বাংলা সিনেমা দিয়েই অভিনয় শুরু করেছেন এই ৮ বলিউড অভিনেত্রী

প্রত্যেক অভিনেতা এবং অভিনেত্রীর স্বপ্ন থাকে বলিউডে (Bollywood) কাজ করার। টলিউডের (Tollywood) তারকারাও বলিউডে অভিনয় করার সুযোগ খোঁজেন। ইদানিং টলিউডের বহু নামিদামি তারকাকেই বলিউডের (Bollywood) ছবি এবং ওয়েব সিরিজে কাজ করতে দেখা যাচ্ছে। এই চল কিন্তু বহু পুরনো।

এর আগেও বাংলার একাধিক নায়ক অথবা নায়িকাকে (Actress) হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেখা গিয়েছে। বলিউডে এমন একাধিক সুন্দরী রয়েছেন যারা তাদের প্রথম কাজের সুযোগ পেয়েছিলেন এই বাংলাতেই। আজ তারা বলিউডের নামিদামি ব্যক্তিত্ব। অথচ তাদের ডেবিউ ফিল্ম কিন্তু ছিল এই টলিউডেই। এক নজরে জেনে নিন সেই তালিকাটা।

জয়া বচ্চন (Jaya Bachchan) : মিসেস জয়া বচ্চন হয়ে ওঠার আগে তিনি ছিলেন জয়া ভাদুড়ি (Jaya Bhaduri)। এই বাংলারই মেয়ে বাংলা ছবিতে কাজ করতে করতে বলিউডে কাজের সুযোগ পেয়ে যান। বাকিটা ইতিহাস। আজ তিনি টলিউড তথা বলিউডের একজন এভারগ্রীন অভিনেত্রী। অমিতাভ-গৃহিণী জয়া কিন্তু তার প্রথম ছবিটির সুযোগ পেয়েছিলেন সত্যজিৎ রায়ের কাছ থেকেই। সত্যজিৎ রায়ের ‘মহানগর’ সিনেমাটিই ছিল তার ডেবিউ ফিল্ম।

শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) : ৭ এর দশকে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের হাত ধরে যে ক’টি রত্ন ছবির দুনিয়ার আকাশের তারা হয়ে উঠতে পেরেছিলেন, তাদের মধ্যে একজন হলেন শর্মিলা ঠাকুর। সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করে নিজের কেরিয়ার শুরু করেন শর্মিলা। এরপর তাকে আর ফিরে তাকাতে হয়নি।

রাখি গুলজার (Rakhi Guljar) : ৭ এর দশকের আরেক সুন্দরী বলিউড অভিনেত্রী রাখি গুলজার। তারও কেরিয়ার শুরু হয়েছিল টলিউডের হাত ধরেই। রাখি গুলজার টলিউড পরিচালক দিলীপ রায়ের ‘বধূবরণ’ ছবিতে অভিনয় করেই প্রথম নিজের কেরিয়ার শুরু করেন। তারপর তিনি বলিউডে পা রাখেন।

বিদ্যা বালান (Vidya Balan) : বাংলা এবং বাংলা সিনেমার সঙ্গে বিদ্যা বালানের গভীর সম্পর্ক আছে। একথা অভিনেত্রী নিজের মুখে স্বীকার করেন। অনেকেই হয়তো জানেন না বাংলা ছবি ‘ভালো থেকো’তে ‘আনন্দি’র চরিত্রে অভিনয় করে বিদ্যা বালান জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

রানী মুখার্জি (Rani Mukherjee) : ৯ এর দশকে বলিউডের সেরার সেরা অভিনেত্রীর তালিকায় বাংলার মেয়ে রানী মুখার্জির জায়গা ছিল পাকা। ছবির জগতে তার গ্র্যান্ড এন্ট্রি হয়েছিল। প্রথম ছবিতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন রানী মুখার্জি। ‘বিয়ের ফুল’ ছবিতে প্রসেনজিৎ ছাড়াও ইন্দ্রানী হালদার, সব্যসাচী চ্যাটার্জীর সঙ্গে স্ক্রিন শেয়ার করার সুযোগ পেয়েছিলেন রানী।

কঙ্কনা সেন শর্মা (Kankana Sen Sharma) : অপর্ণা সেনের কন্যা কঙ্কনা সেন শর্মা বলিউড এবং টলিউডের একজন নামকরা অভিনেত্রী। সুব্রত সেনের ‘এক যে আছে কন্যা’ ছবিতে সব্যসাচী চ্যাটার্জর বিপরীতে অভিনয় করে নিজের কেরিয়ার শুরু করেছিলেন কঙ্কনা। এরপর বলিউডেও তার কেরিয়ারের গ্রাফ সর্বদা ঊর্ধ্বমুখী থেকেছে।

রাধিকা আপ্তে (Radhika Apte) : রাধিকা প্রধানত একজন মারাঠি অভিনেত্রী। ইদানিং বলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি কিংবা বলিউড নয়, রাধিকাকে ছবির জগতে প্রথম সুযোগ দিয়েছিল টলিউড। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরির ‘অন্তহীন’ ছবিতে অপর্ণা সেন এবং রাহুল বোসের সঙ্গে অভিনয় করেন রাধিকা।

সোহা আলী খান (Soha Ali Khan) : শর্মিলার মতো তার কন্যা সোহা আলী খানও অভিনয় শুরু করেছিলেন টলিউডের হাত ধরে। ২০০৪ সালে ‘ইতি শ্রীকান্ত’ ছবির হাত ধরে তিনি টলিউডে যাত্রা শুরু করেন। তবে তার পরেই অবশ্য বলিউড থেকে ডাক পেয়ে তিনি পাকাপাকিভাবে বলিউডেই অভিনয় করতে শুরু করেন।