিল (Smita Patil) : বিবাহিত অভিনেতা রাজ বব্বরের প্রেমে পড়েছিলেন স্মিতা। স্ত্রী নাদিরাকে ডিভোর্স না দিয়েই লুকিয়ে স্মিতাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন রাজ। যে কারণে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন এই দুই তারকা।
রেখা (Rekha) : রেখার কারণেও অমিতাভ বচ্চন এবং জয়া ভাদুড়ীর সুখী দাম্পত্য জীবন ভাঙতে বসেছিল। জয়াকে বিয়ে করলেও রেখার সঙ্গে সম্পর্ক রাখতেন অমিতাভ। পরে অবশ্য তাদের সম্পর্ক ভেঙে যায় কিন্তু রেখা আজও অমিতাভের প্রতি তার ভালবাসার প্রকাশ ঘটান।