বলিউডের বিরুদ্ধে বারবার কখনও হলিউড কখনও কলিউড সিনেমার গল্প চুরি করে সিনেমা বানানোর অভিযোগ উঠেছে। তবে শুধু বলিউড নয়, টোকাটুকির এই কারবার গোটা বিশ্ব জুড়েই চলে। ভারতেরও এমন অসংখ্য সিনেমা রয়েছে যেগুলোর গল্প নিয়ে হলিউড সিনেমা বানিয়েছে। হিন্দির পাশাপাশি একটি বাংলা সিনেমার নামও রয়েছে এই তালিকায়। এক নজরে দেখে নিন কোন কোন সিনেমার গল্প নিয়ে হলিউড সিনেমা তৈরি হয়েছে।
এ ওয়েডনেস ডে : নাসিরুদ্দিন শাহ, অনুপম খের অভিনীত এই সিনেমাটি ২০০৮ সালের মুক্তি পায়। সাসপেন্স থ্রিলার ধরনের এই সিনেমা বলিউডে বেশ হিট হয়েছিল। এই সিনেমাটি দেখে বেশ পছন্দ হয় হলিউড পরিচালকদের। ২০১৩ সালে এই সিনেমার অনুকরণে বানানো হয় এ কমন ম্যান নামের একটি হলিউড সিনেমা।
২. চারুলতা : ১৯৬৪ সালে সত্যজিৎ রায়ের চারুলতা সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই সিনেমা আপামর বাঙালির খুবই প্রিয় একটি সিনেমা। ২০০৫ সালে চারুলতার অনুকরণে হলিউড বানায় ফরটি শেডস অফ ব্লু নামের একটি সিনেমা।
৩. ভিকি ডোনর : ২০১২ সালে আয়ুষ্মান খুরানা অভিনীত ভিকি ডোনর সিনেমাটি মুক্তি পায়। এর ঠিক এক বছর পর অর্থাৎ ২০১৩ সালে হলিউড বানায় ডেলিভারি ম্যান। যে সিনেমা আয়ুষ্মানের সিনেমার রিমেক ছিল।
৪. আলাবন্ধন : কমল হাসান অভিনীত এই সিনেমাটি ২০০১ সালে মুক্তি পায়। ২০০৩ সালে হলিউডে মুক্তি পায় এর রিমেক কিলবিল ভলিউম।
৫. ডর : অন্ধ ভালোবাসা কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে ১৯৯৩ সালে ডর সিনেমার মাধ্যমে দেখিয়েছিলেন শাহরুখ খান। এই সিনেমার সাফল্যের কথা আলাদা করে বলতে হয় না। ১৯৯৬ সালে হলিউড ডর সিনেমার রিমেক বানায়, যার নাম দেয় ফিয়ার।
আরও পড়ুন : মার্চ মাসে ওটিটির সেরা রিলিজ সিনেমা ও সিরিজ কোনগুলো? কোনটি কোথায় দেখবেন?
আরও পড়ুন : ফ্রীতে দেখুন যত খুশি সিনেমা, মাত্র ১ টাকায় প্রিমিয়াম সাবস্ক্রিপশন দিচ্ছে Jio Cinema
৬. জব উই মেট : শাহিদ কাপুর এবং কারিনা কাপুর অভিনীত এই সিনেমাটি বলিউডের অন্যতম সেরা একটি সিনেমা। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল। সেই দেখে ২০১০ সালে হলিউড বানায় এই সিনেমার রিমেক, লিপ ইয়ার।
৭. রঙ্গিলা : আমির খানের রঙ্গিলা সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল। ২০০৪ সালে এই সিনেমার অনুকরণে হলিউড বানায় উইন এ ডেট উইথ ট্যাড হ্যামিল্টন নামের সিনেমাটি।