নতুন প্রজন্মের বলিউডের অভিনেত্রীরা প্রায় সকলেই খুব সুন্দরী। তাদের রূপের যাদুতে মুগ্ধ হয়ে যান দর্শকরাও। কিন্তু নতুন প্রজন্মের এই সুন্দরীদের আজও টক্কর দেওয়ার ক্ষমতা রয়েছে ৭০ থেকে ৮০-র দশকের নায়িকাদের। আজও নিজদের রূপ ও যৌবন ধরে রেখেছেন এই সুন্দরী নায়িকারা। ৭০-এর দশকের এমনি এক সুন্দরী নায়িকা হলে জিনত আমন (Zeenat Aman)।
কেরিয়ারের শুরু থেকেই নিজেকে বোল্ড অবতারে তুলে ধরেছেন অভিনেত্রী জিনাত আমন। ১৯৭১ সালে তাকে প্রথম দেখা গিয়েছিল বড় পর্দায়। তার প্রথম ছবির নাম ছিল ‘হালচাল’। সেই ছবিতে তিনি ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর সেই বছরেই মুক্তি পায়ে তার দ্বিতীয় ছবি যার নাম ছিল ‘হাঙ্গামা’। তবে দুটি ছবিই বক্স অফিসে সাফল্য এনে দিতে পারেনি।
তারপর তিনি ভেবেছিলেন অভিনয় ছেড়ে দেবেন। এরপরেই দেব আনন্দ তাকে ‘হরে রাম হরে কৃষ্ণ’ ছবিতে অভিনয় করার সুযোগ দেন। এই ছবিতেই ‘দম মারো দম’ গানটিতে পারফর্ম করতে দেখা যায় অভিনেত্রী জিনাত আমনকে। আর এই গান তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছিল।
এই ছবি হিট হওয়ার পর দেব আনন্দ ও জিনাত আমন জুটি বেঁধে অনেকগুলো ছবিতে অভিনয় করেন। যার মধ্যে নাম রয়েছে ‘হীরা পান্না’, ‘ইশক ইশক ইশক’, ‘প্রেম শাস্ত্র’, ‘ডার্লিং ডার্লিং’-মতো ছবির। এরপর ১৯৭৩ সালে ‘ইয়াদোঁ কি বারাত’ ছবিটি মুক্তি পায়। এই ছবিতেই আশা ভোঁসলের গলায় ‘চুরা লিয়া হ্যায় তুমনে জো দিল কো’ গানের লিপ দিয়েছিলেন জিনাত আমন।
গানটি আজও খুব জনপ্রিয় দর্শকদের মধ্যে। তবে সেই গানের মতো অভিনেত্রী জিনাত আমনও কখনও পুরনো হয়ে যাননি। বরং নিজের রূপ দিয়ে আজও তিনি মুগ্ধ করে দিতে পারেন বহু পুরুষকে। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে ৭১ বছর বয়সী অভিনেত্রী জিনাত আমনের।
আসলে জনপ্রিয় মিশো ডিজাইন ব্র্যান্ডের হয়ে শ্যুটিং করেছিলেন তিনি। অভিনেত্রীকে সেখানে কালো স্যুট গলায় সোনার চোকার চেইন, আঙুলে সোনার আংটি ও চোখে কালো সানগ্লাসে দারুন মানিয়েছে। ৭১ বছর বয়সে তার এই রূপ দেখে মুগ্ধ হয়েছেন নেটিজেনরাও। তাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ছবিটি।