শরীরে বইছে রাজরক্ত! বলিউডের প্রকৃত সুন্দরী এই ৯ অভিনেত্রীদের মধ্যে দুজন বাঙালি

বলিউড (Bollywood) -র অভিনেত্রী মানেই ঝা চকচকে জীবন আর মেকআপ। কিন্তু এমন অনেক অভিনেত্রী আছে যারা মেকআপের বাইরে বাস্তবেও সুন্দরী এবং এর সঙ্গে তাদের শরীরে বইছে রাজরক্ত। কেউ নবাব পরিবারের মেয়ে, কেউ বা জন্মেছেন অভিজাত কোনও রাজপরিবারে। চলুন আজকে জেনে নিই সেই সকল অভিনেত্রীর সম্পর্কে।

সোহা আলি খান (Soha Ali Khan) :  শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পতৌদির কন্যা সোহা প্রকৃত অর্থেই নবাব পরিবারের বংশধর। তার পিতা ও পিতামহ উভয়েই নবাব ছিলেন। তার পিতামহী সাজিদা সুলতান ছিলেন ভোপালের বেগম৷ সোহা সেই সূত্রেই একজন রাজকন্যা। যদিও সোহা তার মায়ের পেশা অবলম্বন করে বলিউডে প্রবেশ করেন।

Bhagyashree

ভাগ্যশ্রী (Bhagyashree) : সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’ নায়িকা ভাগ্যশ্রীও। সালমানের বিপরীতে মাত্র একটি ছবিতেই অভিনয় করেছেন ভাগ্যশ্রী। সেই সূত্রে তিনি আজও জনপ্রিয়। তবে তিনি এক রাজ পরিবারের রাজকন্যা। মহারাষ্ট্রের সাঙ্গলীর পাটবর্ধন রাজ পরিবারের জন্ম হয়েছে তার। তিনি আবার রাজা বিজয় মাধবরাও পাটবর্ধনের কন্যা।

রিয়া এবং রাইমা সেন (Riya Sen and Raima Sen) : টলিউড এবং বলিউডের অত্যন্ত পরিচিত মুখ হলেন রিয়া এবং রাইমা। আর তাদের অন্যতম পরিচয় হলো তারা টলিউড কুইন সুচিত্রা সেনের নাতনি। তবে তাদেরও জন্ম রাজপরিবারে। রাইমা ও রিয়া সেনের বাবা ভরত দেববর্মা ত্রিপুরার রাজ পরিবারের সদস্য। ভরতের মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী। অপরদিকে রিয়া-রাইমার দিদিমা ছিলেন কোচবিহারের রাজকুমারী।

Aditi Rao Hydari

অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari) : অদিতি রাও হায়দারি বলিউডের এক স্বনামধন্য অভিনেত্রী এবং একটি রাজপরিবারের সদস্য। তিনি দুটি রাজ পরিবারের বংশধর। তার মাতামহ জে রামেশ্বর রাও ছিলেন ওয়ানাপার্টি রাজ্যের নেতা এবং তার পিতামহ ছিলেন মুহাম্মদ সালেহ আকবর হায়দারি।

সোনল চৌহান (Sonal Chauhan) : বলিউডের সুন্দরী অভিনেত্রী সোনলের নামও এই তালিকায় রয়েছে। সোনাল বলিউডে ‘জন্নত’ ছবির জন্য লাইমলাইটে আসেন। ওনার জন্ম উত্তর প্রদেশের শাহি রাজপুত পরিবারে হয়েছিল। অর্থের অভাবে বয়, বরং নিজের স্বপ্ন পূরণ করার জন্য বলিউডে পা রেখেছিলেন সোনল।

Sagarika Ghatge

সাগরিকা ঘাটগে (Sagarika Ghatge) : ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে সুন্দরী সাগরিকাকে দেখা মন গলেছিল বহু দর্শকের। তিনি কিন্তু কোলাপুরের রাজপরিবারের সদস্যা। তার বাবা বিজয় সিংহ ঘাটগে কোলাপুরের কাহাল রাজপরিবারের প্রধান উত্তরসূরি। কাজেই ক্রিকেটার জাহির খানের স্ত্রী সাগরিকাকে রাজকন্যা বলতে ক্ষতি নেই।

আলিশা খান (Alisha Khan) : বলিউড ছবিতে নাম করতে পারেননি। বরং জড়িয়েছেন নানা বিতর্কে। পয়সার অভাবে ফুটপাথে থাকার কথাও স্বীকার করেছিলেন। এই অভিনেত্রী কিন্তু মহম্মদ নবাব গাজিয়াউদ্দিন খান পরিবারের সদস্য। এই গাজিয়াউদ্দিনের নামেই গাজিয়াবাদ শহরের নামকরণ।

KIRAN RAO IRA KHAN AND JUNAID KHAN

আরও পড়ুন : পিতৃপরিচয় দিতে চান না! এই ৯ বলিউড তারকা কেন নামের পাশে পদবী লেখেন না জানেন?

কিরণ রাও (Kiran Rao) : বলিউডের নামী অভিনেত্রী এবং সুপারস্টার আমির খানের প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের নামও এই তালিকায় রয়েছে। কিরণ তেলঙ্গানার অভিজাত ওয়ানাপার্থি পরিবারের মেয়ে। ওয়ানাপার্থির নামকরণ এই পরিবারের সূত্রেই। রাজা জে রামেশ্বর রাওয়ের বংশধর তিনি। তিনিও বাস্তবের রাজকুমারী। তবে তিনি পরিবারে অর্থের অভাবের জন্য নয়, বরং নিজের স্বপ্ন পূরণ করার জন্য বলিউডে পা রেখেছিলেন।

আরও পড়ুন : বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম, এক ভুলেই কেরিয়ার শেষ হয়ে গেল ‘গদর’ অভিনেত্রী আমিশা প্যাটেলের