ভরপুর অ্যাকশন, দমদার গল্প, দক্ষিণের মাস্টারপিস এই ৮ ছবি না দেখলে হবে চরম মিস

গত কয়েক বছর ধরে দক্ষিণী ছবির (South film) জাদুতে মন্ত্রমুগ্ধ হয়ে আছে দেশবাসী। সেই জন্য বক্স অফিসেও ভালো ফল করেছে এই দক্ষিণী ছবিগুলি। এমনকি বলিউডের ছবিগুলিকেও পিছনে ফেলে দিয়েছে এই ছবিগুলি। তাই এই প্রতিবেদনে অ্যাকশনে ভরপুর জনপ্রিয় ৮টি দক্ষিণী ছবির নাম দেওয়া হল।

বাহুবলী (Baahubali): সারা বিশ্বের অসংখ্য মানুষ পছন্দ করেছিল এই ছবিটিকে। এই ছবিতে অভিনয় করেছিলেন রানা দগ্গুবাটি, অনুষ্কা শেঠি, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণান এবং সত্যরাজের মতো অভিনেতারা। এই ছবির দ্বিতীয় পার্টটি ভারতী সিনেমার সর্বোচ্চ আয়কারী ছবির তালিকা দ্বিতীয় স্থানে রয়েছে।

Vikram

বিক্রম (Vikram): ২০২২ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় অ্যাকশন ছবিগুলোর মধ্যে অন্যতম হল ‘বিক্রম’। এটি একটি স্পাই অ্যাকশন ছবি। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন কমল হাসান। আর গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা ফাওয়াদ ফাজিল ও বিজয় সেতুপতি।

সুরারাই পোত্রু (Soorarai Pottru): তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার সুরিয়ার অন্যতম জনপ্রিয় ছবি হল ‘সুরারাই পোত্রু’। সমালোচকরাও এই ছবির প্রশংসা করেছিলেন। তবে খুব শীঘ্রই এই ছবির হিন্দি রিমেকে দেখা যাবে অভিনেতা অক্ষয় কুমারকে।

96

৯৬ (96): বর্তমান সময় দক্ষিণ ভারতের মতো উত্তর ভারতেও যথেষ্ট জনপ্রিয় হয়েছেন অভিনেতা বিজয় সেতুপতি। তার জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘৯৬’ এই ছবিতে তার নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন তৃশা কৃষ্ণান। ইউটিউবে এই ছবির হিন্দি ডাব ভার্সানটিও রয়েছে।

মাস্টার (Master): তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়কদের মধ্যে অন্যতম হলেন থালাপথি বিজয়। দক্ষিণ ভারতে তার ভক্তের সংখ্যা কম নয়। তার অভিনীত অ্যাকশন ছবিগুলির মধ্যে অন্যতম হল ‘মাস্টার’। এই ছবিটি মুক্তি পেয়েছিল ২০২১ সালে।

PUSHPA

পুষ্পা (Pushpa): দক্ষিণ ভারত হোক কিংবা উত্তর ভারত দুই জায়গাতেই জনপ্রিয় তেলেগু ছবির সুপারস্টার আল্লু অর্জুন। ২০২২ সালে মুক্তি পাওয়া অ্যাকশন ছবি ‘পুষ্পা’তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আল্লু্ অর্জুন। বক্স অফিসেও যথেষ্ট সফল এই ছবিটি। খুব শীঘ্রই বড়পর্দায় আসছে এই ছবির দ্বিতীয় পার্ট।

বিগিল (Bigil): সুপারস্টার ‘থালাপথি বিজয়ের জনপ্রিয় ছবি হল ‘বিগিল’। এই ছবিতে অ্যাকশনের পাশাপাশি দর্শকদের জন্য চমক রেখেছিলেন পরিচালক। ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল ‘থালাপথি বিজয়’কে।

Ponniyin Selvan

পোনিয়িন সেলভান (Ponniyin Selvan): চোল সাম্রাজ্যের অজানা কাহিনীতে সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক মণি রত্নম। ছবিতে বহু জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের দেখা গিয়েছিল। তাদের মধ্যে অন্যতম হলেন ঐশ্বর্য রাই বচ্চন, বিক্রম, তৃশা কৃষ্ণান। খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবির দ্বিতীয় পার্ট।