Bollywood News : বলিউড (Bollywood) -র এখন একটি সিনেমার পিছনে কোটি কোটি টাকা খরচ করে সিনেমা নির্মাতারা। সেগুলি নিয়ে প্রচুর চর্চা হয়েছে নেটদুনিয়ায়। শুধু বলিউড ছবি নয়, গানের পিছনেও প্রচুর টাকা খরচ করেছেন নির্মাতারা। করণ গান ছাড়া অসম্পূর্ণ যে কোনও ভারতীয় সিনেমা। তাই একটি ছবিতে গানকেও সমান ভাবে গুরুত্ব দেই নির্মাতারা। এমনকি এমন কিছু গান আছে যার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়েছে। চলুন জেনে নিই বলিউডের দামি তালিকায় কী কী গান আছে (Most Expensive Songs In Bollywood)।
জিন্দা বান্দা (Zinda Banda) : সম্প্রতি মুক্তি পেয়েছে জওয়ান। আর এই ছবির জিন্দা বান্দা গান ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।তবে এই গানের পিছনেও কোটি কোটি টাকা খরচা করেছেন ছবি নির্মাতারা। জানা গেছে এই গানটি নির্মাণের জন্য ১৫ কোটি টাকা খরচ করা হয়েছে। এই গানে ১০০০ জন নৃত্যশিল্পী পারফর্ম করেছেন। শুধুমাত্র হিন্দি ভাষাতেই নয়, তামিল এবং তেলুগু ভাষাতেও এই গান গেয়েছেন অনিরুদ্ধ।
পার্টি অল নাইট (Party All Night) : হানি সিংহের ‘পার্টি অল নাইট’ গানটা মনে আছে নিশ্চয়। ২০১৩ সালের অক্টোবর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বস্’। আর অক্ষয় কুমারের ‘বস’ ছবিটি কিন্তু এক্কেবারেই হিট করেনি। অথচ পার্টি অল নাইট গানটা রীতিমতো হিট করেছিল। আর এই গানটা শুট করতেই নাকি ৬ কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছিল।
রাম চাহে লীলা (Ram Chahe Leela) : সঞ্জয় লীলা বানসালির সিনেমা ‘রাম-লীলা’ মুক্তি পায় ২০১৩ সালে। সিনেমায় রণবীর সিং-প্রিয়াংকা চোপড়া জুটির ‘রাম চাহে লীলা’ গানটি প্রশংসিত হয়। বানসালির অন্যান্য কাজের মতো এ গানের শুটিংয়ের জন্যও তৈরি করা হয় বিশাল সেট। রণবীর-প্রিয়াংকার সঙ্গে ছিলেন অনেক নৃত্যশিল্পী। গানটি তৈরিতে খরচ হয়েছে ৬ কোটি রুপি। বানসালির সংগীতায়োজনে ‘রাম চাহে লীলা’ গেয়েছেন ভূমি ত্রিবেদী।
মালাং (Malang) : ‘ধুম থ্রি’ সিনেমার জনপ্রিয় গান ‘মালাং’। সিদ্ধার্থ মহাদেবন ও শিল্পা রাওয়ের গাওয়া এ গানের শুটিংয়ে খরচ হয়েছে ৫ কোটি টাকা। শুটিং হয়েছে সার্কাসের সেট বানিয়ে। গানটিতে আমির ও ক্যাটরিনাকে অ্যারোবিকস করতে দেখা গেছে। শুটিংয়ের জন্য যুক্তরাষ্ট্র থেকে ২০০ জিমন্যাস্টকে উড়িয়ে আনা হয়। শুটিংয়ের আগে চলে ২০ দিনের বিশেষ প্রশিক্ষণ।
ঠা কর কে (Tha Kar Ke) : বলিউডের অন্যতম কমেডি ছবি হলো ‘গোলমাল রিটার্নস’। ছবিটি মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। ছবিটি পরিচালনা করেছিলেন রোহিত শেট্টি। আর এই ছবিতে জনপ্রিয় গান হলো ‘ঠা কর কে’ গানটি গেয়েছেন নীরজ শ্রীধর, অন্বেষা দত্তগুপ্ত। বলিপাড়া সূত্রে খবর, প্রায় সাড়ে ৩ কোটি টাকা খরচ করে এই গানের শুটিং হয়েছে।
কিলিমাঞ্জারো (Kilimanjaro) : ২০১০ সালের অক্টোবর মাসে এস শঙ্করের পরিচালনায় মুক্তি পায় ‘রোবট’ ছবিটি। এই ছবিতে দক্ষিণী অভিনেতা রজনীকান্তের বিপরীতে জুটি বাঁধেন বলি অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। আর ঐশ্বর্য রাই বচ্চন এবং রজনীকান্তের ছবি ‘রোবট’-এর ‘কিলিমাঞ্জারো’ গানটির শ্যুটিং হয়েছে পেরুর মাচু পিচুতে। এই গানটি তৈরি করতে নির্মাতাদের খরচ হয়েছে ৪ কোটি টাকা।
আরও পড়ুন : ৩ ছেলেমেয়ে থাকতেও বুড়ো বয়সে দেখে না কেউ! রাস্তায় কুড়িয়ে পাওয়া দুই সন্তানই শর্মিলার আপনজন
আরও পড়ুন : ভারতের সবথেকে ধনী অভিনেত্রী! নয়নতারার সম্পত্তির পরিমাণ জানলে ঘুরে যাবে মাথা
ইয়ানথারা লোকাপু সুন্দরিভে (Yanthara Lokapu Sundarive) : ২০১৮ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘২.০’ ছবিটি। রজনীকান্ত, অক্ষয় কুমার, ঐশ্বর্যা রাই বচ্চন এবং অ্যামি জ্যাকসন অভিনীত তামিল ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন এস শঙ্কর।২.০’ ছবিতে ‘ইয়ানথারা লোকাপু সুন্দরিভে’ গানটি দর্শকের নজর কাড়ে। এই গানের দৃশ্যে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছিলেন অ্যামি। বলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, ‘ইয়ানথারা লোকাপু সুন্দরিভে’ গানটি তৈরি করতে ২০ কোটি টাকা খরচ করেছিলেন এস শঙ্কর।