এই ৭ ভূতের সিনেমা সবার দেখা উচিত! সিনেমার আড়ালে পাবেন গভীর জ্ঞান!

ভূতের সিনেমা কে না পছন্দ করেন? যিনি ভুতে বিশ্বাস করেন তিনিও যেমন ভূতের সিনেমা দেখেন, যিনি বিশ্বাস করেন না তিনিও কম আগ্রহী থাকেন না এমন সিনেমা দেখতে। তবে সিনেমা শুধু সিনেমা নয়, অনেক সময় অনেক সিনেমা দেখলে আপনি এমন কিছু শিখবেন যা আপনার সারা জীবন কাজে লাগবে। তেমনই এই ৭ টি ভূতের সিনেমা আপনাকে দেবে জীবনের জ্ঞান। যা প্রত্যেকের দেখা উচিত।

দ্য বাবাডুক : এটা একটা সিঙ্গেল মাদারের জীবনের গল্প যেখানে রয়েছে শোক, মানসিক উদ্বেগ, সবকিছু হারিয়ে ফেলার যন্ত্রণা। এই ভুতুড়ে গল্পের মাঝে আপনি পরোক্ষে মানুষের অনিয়ন্ত্রিত আবেগ এবং মানসিক স্বাস্থ্যের গোপন রহস্য সম্পর্কে জানবেন।

 

তুম্বাদ : এই ভারতীয় ভৌতিক সিনেমাটিও দর্শকদের শেখায় কীভাবে লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। অভিশপ্ত ধন পাওয়ার লোভ এবং উচ্চাকাঙ্ক্ষা কাউকে কতটা বিপদে ফেলতে পারে সেটা এই সিনেমায় দেখানো হয়েছে।

মনোলিথ : মানুষের অতীত যখন তাড়া করে বেরোয় তখন তার ভয়াবহতা কোনও ভৌতিক অভিজ্ঞতা থেকে কম হয় না। অতীতে করে থাকা ভুল থেকে অনুশোচনা যখন আসে তখন তা বিবেককে নাড়িয়ে দিয়ে যায়। সেই ঘটনা ভৌতিক ভয়াবহতার আড়ালে বোঝানো হয়েছে এই গল্পে।

হেরিডিটারি : মানসিক রোগও জিনগতভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত হয়। সেটা যে কীভাবে একের পর এক প্রজন্মকে ধ্বংস করে সেই কাহিনী ধরা পড়েছে এই গল্পে।

গেট আউট : এই সিনেমা সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে একটি যোগ্য জবাব। এই সিনেমা বর্ণবাদের কথা বলে, বন্ধুত্বের মুখোশ পড়ে থাকা বর্ণ বৈষম্যের গল্প বলে।

আরও পড়ুন : ২০২৫ এ মুক্তি পাবে হলিউডের এই ১০ মাস্টারপিস সিনেমা

Us

আস : এই সিনেমাতেও আসলে রূপকের আড়ালে সামাজিক সমস্যার কথাই তুলে ধরা হয়েছে। সমাজের নিম্নবিত্তের মানুষদের উপর কতটা বৈষম্য হয় এবং তাদের জীবনের চ্যালেঞ্জগুলো ভৌতিক গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন : বাংলার সেরা ৮টি ভৌতিক ওয়েব সিরিজ, ভুলেও একা দেখবেন না

দ্য সাইনিং : এই সিনেমার গল্পের প্রেক্ষাপট বোনা হয়েছে একটি ভুতুড়ে হোটেলকে কেন্দ্র করে। মদ্যপান এবং নিঃসঙ্গতা যে কতটা ধ্বংসাত্মক রূপ নিতে পারে ভৌতিক গল্পের মোড়কে সেটাই দেখানো হয়েছে এই সিনেমা মারফত।