২৫ শে জানুয়ারি মুক্তি পাওয়ার পর দেখতে দেখতে তিন দিন পার করে ফেলল ‘পাঠান’ (Pathaan)। বলতে গেলে বলিউডের গত তিন বছরের খরা যেন তিন দিনের মধ্যেই দূর করে দিয়েছে শাহরুখ খানের (Shah Rukh Khan) নতুন এই ছবিটি। এই ছবির হাত ধরে দীর্ঘ প্রায় ৪ বছর পর আবার পর্দায় ফিরে এসেছেন শাহরুখ খান। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙছে এই ছবি। জেনে নিন কোন ৭ কারণে শাহরুখের এই ছবিটি হলে গিয়ে দেখতেই হবে।
স্পাই ইউনিভার্স : হলিউডে মার্ভেল যেমন সুপার হিরো ফ্র্যাঞ্চাইজি তৈরি করেছে, বলিউডে তেমন এই প্রথম শুরু হল স্পাই ইউনিভার্স। এই সিরিজের প্রথম ছবিটি ছিল সালমানের টাইগার। টাইগার সিরিজের তিনটি ছবি রিলিজ করেছে এরই মধ্যে। সেই সঙ্গে হৃত্বিকের ‘ওয়ার’ও রয়েছে এই তালিকায়। এবার ২০২৩-এ মুক্তি পেল ‘পাঠান’। আগামী দিনে টাইগার, কবীর (হৃত্বিক রোশন) এবং পাঠান বড়সড় কোনও মিশনে নাম লেখাবে। ‘পাঠান’ ছবিতে তার ইঙ্গিত মিলেছে।
সালমানের ক্যামিও : এই ছবিতে সালমান খানের ক্যামিও হিসেবে এন্ট্রি হয়েছে। ১৫ থেকে ২০ মিনিটের জন্য একটি অ্যাকশান দৃশ্যে শাহরুখ এবং সালমান এক সঙ্গে লড়েছেন। ‘করণ অর্জুন’-এর পর এই প্রথমবার তাদের এমনভাবে দেখা গেল। শাহরুখের পাশাপাশি সালমানের ভক্তরাও তাই দারুণ উপভোগ করেছেন এই ফাইট সিকোয়েন্স।
আই ম্যাক্স থ্রি-ডি : শাহরুখের এই ছবিতেই ভারতে প্রথমবারের জন্য ব্যবহৃত হল আই ম্যাক্স থ্রি-ডি প্রযুক্তি। হলিউডে এর প্রচলন থাকলেও ভারতে এর ব্যবহার খুবই সীমিত। দর্শকরা যখন হলে বসে ছবিটি দেখছেন তখন আইম্যাক্স থ্রি-ডি তাদের অনেক বেশি উপভোগ্য বলে মনে হয়। এই প্রযুক্তি ছবির স্ক্রিনের রিজোলিউশন অনেক গুণে বাড়িয়ে দেয়।
আটটি আলাদা দেশে শুটিং : পাঠান ছবিটি শুটিংয়ের জন্য প্রায় দুই বছর সময় গিয়েছে। ২৬০ কোটি টাকা বাজেটের এই ছবিটির শুটিংয়ের জন্য আটটি আলাদা আলাদা দেশকে বেছে নেওয়া হয়েছিল। ভারতের পাশাপাশি আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, রুশ, ইটালি, স্পেন, তুর্কি, ফ্রান্সেও ছবির শুটিং হয়েছে।
৪ বছর পর পর্দায় শাহরুখের উপস্থিতি : একথা অস্বীকার করার উপায় নেই যে দীর্ঘ ৪ বছর ধরে শাহরুখের ভক্তরা পর্দাতে তার ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন। শাহরুখের ছবি মানেই মুক্তির আগেই তা হিট বলে ধরে নেওয়া হয়। প্রথম দিনের ফার্স্ট শোতে পাঠান অবতারে শাহরুখকে দেখার আগ্রহ গত বছর থেকে এই মনের মধ্যে পুষে দেখেছিলেন ভক্তরা।
কাস্টিং : ছবিতে মেগাস্টারদের কাজ করা হয়েছে এবং সেটাও ছবি হিট হওয়ার জন্য বেশ গুরুত্বপূর্ণ। শাহরুখের পাশাপাশি দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামের উপস্থিতি যথেষ্ট দক্ষতার সঙ্গে তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে ক্যামিও হিসেবে সালমানের এন্টিটাও ছিল দুর্দান্ত। অন্যান্য চরিত্রে ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানারাও তাদের অংশে ভালই অভিনয় করেছেন।
নির্দেশনা : ছবি হিট হওয়ার ক্ষেত্রে তারকাদের অভিনয় গুণের পাশাপাশি ছবি নির্দেশনাও ভীষণ গুরুত্বপূর্ণ। এই ছবিটির নির্দেশনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তিনি এর আগে ‘ব্যাং ব্যাং’, ‘ওয়ার’ ছবির নির্দেশনা করেছেন।